For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশে বেড়াতে গিয়ে পাসপোর্ট হারিয়ে গেছে? তাহলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন

বিদেশে বেড়াতে গিয়ে পাসপোর্ট হারিয়ে গেছে? তাহলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন

  • |
Google Oneindia Bengali News

কোথাও বেড়াতে গিয়ে যদি আপনার ফোনটা হারিয়ে যায়! কিংবা বিদেশের মাটিতে যদি আপনি আপনার পাসপোর্ট হারিয়ে ফেলেন! ছুটির সব আনন্দটাই মাটি। কার্যত দুঃস্বপ্নের পরিস্থিতি তৈরি হতে পারে। পাসপোর্ট কী ভাবে ফেরাবেন, কী ভাবে দেশে ফিরবেন, এটা ভাবতেই আপনার সময় কেটে যাবে। কিন্তু মনে রাখবেন, সব সমস্যারই সমাধা রয়েছে।

সবার আগে মনে রাখবেন, এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়ালে চলবে না। মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে। আগে সম্ভাব্য সমস্ত জায়গায় খুঁজে দেখুন কোথাও পাসপোর্টটা আছে কি না। যদি সত্যিই হারিয়ে গিয়ে থাকে, তাহলে আপনার কাছে কী কী অপশন আছে জেনে নিন।

কাছের থানাটি চিহ্নিত করুন

কাছের থানাটি চিহ্নিত করুন

সবার আগে সবথেকে কাছের থানাটি চিহ্নিত করুন। সেখানে পাসপোর্ট হারানোর কথা জানান। আপনি দূতাবাসে গেলে আপনাকে ওই থানার অভিযোগের নথি নিয়ে যেতে হবে। তাই এটা করা সবথেকে জরুরি। এবং থানায় লিখিত অভিযোগ জানানোটাও খুবই গুরুত্বপূর্ণ। অভিযোগ জানালে তার প্রতিলিপির কপিটা নিতে কখনও ভুলবেন না কিন্ত। তবে পরের ধাপে কী করতে হবে, সে ব্যাপারেও আপনাকে সাহায্য করতে পারে পুলিশই। ফলে যেখানে বেরাতে যাচ্ছেন সেখানে জরুরি নম্বরগুলিও সঙ্গে রাখলে ভালোই হয়। তাহলে দ্রুত সমস্যা সমাধান করা যেতে পারে।

দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা

দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা

পরের ধাপ হল, দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা। যেখানে যাচ্ছেন সেখানকার ভারতীয় দূতাবাসের তথ্য সঙ্গে রাখুন। এমনকি কোথায় দূতাবাস রয়েছে সেটি আগে জেনে রাখাটা জরুরি। তবে যাওয়ার আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। তখনই জানাতে হবে যে পাসপোর্ট হারিয়ে যাওয়ার কারণে আপনি দেখা করতে চাইছেন। যে দূতাবাস সবথেকে কাছে রয়েছে, তার সঙ্গেই যোগাযোগ করুন। বিশ্বের সবদেশেই ভারতীয় দূতাবাস রয়েছে।

 যা যা নথি প্রয়োজন

যা যা নথি প্রয়োজন

এরপর পাসপোর্ট করানোর জন্য যা যা নথি প্রয়োজন সেগুলো তৈরি রাখুন। দূতাবাসে যখন পাসপোর্টের জন্য আবেদন জানাবেন তখন আবেদনপত্রের সঙ্গে এ সব নথি জমা দিতে হবে।

যেমন পাসপোর্টের দু পারের জেরক্স কপি সঙ্গে রাখতে হবে সব সময়। সেটি দূতাবাসে প্রতিলিপি আকারে জমা দিতে হবে অভিযোগ জানানোর সময়। এছাড়াও
থানায় অভিযোগের নথির জেরক্স কপি,
পাসপোর্ট ফটো,
বিমানের টিকিটের জেরক্স কপি ও ভিসা এগুলি কিন্তু জমা দিয়তে।
নতুন পাসপোর্টের আবেদন করছেন এই সংক্রান্ত নথি জেরক্স করে রাখুন নিজের কাছে।

এমার্জেন্সি সার্টিফিকেট করিয়ে আনতে হবে

এমার্জেন্সি সার্টিফিকেট করিয়ে আনতে হবে

আর যদি আপনার হাতে বেশি সময় না থাকে, তাহলে পাসপোর্ট না থাকলেও চলবে। দূতাবাস থেকে এমার্জেন্সি সার্টিফিকেট করিয়ে আনতে হবে। এই সার্টিফিকেট নিয়ে একবারই যাওয়া যাবে। সেই সার্টিফিকেটের জন্য আপনাকে দিতে হবে
ইএপি-২ ফর্ম
পাসপোর্ট ছবি
পাসপোর্টের জেরক্স কপি
থানায় অভিযোগের নথির জেরক্স কপি।

বিমান সংস্থাকে ফোন করে পুরো পরিস্থিতির কথা জানান

বিমান সংস্থাকে ফোন করে পুরো পরিস্থিতির কথা জানান

যদি কোনও ভাবেই পাসপোর্ট উদ্ধার করা সম্ভব না হয়, আর পাসপোর্ট ছাড়া দেশ ছাড়তে না পারেন, তাহলে আপনাকে বিমানের সময় পরিবর্তন করতে হতে পারে। বিমান সংস্থাকে ফোন করে পুরো পরিস্থিতির কথা জানান। এ ক্ষেত্রে পর্যটন বীমা থাকলে সুবিধা হয়। তাহলে অতিরিক্ত যা খরচ হল, তা দেশে ফিরে বীমা থেকে পাওয়া যায়। ফলে বিদেশ যাওয়ার আগে অবশ্যই এই প্রতিবেদনটি পড়ে বিস্তারিত বিষয়গুলি নিয়ে আগে থেকেই অবগত থাকুন।

ঝাড়খণ্ডে সরকার পতনের আশঙ্কা! তিনটি বাসে অজানা গন্তব্যে ক্ষমতাসীন জোটের বিধায়করাঝাড়খণ্ডে সরকার পতনের আশঙ্কা! তিনটি বাসে অজানা গন্তব্যে ক্ষমতাসীন জোটের বিধায়করা

English summary
If you have lost your passport in foreign land, then what to do
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X