For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থাকবে না কারোর একছত্র আধিপত্য, প্রগতিশীল এই সিদ্ধান্তে স্টার্টআপ ইন্টারনেট সংস্থাদের পোয়াবারো

বুধবার ইন্টার-মিনিস্ট্রিয়াল টেলিকম কমিশন, ভারতে নেট নিরপেক্ষতা নীতিকে অনুমোদন দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতে নেট নিউট্রালিটি চালু করছে কেন্দ্রীয় সরকার। অর্থাত এখন থেকে মোবাইল অপারেটর, ইন্টারনেট পরিষেবা দানকারী সংস্থা বা সোশ্যাল মিডিয়া সংস্থা ইন্টারনেটের বিষয়বস্তু এবং গতির ক্ষেত্রে কোনওরকম অগ্রাধিকার পেতে বা দিতে পারবে না। ফলে ইন্টারনেট জায়ান্টগুলির পাশাপাশি স্টার্টআপ সংস্থাগুলিও সমানভাবে ব্যবসা করার সুযোগ পাবে।

নেট নিরপেক্ষতার সিদ্ধান্তে লাভবান স্টার্টআপ সংস্থাগুলি

বুধবার ইন্টার-মিনিস্ট্রিয়াল টেলিকম কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবিলম্বেই এই সিদ্ধান্তকে কার্যকরী করা হবে বলে জানিয়েছেন টেলিকম সেক্রেটারি অরুণ সুন্দররাজন। এতদিন টেলিকম বা ইন্টারনেট জায়ান্টগুলি অর্থাত বৃহত সংস্থাগুলি ইন্টারনেট পরিষেবা দেওয়ার বিষয়ে নানান সুযোগ সুবিধা পেত। অনেকেই গ্রাহক ধরতে ইন্টারনেটের গতি ও বিষয়বস্তুতে বিভিন্ন ছাড়ও দিত। এমনকী বিনা পয়সায় কয়েকটি বিশেষ বিশেষ ওয়েবসাইট ঘাঁটার অফারও দেওয়া হত।

এতে সবচেয়ে বেশি মার খেতেন ছোট ও স্টার্টআপ সংস্থাগুলি। কিন্তু এবার থেকে অটোনমাস ড্রাইভিং বা টেলিমেডিসিন-এর মতো নতুন ও উদীয়মান পরিষেবা ছাড়া কোনও ক্ষেত্রেই এই ধরণের বিশেষ সুবিধা পাবে না সংস্থাগুলি। গ্রাহকদেরও কোনও বিশেষ ছাড় দিতে পারবে না তারা। এতে করে ইন্টারনেট বা টেলিকম জায়ান্টদের একছত্র অধিপত্য ভাঙবে বলে দাবি করছে সরকার।

English summary
The inter-ministerial telecom commission, on Wednesday, approves the principles of net neutrality for India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X