For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জানেন Aadhar card এর মাধ্যমেও পার্সোনাল লোনের জন্যে আবেদন করা যেতে পারে? এই পদ্ধতিতেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা

করোনা পরিস্থিতিতে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন দেশের বেশির ভাগ মানুষই। এই অবস্থায় আধার যোজনা সাধারণ মানুষের জন্যে বড়সড় সুবিধা দিতে পারে। বর্তমানে আধার শুধু একটু প্লাস্টিক কার্ড নয়, এমনকি শুধু পার্সে রেখে দিলাম এমনটাও

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতিতে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন দেশের বেশির ভাগ মানুষই। এই অবস্থায় আধার যোজনা সাধারণ মানুষের জন্যে বড়সড় সুবিধা দিতে পারে। বর্তমানে আধার শুধু একটু প্লাস্টিক কার্ড নয়, এমনকি শুধু পার্সে রেখে দিলাম এমনটাও নয়।

যে কোনও সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রের যে কোনও কাজে আধার যথেষ্ট উপকারী একটি বিষয়। শুধু তাই নয়, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড, মোবাইল নম্বর, পিএফ অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করানো এখন বাধ্যতামূলক করে দিয়েছে সরকার।

আধার এই মুহূর্তে দেশের অন্যতম বড় প্রমান্য নথি।

আধার কার্ডের মাধ্যমে পার্সোনাল লোন নেওয়া সম্ভব?

আধার কার্ডের মাধ্যমে পার্সোনাল লোন নেওয়া সম্ভব?

বলা রাখা প্রয়োজন যে, এখন আধার কার্ডের মাধ্যমে শুধু মোবাইলের সিম কার্ডই তোলা যায় না। বর্তমানে এই কার্ডের মাধ্যমে পার্সোনাল লোন (Personal Loan) নেওয়া যায়। আপনি আপনার আধার কার্ডের মাধ্যমে লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। ভাবছেন তো এটা সম্ভব কি? আধার কার্ডের মাধ্যমে লোন কিন্তু কীভাবে? এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে সেই বিষয়ে আলোচনা করা হল। কীভাবে আধার কার্ডের মাধ্যমে লোন পাবেন সেই বিষয়ে জানানো হল।

আধার কার্ডে লোন নিতে গেলে...!

আধার কার্ডে লোন নিতে গেলে...!

যদি আপনি আধার কার্ডের মাধ্যমে লোন নিতে চান তাহলে আপনি কয়েকটি তথ্য যাচাই করতে হবে। প্রথমেই নিশ্চিত করতে হবে যে আধার কার্ডে (Aadhaar Card) দেওয়া সমস্ত তথ্য সঠিক। যদি তা সবদিক থেকে দেখা হয় যে দেওয়া তথ্য সঠিক তাহলে আপনি আপনার আধার কার্ডের মাধ্যমে পার্সোনাল লোনের জন্যে আবেদন করতে পারবেন।

পার্সোনাল লোনের জন্যে কীভাবে আবেদন করবেন?

পার্সোনাল লোনের জন্যে কীভাবে আবেদন করবেন?

যে ব্যাঙ্ক থেকে লোন নিতে চান সেই ব্যাঙ্কের ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে লগ ইন করতে হবে।

ব্যাঙ্কের ওয়েবসাইটে লোনের অপশনে আপনাকে যেতে হবে। সেখানে পার্সোনাল লোনে ক্লিক করতে হবে

এখানে আপনাকে চেক করতে হবে যে আপনি পার্সোনাল লোন নেওয়ার জন্যে যোগ্য কি না!

এই বিষয়টি কনফার্ম হয়ে গেলে আপ্ল্যাই পর ট্যাবে ক্লিক করতে হবে।
এরপর একটি অ্যাপ্লিকেশন উইন্ডো খুলে যাবে। এতে আপনি পার্সোনাল লোন, রোজগার, এবং টাকা পয়সার সমস্ত তথ্য পেয়ে যাবেন।

সমস্ত কিছু হওয়ার পর ব্যাঙ্ককর্মী আপনার দেওয়া সমস্ত তথ্য ভ্যারিফিকেশন করবে। এরপর আপনকে আপনার আধার কার্ডের একটি কপি আপলোড করতে বলা হবে।

ব্যাঙ্কের তরফ থেকে ভ্যারিফিকেশনের কাজ শেষ হলেই আপনার অ্যাকাউন্টে লোনের টাকা পড়ে যাবে। এই সুবিধা পাওয়ার কন্যে সংশ্লিষ্ট আবেদনকারীর নুন্যতম বয়স ২৩ বছর হতে হবে। সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত এই লোন নেওয়ার জন্যে আবেদন করা যাবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
How to apply for personal loan by Aadhaar card
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X