For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুদ্রাস্ফীতির জেরে ব্যয়বহুল সব কিছু, কেন কমছে সোনার দাম

সোনা আর বিনিয়োগের নিরাপদ আশ্রয় নয়! মুদ্রাস্ফীতির জেরে ব্যয়বহুল সব কিছু, কেন কমছে হলুদ ধাতুর দাম

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার ভারতে সোনার দামে ধাক্কা। এদিন সোনার পাশাপাশি রুপোর দাম কমেছে। যেখানে সোনাকে উচ্চ মুদ্রাস্ফীতি, ভূ-রাজনৈতিক উত্তেজনা, মন্দা এবং বিশ্বব্যাপী আর্থিক গতি শ্লথ হয়ে পড়ার মধ্যেও সুবিধাজনক বিনিয়োগ হিসেবে মনে করা হত, সেই সোনা এবার ধাক্কা খেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার দাম ডলারের তুলনায় কমেছে। সেই পরিস্থিতিতে সোনার দাম সীমাবদ্ধ হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

কমেছে টাকার দাম

কমেছে টাকার দাম

এদিন সকালে টাকার দাম ডলার পিছু ১৯ পয়সা কমে ৮২.৩৮-এ দাঁড়িয়েছে। ডলারের সূচক ০.২৭ শতাংশ কমে ১১৩.০১-এ নেমে এসেছে। এদিকে প্রতি আউন্স সোনার মূল্য এদিন সকালে ১৬৬৫.৬০ ডলারে দাঁড়িয়েছে। সোনার দাম আউন্স পিছু ১৭০০ ডলারের নিচে নেমে যাওয়াটাও উল্লেখযোগ্য ঘটনা।

সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে

সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে

এদিন সকালে MCX-এ পাকা সোনার দাম ১৭৬ টাকা অর্থাৎ ০.৩৪ শতাংশ কমে ৫০,৮৪৭ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে রুপোর দাম ৭২২ টাকা বা ১.২২ শতাংশ কমে ৫৮,৩৮০-তে দাঁড়িয়েছে।
দেশের প্রধান শহরগুলিতে ২২ ক্যারেট সোনার মূল্য এদিন ৪৭,৬০০ টাকা থেকে ৭০০ টাকা কমে ৪৬,৯০০-তে দাঁড়িয়েছে। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার মূল্য ৭৭০ টাকা কমে ৫১১৬০ হয়েছে।

বিনিয়োগকারীদের লক্ষ্য ডলারের সূচক

বিনিয়োগকারীদের লক্ষ্য ডলারের সূচক

বিশ্বের বাজার মন্দার পাশাপাশি রয়েছে ভূ-রাজনৈতিক উত্তেজনা। সেই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা মূলত ডলারের সূচকের দিকে লক্ষ্য রাখছেন। যে কারণে সোনাকে আর বিনিয়োগের নিরাপদ আশ্রয়স্থল বলে মনে করছেন না বিনিয়োগকারীরা। অনিশ্চয়তার মধ্যে নিরাপত্তার আশ্রয় না মনে করার কারণে মূল্যবান ধাতুর লেনদেন বিপরীত মুখী। এই পরিস্থিতি শুধু ভারতেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্য অঞ্চলেও এই পরিস্থিতি লক্ষ্য করা হিয়েছে। সেইসব জায়গাতেও মুদ্রাস্ফীতি বেশি হলেও সোনার দাম বাড়েনি।

সুদের হার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি

সুদের হার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি

শুধু ভারতেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলিতে যে মুদ্রাস্ফীতি বজায় রয়েছে, তা গত কয়েক দশকে দেখা যায়নি। এমনটাই বলছেন আর্থিক বিশেষজ্ঞরা। সেই পরিস্থিতিতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি মুদ্রাস্ফীতিতে লাগাম পরাতে সুদের হারও বাড়াচ্ছে।
ভারতে অগাস্টের তুলনায় সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি অনেকটাই বেড়েছে। মুদ্রাস্ফীতির চাপের কারণে আরবিআই রেপো রেট ১৯০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই মুহূর্তে রেপোরেট ৫.৯%> যার জেরে ব্যাঙ্কের আমানত এবং ঋণের হার আরও বেড়েছে।

বিজেপি প্রার্থীর নাম প্রত্যাহার মুম্বইয়ের আন্ধেরি পূর্ব উপনির্বাচন থেকে, নেপথ্যে কোন রহস্য বিজেপি প্রার্থীর নাম প্রত্যাহার মুম্বইয়ের আন্ধেরি পূর্ব উপনির্বাচন থেকে, নেপথ্যে কোন রহস্য

English summary
Everything is expensive due to inflation, why is the price of the yellow metal falling?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X