For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Petrol-Diesel এর দামে সবথেকে বড় আপডেট! ১৫০ টাকা প্রতি লিটার হতে পারে দাম

দেশে ক্রমশ বাড়ছে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price Today) দাম। ইতিমধ্যে ১১০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম। ডিজেলের দামও ক্রমশ আকাশ ছোঁয়া। আর এভাবে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে। জ্বালানির

  • |
Google Oneindia Bengali News

দেশে ক্রমশ বাড়ছে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price Today) দাম। ইতিমধ্যে ১১০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম। ডিজেলের দামও ক্রমশ আকাশ ছোঁয়া। আর এভাবে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে। জ্বালানির আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে অন্যান্য জিনিসের দামও ক্রমস বাড়তে চলেছে।

এই অবস্থায় সরকারের কাছে একটাই দাবি, দ্রুত তেলের দাম কমাতে হবে। এই অবস্থায় বিশ্বের বিখ্যাত অর্থনৈতিক সংস্থা goldman sash একটি সমীক্ষা (Petrol-Diesel Price Latest News) চালিয়েছে। আর এরপরেই কার্যত ঘুম উড়িয়ে দেওয়ার মতো দাবি করেছে।

ক্রুড ওয়েলের দাম বাড়লেই বাড়বে দাম

ক্রুড ওয়েলের দাম বাড়লেই বাড়বে দাম

বিশ্বের বিখ্যাত অর্থনৈতিক সংস্থা goldman sash তাঁদের এক নোটে জানাচ্ছে, বিশ্বের বাজারে আরও দাম বাড়বে ক্রুড ওয়েলের। আগামী বছরে এই তেলের দাম ১১০ টাকা ডলার প্রতি ব্যারোলে বিক্রি হতে পারে বলে আশঙ্কা এই সংস্থার। এই মুহূর্তে বিশ্ব বাজারে ক্রুড ওয়েল প্রতি লিটার ব্যারোলে বিক্রি হচ্ছে ৮৫ ডলারের কাছাকাছি। তবে যেভাবে চাহিদা বাড়ছে তাতে আগামী বছরে ক্রুড ওয়েলের দাম ৩০ শতাংশ পরন্ত বাড়তে পারে বলে আশঙ্কা। Goldman Sachs-এর বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে বিশ্ববাজারে চাহিদা এবং জোগানের কোনও মিল নেই। এই সময়ে ক্রুড ওয়েলের চাহিদা কোভিডের আগের যায়গাতে পৌঁছে গিয়েছে।

পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছোঁয়া!

পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছোঁয়া!

বিশ্ববাজারে ক্রুড ওয়েলের দাম বৃদ্ধি হলেই এর প্রভাব সরাসরি প্রভাব পড়বে ভারতের উপর। goldman sash-এর আশঙ্কা ভারতে পেট্রোলের দাম ১৫০ টাকা পর্যন্ত ছুঁতে পারে। এই বিষয়েই তথ্য দিয়েছে এই সংস্থা। তাঁরা বলছে, বিশ্বের বাজারে ক্রুড ওয়েলের দাম ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়া মানে ভারতে পেট্রোলের দাম ১৫০ টাকা প্রতি লিটার হয়ে যাবে। শুধু তাই নয়, ডিজেলের দাম প্রতি লিটাড়ে হবে ১৪০ টাকা। যদিও এই মুহূর্তে রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম 107.94 টাকা। প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে 96.97 টাকাতে। শুধু দিল্লি নয়, দেশের একাধিক মেট্রো শহরে ইতিমধ্যে পেট্রোলের দাম ছাড়িয়ে গিয়েছে ১১০ টাকা।

ক্রুড ওয়েলের চাহিদা বেড়েছে

ক্রুড ওয়েলের চাহিদা বেড়েছে

goldman sash এর ওই সমীক্ষা অনুযায়ী মনে করা হচ্ছে যে, বিশ্বের বাজারে দাম বাড়বে ক্রুড ওয়েলের। বিশ্বে ক্রুড ওয়েলের চাহিদা ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে। প্রতিদিন ৯৯ মিলিয়ন ব্যারল ক্রুড ওয়েলের চাহিদা এই মুহূর্তে। কিন্তু যেভাবে চাহিদা বাড়ছে তাতে প্রতিদিন ১০০ মিলিয়ন স্তরও পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা।

হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম

হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম

উৎসবের মরশুমে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। দুর্গাপুজোর আগে থেকে শুরু হয়েছে দাম বৃদ্ধি। তা হু হু করে বেড়ে চলেছে। আজও ফের দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। লিটার প্রতি ৩৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম আর লিটার প্রতি ২৫ পয়সা বেড়েছে ডিজেলের দাম। অর্থাৎ পেট্রোলের থেকে বেশি দাম বেড়েছে ডিজেলের। পেট্রোল তো ঐগেই সেঞ্চুরি পার করেছিল। এবার ডিজেলও সেদিকেই এগোচ্ছা।

English summary
goldman sachs claims Petrol-Diesel may reach 150 rupee per litre
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X