For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাঙ্কিং কনক্লেভ! সরকারের কাছে রিপোর্ট জমা দেবে সিইপিআর এবং নীতি আয়োগ

দুদিনের ব্যাঙ্কিং কনক্লেভের পরিকল্পনা করেছে সেন্টার ফর ইকনোমিক পলিসি রিসার্চ। সহযোগিতায় রয়েছে নীতি আয়োগ। ব্যাঙ্ক শিল্পের সঙ্গে যুক্ত সব বিষয়ে আলোচনার সুযোগ থাকছে সেই কনক্লেভে।

  • |
Google Oneindia Bengali News

দুদিনের ব্যাঙ্কিং কনক্লেভের পরিকল্পনা করেছে সেন্টার ফর ইকনোমিক পলিসি রিসার্চ। সহযোগিতায় রয়েছে নীতি আয়োগ। ব্যাঙ্ক শিল্পের সঙ্গে যুক্ত সব বিষয়ে আলোচনার সুযোগ থাকছে সেই কনক্লেভে। আলোচনা থেকে পাওয়া রিপোর্ট সরকারের হাতে তুলে দেওয়া হবে। যাতে সরকারি ব্যাঙ্কিং শিল্পের জন্য সুদূরপ্রসারি পদক্ষেপ গ্রহণ করতে পারে।

ব্যাঙ্কিং কনক্লেভ! সরকারের কাছে রিপোর্ট জমা দেবে সিইপিআর এবং নীতি আয়োগ

অন্যতম আয়োজক গোপালকৃষ্ণ আগরওয়াল জানিয়েছেন, আলোচনায় যেসব তথ্য উঠে আসবে, তার সবই রিপোর্টের অন্তর্ভুক্ত করবে নীতি আয়োগ এবং সিইপিআর। অনুষ্ঠানে অনেক মন্ত্রীই অংশ নেবেন। অনুষ্ঠানে থাকবে একাধিক সেশন। তাতে ব্যাঙ্কিং সেক্টরে কী ঘটছে, তার সবই তুলে ধরা হবে।

ইন্ডিয়া ব্যাঙ্কিং কনক্লেভে এমনভাবে পরিকল্পনা করা হচ্ছে, যার প্যানেল ডিসকাশনে চারটি করে সেশন থাকতে চলেছে। যার প্রথমেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলি প্রতিনিধিত্ব করবে। পরের অংশে থাকবে তাদের নিয়ন্ত্রক সংস্থাগুলি। তৃতীয় অংশে প্রতিনিধিত্ব করবেন গ্রাহকরা এবং চতুর্থ তথা শেষ অংশে থাকবেন শিক্ষাবিদ এবং গবেষকরা।

আগরওয়াল জানিয়েছেন, আলোচনাসভাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে এই শিল্পের সঙ্গে যুক্ত সকলেই তাদের মতামত জানাতে পারেন। যাতে শুধু ব্যাঙ্ক শিল্পই নয়, গ্রাহকরাও উপকৃত হবেন। কেননা সরকার ব্যাঙ্কিং শিল্পের জন্য অনেক কিছু করেছে, যার প্রতিফলন হওয়া উচিত।

পরবর্তী দশকে ভারত ১০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হতে যাচ্ছে। সেক্ষেত্রে ব্যাঙ্কিং শিল্প বড় ভূমিকা গ্রহণ করবে। কেননা পরিকাঠামোয় বিনিয়োগে প্রচুর অর্থের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে, ভারতের উন্নয়নমূলক কাজে কী ভাবে অর্থ আসবে সেই সমস্যারও। কিছু সমাধান সূত্র যে বেরবে, সে বিষয়ে আশাবাদী সকলেই।

English summary
CEPR and NITI Aayog to submit India Banking Conclave report to the government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X