For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Changes From 1st June: ১ জুন থেকে সুদের হার-গাড়ি বিমা বৃদ্ধি-সহ বিভিন্ন পরিবর্তন! সরাসরি প্রভাব সাধারণের ওপরে

Changes From 1st June: ১ জুন থেকে সুদের হার-গাড়ি বিমা বৃদ্ধি-সহ বিভিন্ন পরিবর্তন! সরাসরি প্রভাব সাধারণের ওপরে

Google Oneindia Bengali News

রাত পেরোলে আরও একটি নতুন মাস। প্রতিমাসের মতো এবার জুনেও (June) বেশ কিছু পরিবর্তন (change) কিংবা নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। কেউ যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহক হন, তাহলে মাসের শুরু থেকে বেশি কিছু আর্থিক পরিবর্তনের সঙ্গী হতে হবে।

 গৃহঋণের সুদের হার বাড়ছে এসবিআই-এ

গৃহঋণের সুদের হার বাড়ছে এসবিআই-এ

১ জুন থেকে এসবিআই-এ গৃহঋণে সুদের হার বাড়ছে। এসবিআই-এর তরফে হোন লোনের এক্সটার্নাল বেঞ্চমার্ক রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.০৫ শতাংশ করেছিল। এসবিআই-এর ওয়েবসাইট অনুসারে বর্ধিত সুদের হার কার্যকর হবে ১ জুন, ২০২২ থেকে।

অ্যাক্সিস ব্যাঙ্কের পরিষেবা চার্জ বৃদ্ধি

অ্যাক্সিস ব্যাঙ্কের পরিষেবা চার্জ বৃদ্ধি

অ্যাক্সিস ব্যাঙ্ক কর্তৃপক্ষ বেতন ও সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারজের জন্য পরিষেবা চার্জ বাড়িয়েছে। মাসিক গড় ব্যালেন্স ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করেছে। তবে যদি মিনিমাম ব্যালেন্স না থাকে তবে তার ন্যূনতম পরিষেবা ফি হবে শূন্য।

 গাড়ি-বিমার প্রিমিয়াম বৃদ্ধি

গাড়ি-বিমার প্রিমিয়াম বৃদ্ধি

১ জুন থেকে বাড়ছে ২ ও ৪ চাকার গাড়ির প্রিমিয়াম। ৭৫ সিসির কম ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের দুই চাকার গাড়ির জন্য খরচ হবে ৫৩৮ টাকা। অন্যদিকে ইঞ্জিনের ক্ষমতা ৭৫ সিসির বেশি এবং ১৫০ সিসির কম হলে প্রিমিয়াম হবে
৭১৪ টাকা। ১৫০ সিসির বেশি এবং ৩৫০ সিসির কম হলে প্রিমিয়াম হবে ১৩৬৬ টাকা। এর থেকে বেশি ক্ষমতা সম্পন্ন দু চাকার গাড়ির প্রিমিয়াম হবে ২৮০৪ টাকা। অন্যদিকে ১ জুন থেকে চার চাকার গাড়ির প্রিমিয়ামও বাড়ছে। ১০০০ সিসির কম ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের ক্ষেত্রে প্রিমিয়াম হবে ২০৯৪ টাকা। ১০০০ সিসির বেশি এবং ১৫০০ সিসির কম হলে প্রিমিয়াম হবে ৩৪১৬ টাকা। ১৫০০ সিসির বেশি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম হবে ৭৮৯৭ টাকা। গাড়ি বিমার প্রিমিয়ামের হার শেষবার সংশোধিত হয়েছিল ২০১৯-২০ সালে। ভারতে করোনা পরিস্থিতিতে তা অপরিবর্তিত রাখা হয়েছিল।

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের নিয়মে পরিবর্তন

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের নিয়মে পরিবর্তন

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের নিয়মেও পরিবর্তন হচ্ছে। সেখানে চালু হচ্ছে আধার সক্ষম পেমেন্ট সিস্টেম পরিষেবা চার্জ। ১৫ জুন থেকে যা কার্যকর করা হবে। তবে প্রতিমাসে তিনটি ইস্যু নগদ তোলা, নগদ জমা দেওয়া এবং মিনি স্টেটমেন্ট পাওয়া যাবে বিনামূল্যে। যা ছাড়িয়ে য়গেলে প্রতি লেনদেনের জন্য ২০ টাকা এবং জিএসটি চার্জ দিতে হবে। আর মিনি স্টেটমেন্টের জন্য ৫ টাকা এবং সঙ্গে জিএসটি চার্জ লাগবে।

বদলানো হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পে নাম! মোদী সরকারের দুই প্রকল্পে রাজ্যের যোগদানের দাবিতে সরব শুভেন্দু বদলানো হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পে নাম! মোদী সরকারের দুই প্রকল্পে রাজ্যের যোগদানের দাবিতে সরব শুভেন্দু

English summary
Changes From 1 June Sbi home loan interest, service charge, motor insurance, Post patment banks rules changes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X