আন্তর্জাতিক বাজারের প্রভাব দেশের বাজারেও! জ্বালানির মূল্যহ্রাস অব্যাহত
দেশের গ্রাহকদের স্বস্তি দিয়ে দেশে জ্বালানির মূল্য হ্রাসের প্রক্রিয়া অব্যাহত। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের মূল্য হ্রাসের জন্যই দেশের বাজারে জ্বালানির মূল্যে এই হ্রাস বলে জানা গিয়েছে। এদিন কলকাতা লিটার পিছু পেট্রোলের মূল্য হয়েছে ৭৭.৯৩ এবং ডিজেল লিটার পিছু ৭২.৮৩ টাকা।

এদিন মেট্রো শহরগুলিতে পেট্রোলের দাম কমেছে লিটার পিছু কোথাও ৪০ পয়সা, তো কোথাও ৪৩ পয়সা করে। অন্যদিকে ডিজেলের মূল্য কমেছে লিটার পিছু কোথাও ৩০ পয়সা তো কোথাও ৪৮ পয়সা করে।
দিল্লিতে লিটার পিছু পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৭৫.৯৭ এবং ৭০.৯৭ টাকা। মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৮১.৫০ ও ৭৪.৩৪ টাকা।
চেন্নাই ও কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ৭৮.৮৮ এবং ৭৭.৯৩ টাকা।
ভারতে জ্বালানির প্রায় ৮০ শতাংশ আমদানি করতে হয়। ইরানের থেকে তেল আমদানিতে আমেরিকা বাধা হ্রাস করায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। ভারত-সহ আটটি দেশকে ইরান থেকে তেল আমদানির অনুমতিও দেওয়া হয়েছে এক্ষেত্রে।