For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এভাবে গ্যাসের সিলিন্ডার বুকিং করে ৯০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন! টুইটারে বড়সড় ঘোষণা ইন্ডিয়ান ওয়েলের

প্রত্যেকদিন বাড়ছে গ্যাসের দাম! গত কয়েকদিন আগে গ্যাসের দাম এক ধাক্কায় ২৫ টাকা বাড়ে। মধ্যবিত্তের রান্নাঘরে আগুন। একদিকে সাকসবজির দাম বাড়ছে। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দামও। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে র

  • |
Google Oneindia Bengali News

প্রত্যেকদিন বাড়ছে গ্যাসের দাম! গত কয়েকদিন আগে গ্যাসের দাম এক ধাক্কায় ২৫ টাকা বাড়ে। মধ্যবিত্তের রান্নাঘরে আগুন। একদিকে সাকসবজির দাম বাড়ছে। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দামও। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় পেটিএম দারুণ একটা অফার আনা হয়েছে।

যাতে সাধারণ মানুষের বেশ কিছুটা সুরাহা হবে বলেও মনে করা হচ্ছে। এই অফারে সিলিন্ডার বুকিংয়ের সময়ে ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। ইতিমধ্যে গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ৮০০ টাকার কিছু বেশি! এই অবস্থায় ৯০০ টাকা ক্যাশব্যাক পেলেও সুবিধা।

LPG সিলিন্ডার বুকিংয়ের সময় ৯০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে!

LPG সিলিন্ডার বুকিংয়ের সময় ৯০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে!

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন অর্থাৎ IOC পেটিমের সঙ্গে হাত মিলিয়ে এই অফার গ্রাহকদের সঙ্গে এনেছে। এই বিষয়ে বিস্তারিত IOC-এর টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে। সিলিন্ডার বুকিংয়ের সময় কীভাবে এই অফার পাওয়া যাবে তা বিস্তারিত ভাবে জানানো হয়েছে। জানা যাচ্ছে, পিটিএমের সাহায্যে Indane LPG বুকিং করার সময়েই এই ৯০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। সিলিন্ডার বুকিংয়ের জন্যে IOC-এর তরফে একটা লিঙ্কও দেওয়া হয়েছে।

কীভাবে এর সুবিধা পাবেন?

কীভাবে এর সুবিধা পাবেন?

আপনি যদি পেটিএমের (Paytm) এর ব্যবহারকারী হন তাহলে অবশ্যই এই সুবিধা ভোগ করতে পারবেন। তবে এই সুবিধা যে ওই সমস্ত গ্রাহকদেরকেই দেওয়া হবে যারা প্রথমবার পেটিএমের সাহায্যে গ্যাস বুকিং করবে। তবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে পেটিএম ব্যবহারকারী তিনটি এলপিজি গ্যাস বুকিং করার পর এই সুবিধা পাবেন। অর্থাৎ ৯০০ টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়াও পেটিএমে থাকা ব্যালেন্স থেকেও রেন্ডম গ্যাস কিনতে পারবেন ব্যবহারকারীরা।

কীভাবে বুকিং করা যাবে!

১) এই অফার নিতে হলে অবশ্যই প্রথমে একজন ব্যবহারকারীকে প্রথমে পেটিএম ইনস্টল করতে হবে ফোনে!

২) এরপর আপনি আপনার গ্যাস বুকিং থেকে সিলিন্ডার বুকিং করতে পারবেন।

৩) এরপর পেটিএমে গিয়ে Show more গিয়ে ক্লিক করতে হয়। এরপর Recharge and Pay Bills-এ গিয়ে ক্লিক করতে হবে।

৪) এরপর book a cylinder-এ গিয়ে ক্লিক করতে হবে। এবং ওখানে গিয়ে গ্যাস প্রোভাইডারের বিস্তারিত তথ্য দিতে হবে। সেখানে Bharat Gas, Indane Gas এবং HP Gas সিলেক্ট করতে হবে।

৫) গ্যাস প্রোভাইডারকে চিহ্নিত করার পর আপনার রেজিস্ট্রার মোবাইল, এলপিজি আইডি কিংবা গ্রাহক সংখ্যা দিয়ে হবে।

৬) এরপর Proceed বোতামে ক্লিক করে টাকা দিতে হবে।

৭) এরপর সোজা গ্যাস প্রভোইডার আপনাকে গ্যাস বাড়িতে পৌঁছে দিয়ে যাবে।

8) এভাবে তিন বার গ্যাস বুকিং করার পর ক্যাশব্যাক চলে আসবে আপনার মোবাইলে।

English summary
book gas cylinder and save 900, know how to get
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X