For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রত্যেকদিন ৭৪ টাকা জমিয়ে এক কোটি টাকার মালিক হওয়ার সুযোগ, মিলবে ২৭ হাজার টাকা পেনশনও! কিন্তু কীভাবে?

National Pension System এমন একটা ব্যবস্থা যাতে আপনি বিনিয়োগ করে অবসরের পর একটা মোটা অঙ্কের টাকা রোজগার করা সম্ভব। শুধু তাই নয়, এর থেকে মাসিক পেনশন পাওয়া সম্ভব। এই স্কিমে টাকা জমানোর ক্ষেত্রে লাভ ই লাভ! কিন্তু কীভাবে এই

  • |
Google Oneindia Bengali News

National Pension System: অবসরের পর কীভাবে চলবে সংসার! টাকার জোগান হবে কীভাবে? সেই প্ল্যানিং চাকরির সময় থেকে করে নেওয়াটা প্রয়োজন। এতে চাকরিজীবন তো বটেই, অবসরের পর একটা মোটা অঙ্কের টাকা জমানো সম্ভব।

এক্ষেত্রে National Pension System এমন একটা ব্যবস্থা যাতে আপনি বিনিয়োগ করে অবসরের পর একটা মোটা অঙ্কের টাকা রোজগার করা সম্ভব। শুধু তাই নয়, এর থেকে মাসিক পেনশন পাওয়া সম্ভব।

এই স্কিমে টাকা জমানোর ক্ষেত্রে লাভ ই লাভ! কিন্তু কীভাবে এই স্কিমের মাধ্যমে টাকা জমাতে পারবেন?

৭৪ টাকা প্রত্যেকদিন জমান!

৭৪ টাকা প্রত্যেকদিন জমান!

যদি আপনি মোটা অঙ্কের রোজগার করতে চান তাহলে প্রত্যেকদিন ৭৪ টাকা করে বাঁচাতে পারেন। শুধু তাই নয়, প্রত্যেকদিন বাঁচানো টাকা যদি আপনি NPS এ বিনিয়োগ করেন তাহলে অবসরের সময়ে এক কোটি টাকা আপনার হাতে আসবে।

যদি আপনার বয়স ২০ বছর হয় তাহলে এখন থেকে রিটার্নমেন্টের প্ল্যানিং শুরু করে দিতে পারেন। তবে এটা সত্যি কথা যে এই বয়সে অনেকে চাকরি পান না। কিন্তু এই বয়স থেকে যদি সঞ্চয় করতে শুরু করেন তাহলে উপকৃত হবেন। দিনে হাত খরচ থেকে মাত্র ৭৪ টাকা বাঁচাতে হবে। আর তাতেই কেল্লা ফতে।

NPS এ বিনিয়োগ করে পেয়ে যান কোটি টাকা

NPS এ বিনিয়োগ করে পেয়ে যান কোটি টাকা

১) NPS হল একটি মার্কেট লিঙ্ক রিটারমেন্ট ওরিয়েটেড ইনভেস্টমেন্টের (Market Linked Retirement Oriented Investment) বিকল্প। এই স্কিমের মাধ্যমে NPS এর টাকা আপনার দুটি জায়গাতে বিনিয়োগ হয়ে থাকে।

শেয়ার মার্কেট কিংবা Debt অর্থাৎ সরকারি বন্ডস, কর্পোরেট বন্ডস। NPS এর কত টাকা equity অর্থাৎ শেয়ার মার্কেটে যাবে সেটা অ্যাকাউন্ট খোলার সময়ে নির্ধারিত করে দিতে পারবেন।

তবে মোট অঙ্কের ৭৫ শতাংশ টাকা পর্যন্ত শেয়ার বাজারে দিতে পারেন। তবে এতে PPF কিংবা EPF তে মোটা অঙ্কের ড়িটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে।

২) যদি আপনি NPS ের মাধ্যমে কোটিপতি হতে চান তাহলে এই ব্যবস্থাতে কিন্তু পুরো বিষয়টি খুব সহজ। এতে প্রয়োজন একটা ছোট্ট একটা ট্রিক। ধরে নিন আপনার বয়স যদি ২০ বছর হয়।

আর এই বয়স থেকে যদি প্রত্যেকদিন যদি ৭৪ টাকা করে জমাতে শুরু করে দেন তাহলে মাসে ২২৩০ টাকা জমিয়ে NPS এর মধ্যে বিনিয়োগ করতে পারবেন। যখন ৪০ বছর পর আপনি যখন দীর্ঘ কর্মজীবন থেকে অবসর নেবেন তখন কোটিপতি হতে বাধ্য।

ধরে নিন আপনি ৯ শতাংশ হারে রিটার্ন পেতে শুরু করলেন। তবে আপনার যখন অবসর হবে তখন আপনার মোট সম্মপ্তির পরিমাণ দাঁড়াবে 1.03 কোটি টাকা।

NPS এর বিনিয়োগের বয়স-

NPS এর বিনিয়োগের বয়স-

বয়স- ২০ বছর, প্রত্যেক মাসে বিনিয়োগ ২২৩০ টাকা। বিনিয়োগ করতে হবে ৪০ বছর পর্যন্ত। আনুমানিক রিটার্ন হবে ৯ শতাংশ করে।

NPS বিনিয়োগের হিসাব-নিকাশ!

NPS বিনিয়োগের হিসাব-নিকাশ!

মোট বিনিয়োগ ১০.৭ লক্ষ টাকা। মোট সুদ পাওয়া যাবে ৯২.৪০ লাখ টাকা। পেনশনের জন্যে মিলবে ১.০৩ কোটি টাকা। মোট আয়কর ছাড়- ৩.২১ লাখ টাকা।

জরুরি তথ্য

জরুরি তথ্য

যদি আপনি মনে করেন পুরো টাকা আপনি একসাথে বার করে নিতে পারবেন না। মোট টাকার মাত্র ৬০ শতাংশ পর্যন্ত আপনি বার করতে পারবেন। বাকি ৪০ শতাংশ টাকা আপনাকে শেয়ারে দিতে হবে। যার মাধ্যমে প্রত্যেক মাসে পেনশনের সুবিধা পাওয়া যাবে। মনে করা যেতে পারে ৪০ শতাংশ টাকা শেয়ারে দিয়ে দিলেন তবে যখন আপনার ৬০ বছর বয়স হবে মোটা অঙ্কের টাকা অর্থাৎ 61.86 লাখ টাকা পেয়ে যাবেন। ৮ শতাংশ হারে সুদ পাওয়া যাছে বলেও ধরে নিতে হবে। মাসে এতে পেনশন পাওয়া যাবে প্রায় ২৭ হাজারের কাছাকাছি। তবে বাজার অনুযায়ী প্রতি মুহূর্তে বদলে যেতে পারে রিটার্নের হার। ফলে এই স্কিমে বিনিয়োগ করার আগে অবশ্যই বিনিয়োগ পত্র ভালো করে পড়ে নিন।

English summary
If you can save 74 rupees per day, you can get 1 crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X