For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবীণ নাগরিকদের জন্য সুপারহিট পেনশন যোজনা মোদী সরকারের! পেতে পারেন ১.১ লক্ষ টাকা পর্যন্ত

প্রবীণ নাগরিকদের জন্য সুপারহিট পেনশন যোজনা মোদী সরকারের! পেতে পারেন ১.১ লক্ষ টাকা পর্যন্ত

  • |
Google Oneindia Bengali News

দেশে বিভিন্ন ধরনের পেনশন প্রকল্প (pension scheme) চালু রয়েছে প্রবীণ নাগরিকদের (senior citizen) জন্য। তবে কোনওটাই সরকারি পরিচালনাধীন নয়। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এলআইসির (lic) অধীনে এই মুহূর্তে চালু রয়েছে প্রধানমন্ত্রী বয়োবন্দোনা পেনশন যোজনা (PM Vaya Vandana Pension Yojana)। ষাটবছরের বেশি বয়সীরা এই প্রকল্পে অংশ নিতে পারেন। এই প্রকল্পে বছরে সর্বাধিক ১,১১,০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।

সময় বাড়ানো হয়েছে

সময় বাড়ানো হয়েছে

প্রবীণ নাগরিকদের পাশে থাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বয়োবন্দোনা যোজনা চালু করিছেলেন। এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২২-এর ৩১ মার্চ। তবে তা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

উপকৃত হবেন যাঁরা

উপকৃত হবেন যাঁরা

এই প্রকল্পে যোগ দিতে গেলে ন্যূনতম বয়স হতে হবে ৬০ বছর। পরিষ্কার করে বলতে গেলে ৬০ বছরের বেশি বয়সের নাগরিকরা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। এছাড়া এই প্রকল্পে বিনিয়োগের জন্য বয়সের আর কোনও সীমা নেই।

 এলআইসির অধীনে চলছে প্রকল্প

এলআইসির অধীনে চলছে প্রকল্প

ভারত সরকারের তরফে এই প্রকল্প চালানোর জন্য জীবন বিমা কর্পোরেশন অর্থাৎ এলআইসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই প্রকল্পে একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এই প্রকল্পে পেনশনের জন্য কোনও ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে। সেই ব্যক্তি মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক পেনশন পেতে পারেন। যা আবেদনকারীকেই বেছে নিতে হবে।

বার্ষিক পেনশনের পরিমাণ

বার্ষিক পেনশনের পরিমাণ

এই প্রকল্পে মাসে ১০০০ টাকা পেনশন পেতে গেলে ১,৬২,১৬২ টাকা বিনিয়োগ করতে হবে। টাকা রাখতে হবে ১০ বছরের জন্য। এই প্রকল্পের অধীনে যেমন সর্বাধিক বিনিয়োগের সীমা ১৫ লক্ষ টাকা ঠিত তেমনই সর্বাধিক মাসিক পেনশন হল ৯২৫০ টাকা। ত্রৈমাসিকের নিরিখে পেনশন ২৭,৭৫০ টাকা, অর্ধবার্ষিক ৫৫,৫০০ টাকা এবং বার্ষিক পেনশন ১,১১,০০০ টাকা।

কীভাবে বিনিয়োগ

কীভাবে বিনিয়োগ

প্রধানমন্ত্রী বয়োবন্দোনা প্রকল্প সম্পর্কে জানতে 022-67819281 কিংবা 022-67819290-তে ফোন করা যেতে পারে। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-227-717-এ ডায়াল করা যেতে পারে। এছাড়াও যে কোনও এলআইসি-র এজেন্ট এব্যাপারে সাহায্য করতে পারেন।

ছাড় রয়েছে সার্ভিস ট্যাক্সে

ছাড় রয়েছে সার্ভিস ট্যাক্সে

এই প্রকল্পে সরাসরি সরকারি ভর্তুকি রয়েছে। এই প্রকল্পটি পরিষেবা করা এবং জিএসটি মুক্ত। কোনও গুরুতর রোগ কিংবা চিকিৎসার জন্য নির্দিষ্ট সময়ের আগে এই টাকা তোলা যাবে।

যেসব নথি লাগবে

যেসব নথি লাগবে

এই প্রকল্পে জন্য আবেদন করতে গেলে যেসব নথি লাগবে তা হল প্যান কার্ডের জেরক্স, ঠিকানা প্রমাণ, ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স অবশ্যই লাগবে।

আছে ঋণের সুবিধা

আছে ঋণের সুবিধা

এই প্রকল্পে ঋণের সুবিধাও পাওয়া যায়। বিনিয়োগের ৩ বছর পরে ঋণের জন্য আবেদন করা যেতে পারে। তবে সেই ঋণের পরিমাণ কখনই বিনিয়োগের পরিমাণের ৭৫%-এর বেশি হবে না। পাশাপাশি এই প্রকল্পে কর ছাড়ের সুবিধা নেই।

English summary
Modi Govt increases time for PM Vaya Vandana Pension Yojana, its features and benefits
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X