For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কারা! হুরনের তালিকায় একেরপর এক চমক, দেখুন প্রথম দশের তালিকা

প্রতিবছরের মতো এবছরও 'হুরন গ্লোবাল রিচ লিস্ট ২০১৮' বেরিয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কারা সেই তালিকা প্রকাশিত হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রতিবছরের মতো এবছরও 'হুরন গ্লোবাল রিচ লিস্ট ২০১৮' বেরিয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কারা সেই তালিকা প্রকাশিত হয়েছে। আগের বারের চেয়ে অনেক রদবদল হয়েছে। কেউ পিছিয়ে গিয়েছেন, কেউ আবার ধূমকেতুর মতো উঠে এসে প্রথম দশে জায়গা করে নিয়েছেন। ভারতের কেউ এই তালিকায় নেই। মূলত আমেরিকা ও ইউরোপের ব্যবসায়ীরাই জায়গা করেছেন প্রথম দশে। কে কত নম্বরে রয়েছেন, দেখে নেওয়া যাক।

মাইকেল ব্লুমবার্গ

মাইকেল ব্লুমবার্গ

ব্লুমবার্গ কোম্পানির কর্ণধার মাইকেলের সম্পদ বেড়েছে ১৭ শতাংশ হারে। তিনি রয়েছেন দশম স্থানে। আগের বছরও এই স্থানে ছিলেন তিনি।

ল্যারি পেজ

ল্যারি পেজ

গুগলের ল্যারি পেজ এবছর রয়েছেন ৯ নম্বরে। সম্পদ গত বছরের তুলনায় বেড়েছে ৩৫ শতাংশ হারে। মোট সম্পদ ৫০ বিলিয়ন মার্কিন ডলার।

ল্যারি এলিসন

ল্যারি এলিসন

ওরাক্যালের ল্যারি ষষ্ঠ স্থান থেকে নেমে অষ্টম স্থানে রয়েছেন এবছর। মাত্র ১৩ শতাংশ সম্পদ বেড়ে এবছর দাঁড়িয়েছে ৫৪ বিলিয়ন মার্কিন ডলারে।

কার্লোস স্লিম হেলু অ্যান্ড ফ্যামিলি

কার্লোস স্লিম হেলু অ্যান্ড ফ্যামিলি

কার্লোস স্লিম ও পরিবার আগের বারের মতোই সপ্তম স্থানে রয়েছেন। তাঁদের ৪৬ শতাংশ হারে সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৬৭ বিলিয়ন মার্কিন ডলারে।

আমান্সিয়ো ওর্তেগা

আমান্সিয়ো ওর্তেগা

স্পেনের শিল্পপতি ওর্তেগা এবছর দুই ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। তাঁর সম্পদ বেড়েছে ৬ শতাংশ হারে। মোট সম্পদ ৭৩ বিলিয়ন মার্কিন ডলার।

বার্নার্ড আর্নল্ট

বার্নার্ড আর্নল্ট

ফ্রান্সের বাসিন্দা বার্নার্ড রয়েছেন পঞ্চম স্থানে। তাঁর মোট সম্পদ ১০৫ শতাংশ বেড়ে ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

মার্ক জুকারবার্গ

মার্ক জুকারবার্গ

ফেসবুকের স্রষ্টা জুকারবার্গের মোট সম্পদের পরিমাণ ৭৯ বিলিয়ন ডলার। আগের বছরের চেয়ে তাঁর সম্পদ বেড়েছে ৩৬ শতাংশ হারে। তিনি তালিকায় চার নম্বরে রয়েছেন।

বিল গেটস

বিল গেটস

বিল গেটস বহুদিন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা ধরে রেখেছিলেন। এবার তা খোয়াতে হয়েছে। গেটসের সম্পদ আগের বারের তুলনায় ১১ শতাংশ হারে বেড়ে ৯০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তিনি নেমে গিয়েছেন তিন নম্বরে।

ওয়ারেন বাফে

ওয়ারেন বাফে

বার্কশায়ার হ্যাথওয়ের কর্ণধার ওয়ারেন বাফের মোট সম্পদ ১০২ বিলিয়ন ডলার। আগের তালিকায়ও তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। আগের বারের চেয়ে তাঁর সম্পদ বেড়েছে ৩১ শতাংশ হারে।

জেফ বেজোস

জেফ বেজোস

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবার সকলকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব জিতে নিয়েছেন। আগের বছরের তালিকায় তিনি ছিলেন তিন নম্বরে। সেখান থেকে ৭১ শতাংশ মোট সম্পদ বাড়িয়ে জেফ চলে এসেছেন এক নম্বরে। তাঁর মোট সম্পদ ১২৩ বিলিয়ন মার্কিন ডলার।

English summary
From Jeff Bezos to Micheal Bloomberg See the first 10 richest billionaires in the world in Hurun Global Rich List 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X