For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় রেলের নতুন নিয়ম! টিকিট বুকিং-এর সময় এই কোড মনে না রাখলে সমস্যায় পড়তে পারেন

যাঁরা রিজার্ভড টিকিটে (reserved ticket) রেলে ভ্রমণ করেন, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ খবর। এখন থেকে রেলে টিকিট বুক করার সময় বেশ কিছু কোড (code) তাঁদেরকে মনে রাখতে হবে। যদি তা না করতে পারেন, তাহলে সেই যাত্রী সমস্যায় পড়তে

  • |
Google Oneindia Bengali News

যাঁরা রিজার্ভড টিকিটে (reserved ticket) রেলে ভ্রমণ করেন, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ খবর। এখন থেকে রেলে টিকিট বুক করার সময় বেশ কিছু কোড (code) তাঁদেরকে মনে রাখতে হবে। যদি তা না করতে পারেন, তাহলে সেই যাত্রী সমস্যায় পড়তে পারেন। কেননা আসনগুলির বুকিং কোড এবং কোড কোডে পরিবর্তন এনেছে ভারতীয় রেল (indian railways)।
ভারতীয় রেলের তরফে ট্রেনগুলিতে নতুন ধরনের কোচ চালু করা হয়েছে। সেই কোচগুলিকে আলাদা কোডের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। যাত্রীরা যাতে আসন সংরক্ষণের সময় পছন্দের কোচে পছন্দের আসন বেছে নিতে পারেন, তারও বন্দোবস্ত করা হয়েছে।

টিকিট বুক করার সময় কোড মনে রাখতে হবে

টিকিট বুক করার সময় কোড মনে রাখতে হবে

ভারতীয় রেলের তরফে অনেক অতিরিক্ত কোচ চালু করার প্রক্রিয়া চলছে। বেশ কিছু ক্ষেত্রে তা হয়েও গিয়েছে। এর মধ্যে রয়েছে এসি-থ্রি ইকোনমি ক্লাসও। এক-একটি কোচে এই ধরনের ৮৩ টি বার্থ থাকতে চলেছে। এখনও পর্যন্ত থার্ড এসি কোচে সিট বুকিংয়ের জন্য ভাড়া নির্ধারণ করা হয়নি। তবে দেশের সব থেকে বেশি সংখ্যক মানুষ যে কোচে ভ্রমণ করে, সেই স্লিপার ক্লাসের ক্ষেত্রে বুকিং কোড কিংবা কোচের কোডের পরিবর্তন হয়নি।

স্পেশাল ভিস্টাডোম কোচ

স্পেশাল ভিস্টাডোম কোচ

পর্যটনের কথা মাথায় রেখেই ভিস্টাডোম কোচ চালু করা হয়েছে। ভিস্টাডোম কোচের বড় বৈশিষ্ট্য হল ট্রেনের ভিতরে বসে যাত্রীরা বাইরের দৃশ্য দেখতে পাবেন। এই কোচের ছাদও কাঁচের। প্রতিটি রাজ্যে এই ধরনের ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি ট্রেন যেমনন মুম্বইয়ের দাদার থেকে মারগাঁও পর্যন্ত যাচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গে ডুয়ার্সে এই ধরনের ট্রেন চালু করেছে ভারতীয় রেল। যা নিয়ে উচ্ছ্বসিত যাত্রীরা।

যেভাবে বুকিং হবে

যেভাবে বুকিং হবে

ভারতীয় রেলের বিভিন্ন ডিশনের চিফ কমার্শিয়াল ম্যানেজারদের বিষয়টি নিয়ে জানানো হয়েছে। এর অধীনে থার্ড এসি ক্লাসের ইকোনমি কোচের বুকিং কোড থ্রিই এবং কোচের কোড হবে এম। একইভাবে ভিস্তাডোম কোচের কোজ হল ইভি।

নতুন বুকিং কোড এবং কোচ কোড

নতুন বুকিং কোড এবং কোচ কোড

কোচ ক্লাস বুকিং কোড কোচ কোড
ভিস্তোডোম VS AC DV
স্লিপার SL S
এসি চেয়ারকার CC C
থার্ড এসি 3A B
এসি থ্রি টিয়ার ইকোনমি 3E M
সেকেন্ড এসি 2A A
গরিব রথ এসি থ্রি টিয়ার 3A G
গরিব রথ চেয়ারকার CC J
ফার্স্ট এসি 1A H
এগজিকিউটিভ ক্লাস EC E
অনুভূতি ক্লাস EA K
ফার্স্ট ক্লাস FC F
ভিস্তাডোম এসি EV EV

মুখ্যমন্ত্রী মমতার প্রচারে মানতে হবে বিধি, রাজ্যে নির্বাচন নিয়ে কড়া নির্দেশিকা কমিশনেরমুখ্যমন্ত্রী মমতার প্রচারে মানতে হবে বিধি, রাজ্যে নির্বাচন নিয়ে কড়া নির্দেশিকা কমিশনের

English summary
Indian Railways has made major changes in the seat booking code and coach code as new type of coach introduced
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X