For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাসের শুরু থেকে ব্যাঙ্কে অনেকেরই ব্যাঙ্কে যাওয়া জরুরি! ফেব্রুয়ারিতে অনেক ছুটি, আগে থেকে প্ল্যান করে নিন

মধ্যে আর একসপ্তাহও নেই। তারপরেই নতুন মাস। অনেককেই ব্যাঙ্কে যেতে হয় জরুরি কাজে। সেক্ষেত্রে ব্যাঙ্কে (bank) গিয়ে ফিরে আসার থেকে আগে থেকে জেনে নিতে পারলে ভাল হয়, কবে কবে ফেব্রুয়ারিতে (february) ব্যাঙ্ক বন্ধ (holiday) থাকবে

  • |
Google Oneindia Bengali News

মধ্যে আর একসপ্তাহও নেই। তারপরেই নতুন মাস। অনেককেই ব্যাঙ্কে যেতে হয় জরুরি কাজে। সেক্ষেত্রে ব্যাঙ্কে (bank) গিয়ে ফিরে আসার থেকে আগে থেকে জেনে নিতে পারলে ভাল হয়, কবে কবে ফেব্রুয়ারিতে (february) ব্যাঙ্ক বন্ধ (holiday) থাকবে।

১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে

১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে

কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের তালিকা অনুযায়ী, ফেব্রুয়ারিতে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এই ১২ দিন ছুটি সব রাজ্যে একই সময়ে হবে না। নির্দিষ্ট কিছু সময় বাদ দিয়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিনে এই ছুটি থাকবে। তবে গ্রাহকরা এই সময় গ্রাহকরা নেট ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম এবং অন্য পরিষেবাগুলি পাবেন।

সারা দেশে একইসঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে ছয়দিন

সারা দেশে একইসঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে ছয়দিন

ফেব্রুয়ারি মাসে বসন্ত পঞ্চমী, গুরু রবিদাস জয়ন্তী এবং দোলযাত্রা-সহ ছটি ছুটিতে একসঙ্গে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও সপ্তাহেশ শেষের ছুটি (রবিবার) বাদ দিয়ে দ্বিতীয় ও চতুর্থ শনিবার নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের ছুটি থাকবে।

যেসব দিনে ব্যাঙ্কে ছুটি

যেসব দিনে ব্যাঙ্কে ছুটি

  • ফেব্রুয়ারি ২: সোনাম লছাড় (গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ)
  • ফেব্রুয়ারি ৫: সরস্বতী পুজো/ শ্রীপঞ্চমী/ বসন্ত পঞ্চমী (আগরতলা, ভুবনেশ্বর, কলকাতায় ব্যাঙ্ক বন্ধ)
  • ফেব্রুয়ারি ১৫: মহম্মদ হজরত আলির জন্মদিন/ লুইস-নাগাই-নি ( ইম্ফল, কানপুর, লখনৌ-তে ব্যাঙ্ক বন্ধ)
  • ফেব্রুয়ারি ১৬: গুরু রবিদাস জয়ন্তী (চণ্ডীগড়ে ব্যাঙ্ক বন্ধ)
  • ফেব্রুয়ারি ১৮: দোলযাত্রা (কলকাতায় ব্যাঙ্ক বন্ধ)
  • ফেব্রুয়ারি ১৯: ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী ( বেলাপুর, মুম্বই, নাগপুরে ব্যাঙ্ক বন্ধ)
ব্যাঙ্কের সপ্তাহিক ছুটি

ব্যাঙ্কের সপ্তাহিক ছুটি

  • ফেব্রুয়ারি ৬: রবিবার (সপ্তাহ শেষের ছুটি)
  • ফেব্রুয়ারি ১২: মাসের দ্বিতীয় শনিবার(সপ্তাহ শেষের ছুটি)
  • ফেব্রুয়ারি ১৩: রবিবার ((সপ্তাহ শেষের ছুটি)
  • ফেব্রুয়ারি ২০: রবিবার (সপ্তাহ শেষের ছুটি)
  • ফেব্রুয়ারি ২৬: মাসের দ্বিতীয় শনিবার (সপ্তাহ শেষের ছুটি)
  • ফেব্রুয়ারি ২৭: রবিবার (সপ্তাহ শেষের ছুটি)

২০২৪-এ বিজেপিকে হারানো সম্ভব! উপায় বাতলে দিলেন প্রশান্ত কিশোর২০২৪-এ বিজেপিকে হারানো সম্ভব! উপায় বাতলে দিলেন প্রশান্ত কিশোর

English summary
All banks will remain close for several days in February 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X