For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Petrol-Diesel: রেকর্ড মূল্যবৃদ্ধি ডিজেলের দামে! আগামিদিনে পেট্রোলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা

ফের একবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! আজ বৃহস্পতিবার নতুন করে ২৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। প্রতি লিটারে ৩০ পয়সা করেও দাম বেড়েছে ডিজেলেও। যা সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! আজ বৃহস্পতিবার নতুন করে ২৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। প্রতি লিটারে ৩০ পয়সা করেও দাম বেড়েছে ডিজেলেও। যা সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর।

শুধু তাই নয়, মূল্যবৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তবে নতুন করে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি হওয়াতে গোটা দেশেই রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে দাম।

রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে দাম!

রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে দাম!

রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি নতুন করে দাম বৃদ্ধি করেছে। নয়া দাম অনুযায়ী দিল্লিতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 101.64 টাকা করে। মুম্বইতে প্রতি লিটার পেট্রোলের দাম 107.71 টাকা। শুধু পেট্রোলেই নয়, দাম বেড়েছে ডিজেলেরও। নয়া দাম কার্যকর হওয়ার পর দিল্লিতে প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে 89.87 টাকা। এবং মুম্বইতে ডিজেলের দাম বেড়ে হয়েছে 97.52 টাকা। তবে বিভিন্ন রাজ্যে কর আলাদা হওয়ার কারণে পেট্রোল-ডিজেলের দাম আলাদা আলাদা হচ্ছে। আজ বৃহস্পতিবার কলকাতাতেও দাম বৃদ্ধি হয়েছে পেট্রোল-ডিজেলের।

এই সময়সীমার মধ্যে পাঁচবার বৃদ্ধি হল

এই সময়সীমার মধ্যে পাঁচবার বৃদ্ধি হল

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দুমাসেরও বেশি সময় পর পেট্রোলের দাম এই নিয়ে দুবার বৃদ্ধি হল হল। আর ডিজেলের দামে এই সময়সীমার মধ্যে পাঁচবার বৃদ্ধি হল। তবে নতুন করে আজ বৃহস্পতিবার পেট্রোলের দাম বৃদ্ধি হওয়াতে retail price কার্যত রেকর্ড স্তরে পৌঁছে গেল। যদিও এর আগে জুলাইতে দিল্লিতে প্রতি লিটার পেট্রোল 101.84 টাকায় বিক্রি হয়েছিল। এবং মুম্বইতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হয়েছে 107.83 টাকা করে। যা নয়া রেকর্ড তৈরি করে। জুলাই মাসে ডিজেলের দামেও বৃদ্ধি হয়। দিল্লিতে প্রতি লিটারে ডিজেল বিক্রি হয় 89.87 টাকাতে। এক্ষেত্রেও কার্যত বৃদ্ধিঢ় নয়া রেকর্ড তৈরি হয়।

আরও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়বে

আরও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়বে

global benchmark brent অনুযায়ী ক্রুড ওয়েলের দাম 78.64 ডলার প্রতি লিটার পৌঁছে যাওয়ার পর থেকেই বিশ্ববাজারে তেলের দামা আকাশছোঁয়া। যদিও অর্থনীতির কারবারীদে আশঙ্কা, এখানেও থেমে থাকবে না দাম। আরও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়বে।

ক্রমশ বাড়ছে দাম!

ক্রমশ বাড়ছে দাম!

উল্লেখ্য, ২০১৯ সালে করোনা পরিস্থিতিতে ক্রুড ওয়েলের চাহিদা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল। সেই সময়ে অর্থাৎ ২০১৯ সালে ক্রুড ওয়েলের দাম ২৫ ডলার প্রতি ব্যারোল হিসাবে বিক্রি হয়েছে। কিন্তু আজকের তারিখে এই দাম তিনগুন গতিতে বৃদ্ধি পেয়েছে। আর হু হু করে দাম বৃদ্ধির বড় একটা প্রভাব ভারতের উপর এসে পড়বে বলেই মনে করছেন অর্থনীতির কারবারীরা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে তেল কিনতে হয়। বিশ্ববাজারে ক্রুড ওয়েলের দামে বড় প্রভাব পড়লে ভারতেও পেট্রল-ডিজেলের দাম ওঠানামা করতে থাকে। এমনকি এরপ্রভাব গ্যাসের উপরেও পড়তে পারে বলে আশঙ্কা। কারণ ভারতকে গ্যাসও আমদানি করতে হয়।

জিএসটিতে পেট্রোল-ডিজেল!

জিএসটিতে পেট্রোল-ডিজেল!

এই অবস্থায় পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনতে চায় কেন্দ্রীয় সরকার। তাতে একধাক্কাতে অনেকটাই তেলের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও একাধিক রাজ্যের রোজগার কমে যাবে বলে ইতিমধ্যে তেলকে জিএসটির আওতায় না নিয়ে আসার আবেদন কেন্দ্রের কাছে জানানো হয়েছে। ফলে এভাবেই দাম বৃদ্ধি হতে থাকবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের।

English summary
Diesel and petrol price hikes again, petrol price all time high
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X