For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমছে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি, রিপোর্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের

আগামী ৫ বছরের মধ্যে দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির নিরিখে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিপোর্টে ধরা পড়ল আশঙ্কাজনক ছবি।

Google Oneindia Bengali News

আগামী ৫ বছরের মধ্যে দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির নিরিখে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিপোর্টে ধরা পড়ল আশঙ্কাজনক ছবি। মোদীর জমানায় নাকী দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কমেছে। ২০১৯ এবং ২০২০ সালে অত্যন্ত ধীরে হচ্ছে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি। দুবছরে ০.৩ শতাংশ করে কম হচ্ছে উন্নতি। জিডিপি বৃদ্ধিও যে পরিমাণে হওয়ার কথা সেই পরিমানে হচ্ছে না। ওয়াশিংটনের এই আন্তর্জাতিক সংস্থা মনে করছে গতি ধীর হলেও চিনের থেকে দ্রুত গতিতে হচ্ছে ভারতের অর্থনৈতিক উন্নয়ন।

ভারতের অর্থনীতি

ভারতের অর্থনীতি

হিসেব অনুযায়ী ভারতের অর্থনীতি ২০১৯ সালে ৭.০ শতাংশ বৃদ্ধি হয়েছে ২০২০ সালে সেই বৃদ্ধি ৭.২ শতাংশ হওয়ার কথা। কিন্তু আইএমএফের সমীক্ষা বলছে আর্থিক সমৃদ্ধি ঘটলেও তার গতি কমছে। বছরে ০.৩ শতাংশ কমছে সেই গতি।

উঠছে প্রশ্ন

উঠছে প্রশ্ন

অথচ এবার দেশকে সেই ট্রিলিয়নের অঙ্কে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই বাজেট পেশ করেছ মোদী-২ সরকার। একাধিক ক্ষেত্রে আর্থিক সংস্কারের কথা বলা হয়েছে সেই বাজেটে। কর পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে। তারপরেই আর্থিক বৃদ্ধির গতি ধীর কেন এই নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই গতিতে আর্থিক বৃদ্ধি ঘটলে আগামী ৫ বছরে কী সেই লক্ষ্যে পৌঁছতে পারবে দেশের অর্থনীতি? প্রশ্ন একটা থেকেই যাচ্ছে।

গতি শ্লথ

গতি শ্লথ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে জানানো হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের সমীক্ষায় জানা গিয়েছে, ভারতের আর্থিক সমৃদ্ধি ২০১৯ সালে ৬.২ এবং ২০২০ সালে সেটি কমে ৬.০ হবে। আইএমএফের ভারতীয় বংশোদ্ভুত প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ জানিয়েছেন, বিশ্বঅর্থনীতি ২০১৯ সালে ৩.২ শতাংশ হয়েছে আর ২০২০ সালে সেটা ৩.৫ শতাংশ হওয়ার কথা। তাতে দেখা গিয়েছে উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সমৃদ্ধি কমেছে।

 কোন কোন প্রভাব রয়েছে

কোন কোন প্রভাব রয়েছে

২০১৯-২০ সালে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। কারণ এই আর্থিক বর্ষে বিশ্বের অর্থনীতিতে দুটি বড় জিনিস ঘটছে, প্রথমত ব্রেক্সিট এবং দ্বিতীয়ত আমেরিকা এবং চিনের বাণিজ্যিক সম্পর্কের অবনতি। এর প্রভাব ভারতের অর্থনীতিতেও পড়বে বলে মনে করছেন তিনি।

English summary
IMF projected a slower growth rate for India in 2019 and 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X