For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্থিক মন্দার কোপ থেকে রেহাই পেল না গুগল, অ্যালফাবেটের ১০,০০০ কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা

গুগলের যোগ্যতার মানের ওপর নির্ভর করে ১০,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে অ্যালফাবেট

Google Oneindia Bengali News

আর্থিক মন্দা ও ছাঁটাইয়ের কোপ থেকে মুক্তি পেল না গুগলও। এখনও পর্যন্ত বিভিন্ন প্রযুক্তি ও স্টার্ট আপ সংস্থা থেকে ১,৩৫,০০০ বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে এখনও গুগলে কর্মী ছাঁটাই করা হয়নি। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, কাজের মানের ওপর নির্ভর করে গুগল প্রায় ১০,০০০ কর্মীকে বরখাস্ত করতে পারে।

অ্যালফাবেটে ১০,০০০ কর্মী ছাঁটাই

অ্যালফাবেটে ১০,০০০ কর্মী ছাঁটাই

বিশ্বজুড়ে আর্থিক মন্দা দেখা দিয়েছে। মুদ্রাস্ফীতি ও বিভিন্ন কারণে সংস্থাগুলোর ব্যয় বাড়তে শুরু করেছে। সংস্থাগুলো আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে কর্মী ছাঁটাইয়ের দিকে জোর দিচ্ছে। গুগলের মূল সংস্থা অ্যালফাবেট ১০,০০০ কর্মীকে ছাঁটাই করবে বলে জানা গিয়েছে। তবে সেই ছাঁটাই প্রক্রিয়া হবে যোগ্যতার মানের ওপর। কয়েকমাস আগেই ক্যালিফোর্নিয়াতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গুগলের কার্য নির্বাহী আধিকারিক সুন্দর পিচাই সংস্থার কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। গুগলের ১০,০০০ কর্মী অর্থাৎ সংস্থার মোট কর্মীর ৬ শতাংশ বলে জানা গিয়েছে।

কর্মী নিয়োগ বৃদ্ধির জের

কর্মী নিয়োগ বৃদ্ধির জের

ব্রিটেনের এক বিনিয়োগকারী ক্রিস্টোফার হোন গুগলের মূল সংস্থা অ্যালফাবেটকে চিঠি লিখে আগেই সতর্ক করেছিলেন। তিনি চিঠিতে উল্লেখ করেছিলেন, বিশ্বের অন্যান্য সংস্থার তুলনায় গুগলের কর্মীদের বেতন অনেকটা বেশি। ভবিষ্যতে গুগলকে ক্ষতির মুখে পড়তে হবে। সেই সময় তাদের কর্মী ছাঁটাই ছাড়া আরও কোনও উপায় থাকবে না। জানা গিয়েছে, অ্যাফাবেটে প্রায় ১,৮৭,০০০ কর্মী রয়েছেন। হোন মনে করছেন, এই কর্মীসংখ্যা প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি। গুগলে ২০ শতাংশ নিয়োগ বৃদ্ধি পেয়েছে। যার ফলে গুগলে আয়ের তুলনায় ক্রমেই ব্যয়ের পরিমাণ বেশি হতে শুরু করেছে। হোন বলেন, পেশাদারদের সঙ্গে যোগ্যতাকে মানদণ্ড করেই গুগলের কর্মী ছাঁটাই করা উচিত।

গুগলের কর্মীদের ৭০ শতাংশ বেশি বেতন

গুগলের কর্মীদের ৭০ শতাংশ বেশি বেতন

ক্রিস্টোফার হোন জানিয়েছেন, একজন প্রযুক্তিবিদ মাইক্রোসফটে যে বেতন পান, তার থেকে ৭০ শতাংশ বেশি গুগলের একজন প্রযুক্তিবিদ পান। আমেরিকায় প্রায় ২০টি বৃহত্তম প্রযুক্তি সংস্থার তুলনায় অ্যালফাবেটের কর্মীদের ১৫৩ শতাংশ বেশি বেতন দেওয়া হয়।

সুন্দর পিচাইয়ের কর্মী ছাঁটাইয়ের সতর্কতা

সুন্দর পিচাইয়ের কর্মী ছাঁটাইয়ের সতর্কতা

গুগলের প্রধান কার্যনির্বাহী আধিকারিক সুন্দর পিচাই আগেই কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি কর্মীদের ইমেলের মাধ্যমে জানিয়েছিলেন, ত্রৈমাসিক আয়ে গুগল ব্যাপক পরিমাণে ক্ষতির মুখে পড়েছে। যদি গুগলের কর্মীরা এই ক্ষতি পুনরুদ্ধার করতে না পারে, সংস্থার দেওয়া লক্ষ্য পূরণ করতে না পারে, সেক্ষেত্রে তাঁরা কর্মচ্যুত হতে পারেন।

বিশ্বজুড়ে আর্থিক মন্দা

বিশ্বজুড়ে আর্থিক মন্দা

বিশ্বজুড়ে আর্থিক মন্দা দেখা দিয়েছে। টুইটার ছাড়া সোশ্যাল মিডিয়া জায়েন্ট মেটা ১১,০০০ কর্মী বরখাস্ত করেন। মার্কিন দৈনিক অনুসারে অ্যামাজন বিশ্বব্যাপী ১০,০০০ কর্মীকে বরখাস্ত করে। কোভিড পরিস্থিতিতে ইন্টারনেটের চাহিদা বেড়ে যায়। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ই কমার্স সংস্থাগুলোর চাহিদা বেড়ে যায়। যার ফলে ব্যাপক কর্মী নিয়োগ হয়। কিন্তু কোভিড পরবর্তী যুগে সাধারণ মানুষ আবার ছন্দে ফিরতে শুরু করে। এরফলে ইন্টারনেটের ব্যবহার অনেক কমে যায়। সংস্থাগুলো ক্ষতির মুখে পড়ে। এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি আর্থিক সঙ্কটের অন্যতম প্রধান কারণ।

English summary
Google likely to lay off 10,000 workers base of poor performing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X