For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ লক্ষ টাকা পর্যন্ত সুদ ছাড়া লোন দিচ্ছে Flipkart Wholesale! কীভাবে আবেদন করবেন

ফ্লিপকার্ট হোলসেল (Flipkart Wholesale) নতুন ক্রেডিট স্কিম শুরু করতে চলেছে। এই স্কিমের মাধ্যমে কিরানা দোকানদার এবং রিটেলার্সদের ব্যাকিং ক্যাপিটালের প্রয়োজনীয়তা মেটানোর ক্ষেত্রে এই স্কিম কাজে আসবে। শুধু তাই নয়, ব্যবসাকে আর

  • |
Google Oneindia Bengali News

ফ্লিপকার্ট হোলসেল (Flipkart Wholesale) নতুন ক্রেডিট স্কিম শুরু করতে চলেছে। এই স্কিমের মাধ্যমে কিরানা দোকানদার এবং রিটেলার্সদের ব্যাকিং ক্যাপিটালের প্রয়োজনীয়তা মেটানোর ক্ষেত্রে এই স্কিম কাজে আসবে। শুধু তাই নয়, ব্যবসাকে আরও বাড়ানোর জন্যে সুবিধা পাওয়া যাবে।

ফ্লিপকার্ট হোলসেল, ওয়ালমার্টের সংস্থা ফ্লিপকার্টের ডিজিটাল B2B(বিজনেজ টু বিজনেজ) মার্কেটপ্লেস রয়েছে। কোম্পানির এই স্কিম মোতাবেক, ব্যবসায়ীরা ২লাখ টাকা পর্যন্ত বিনা সুদে লোন দেওয়া হবে।

ফ্লিপকার্টের এই সিদ্ধান্তে স্বস্তি পাবেন ব্যবসায়ীরা। এমনটাই মনে করছে।

১৪ দিন পর্যন্ত বিনা লোনে মিলবে লোন

১৪ দিন পর্যন্ত বিনা লোনে মিলবে লোন

কোম্পানির তরফে জানানো হয়েছে যে ফ্লিপকার্ট হোলসেলে এই ক্রেডিট স্কিম IDFC FIRST Bank এর সঙ্গে হাত মিলিয়ে এই লোন গ্রোসারি (Grocery) ব্যবসায়ীদের দেওয়া হবে। এতে ইজি ক্রেডিটও পাওয়া যায়।

নয়া এই স্কিমের মাধ্যমে দোকানদাররা IDFC FIRST Bank এবং অন্য ফিনটেক ইনস্যুরেন্সের সঙ্গে শেয়ারে ইন্ড টু ইন্ড ডিজিটাল অন ব্যাংকিংয়ের মাধ্যমে জিরো কোস্ট অনুযায়ী এই লোন পাওয়া যাবে। এই স্কিমের মাধ্যমে ৫ হাজার টাকা থেকে দু'লাখ পর্যন্ত লোন পাওয়া যাবে। এই ব্যবস্থাতে ১৪ দিন পর্যন্ত কোনও সুদ দিতে হবে না।

ফ্লিপকার্ট হোলসেলে ১৫ লক্ষ টাকারও বেশি সদস্য

ফ্লিপকার্ট হোলসেলে ১৫ লক্ষ টাকারও বেশি সদস্য

ফ্লিপকার্ট হোলসেলে যথেষ্ট জনপ্রিয়। গোটা দেশে ১৫ লক্ষেরও বেশী সদস্য রয়েছে। এখানে Grocery ব্যবসায়ীরা, রিটেলার্স, হোটেল, ক্যাফেটেরিয়া, অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও যুক্ত রয়েছে। দেশের grocery store এর ক্ষেত্রে দেশের রিটেল স্যাগমেন্টের উপর two-thirds এর বেশি কন্ট্রিবিউশন করতে হয়। এই ট্রেডিশ্যানাল ট্রেন্ড এখন রিটেল ফর্মেট এবং বিজনেজ মডেলের উপর নির্ভর করছে।

B2B রিটেল ইকোসিস্টেমে সুবিধা হবে

B2B রিটেল ইকোসিস্টেমে সুবিধা হবে

ফ্লিপকার্ট হোলসেলের সিনিয়র ভাইজ প্রেসিডেন্ট আদর্শ মেনন জানিয়েছেন, কোম্পানির লক্ষ্য grocery store এবং রিটেলার্সদের ব্যবসা করার ক্ষেত্রে আরও সোজা করা। শুধু তাই নয়, ব্যবসায়ীক ক্ষেত্রে আরও ব্যবসায়ীদের এগিয়ে দেওয়া।

শুধু তাই নয়, উনি জানিয়েছেন, সংস্থা মনে করে নয়া এই ক্রেডিট স্কিম সাধারণ ব্যবসায়ীদের সমস্ত রকম সমস্যা দূর করতে কাজে আসবে। কারণ ব্যবসা করতে গেলে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় ব্যবসায়ীদের। কিন্তু এক্ষেত্রে সেই সমস্যা নেই।

এই প্লার্টফর্মের মধ্যে ব্যবসা করার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। সংস্থা সবরকম ভাবে সাহায্য করবে। এই ব্যবস্থার মাধ্যমে B2B(বিজনেজ টু বিজনেজ) রিটেল ইকোসিস্টেমকে ডিজিটালাইজেশনের পরিবর্তন করা হয়েছে। এতে সবরকম সুবিধা পাওয়া যাবে।

English summary
Flipkart wholesale: how to get 2 lakh loan from flipkart
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X