
উৎসবের মরসুমে আরও একবার: কমল রান্নার গ্যাসের দাম, সস্তা হল পেট্রোল ডিজেলও
উৎসবের মরসুমে ফের এবকবার স্বস্তি এলপিজি গ্রাহকদের। ১ নভেম্বর মধ্যরাত থেকে দেশব্যাপী এলপিজি সিলিন্ডার মূল্য হ্রাস হয়েছে। এই সুবিধা শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে। কলকাতায় প্রতিটি ১৯ কেজির সিলিন্ডারের মূল্য ১১৩ টাকা হ্রাস পেয়ে হয়েছে ১১৮.৪৬ টাকা। ৬ জুলাই থেকে গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। অন্যদিকে পেট্রোল ও ডিজেলের দামও হ্রাস হয়েছে এদিন থেকে।

কোন শহরে কী দাম
দেশের তেল বিপণন সংস্থাগুলির দেওয়া তথ্য অনুসারে ১ নভেম্বর মধ্যরাত থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য হয়েছে ১৭৪৪ টাকা। আগে এটি ছিল ১৮৫৯.৫০ টাকা। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ১৯৯৫.৫০ টাকা থেকে কমে হয়েছে ১৮৪৬ টাকা। মুম্বইতে ১৮৪৪ টাকা থেকে কমে হয়েছে ১৬৯৬ টাকা। চেন্নাইতে ২০০৯.৫০ টাকা থেকে কমে হয়েছে ১৮৯৩ টাকা।

সেপ্টেম্বর অক্টোবরেও দম কমেছিল
বাণিজ্যিক এলপিজির দাম কমার নিরিখে এটি হল পরপর তৃতীয় মাস। সেপ্টেম্বরের শুরুতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯১.৫০ টাকার আশপাশে কমেছিল মেট্রো শহরগুলিতে। এরপর ১ অক্টোবরেও ফের ৩৬.৫০ টাকার আশপাশে দাম কমে। এবার কমল ১১৩ টাকার আশপাশে।

গার্হস্থ্য সিলিন্ডারের দামে পরিবর্তন হয়নি
তবে গতবারের মতো এবারেও গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য কলকাতায় ১০৭৯ টাকা রয়ে গিয়েছে। দিল্লি, মুম্বই, চেন্নাইতে এই দাম যথাক্রমে ১০৫৩, ১০৫২ এবং ১০৬৮.৫০ টাকা। দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি সাধারণভাবে মাসের শুরুতে এলপিজির দাম নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।

কমেছে পেট্রোল-ডিজেলের দামও
মঙ্গলবার থেকে পেট্রোল-ডিজেলের দামেও লিটার পিছু ৮০ পয়সা করে কমেছে। সোমবার দিল্লিতে পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৯৬.৭২ টাকা। কলকাতা, মুম্বই এবং চেন্নাইতে এই দাম ছিল যথাক্রমে ১০৬.০৩, ১০৬.৩১ এবং ১০২.৬৩ টাকা। যেখানে দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতায় ডিজেলের মূল্য প্রতি লিটারের যথাক্রমে ৮৯.৬২, ৯৪.২৭, ৯৪.২৪ এবং ৯২.৭৬ টাকা।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। এছাড়াও অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ৯৫ ডলারের নিচে রয়েছে। সাধারণভাবে ৬ মাসের বেশি সময় ধরে যদি দাম স্থিতিশীল থাকে তাহলে জ্বালানির দাম কমানো হয়। এক্ষেত্রে সর্বশেষ কমানো হয়েছিল ৭ এপ্রিল।
গুগল সার্চে জেল পর্যন্ত হতে পারে! আটটি কিওয়ার্ড নিয়ে সাবধানবাণী