For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিও-র সঙ্গে পাল্লা দিতে নতুন এই অফার এয়ারটেলের

মাসে ১০ জিবি করে ছয় মাসের জন্য ৬০ জিবি ডেটা দেবে এয়ারটেল। জিও-র সঙ্গে পাল্লা দিতে পুজোর মুখে নতুন অফার এয়ারটেলের। তবে এই অফার শুধুমাত্র পোস্টপেইড গ্রাহকদের জন্য।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

মাসে ১০ জিবি করে ছয় মাসের জন্য ৬০ জিবি ডেটা দেবে এয়ারটেল। জিও-র সঙ্গে পাল্লা দিতে পুজোর মুখে নতুন অফার এয়ারটেলের। তবে এই অফার শুধুমাত্র পোস্টপেইড গ্রাহকদের জন্য।

জিও-র সঙ্গে পাল্লা দিতে নতুন এই অফার এয়ারটেলের

তবে এই সুবিধা পেতে গেলে গ্রাহকদের কিছু শর্ত মানতে হবে। মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে গ্রাহকদের এয়ারটেল টিভি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখানে ঢুকলেই মিলবে এই অফার। ফ্রি ডেটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে ২৪ ঘণ্টার মধ্যে। আর সবকিছু ঠিকঠাক হলে সামনের ছয় মাসের জন্য প্রতিমাসে মিলবে ১০ জিবি করে ফ্রি ডেটা। এই অ্যাপের মাধ্যমে লাইভ টিভিও দেখা যাবে।

এয়ারটেল অ্যাপ যাদের কাছে নেই, তারা গুগল প্লে স্টোর থেকে এয়ারটেল অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

মাস তিনেক আগে মনসুন অফার নিয়ে এসেছিল এয়ারটেল। একইভাবে তখন বলা হয়েছিল, টিভি অ্যাপ ডাউনলোড করলে ১০ জিবি করে ফ্রি ডেটা মিলবে। এবারের ঘোষণা ছয় মাসের জন্য। অর্থাৎ এয়ারটেল ছমাস ধরে প্রতি মাসে ১০ জিবি করে ডেটা দেবে ফ্রিতে।
এদিকে জিও-র পর এবার ভোল্টি সার্ভিস নিয়ে এসেছে এয়ারটেল। ফোরজির জন্য এই প্রযুক্তি ব্যবহার করবে এই সংস্থা। ইতিমধ্যেই দেশের পাঁচ-ছটি শহরে এয়ারটেল এই ভোল্টি সার্ভিসের ট্রায়াল চালিয়েছে। প্রথমে এই সার্ভিস চালু হবে মুম্বইতে, পরে কলকাতায়। এরপর গোটা দেশেই এই সার্ভিস চালু হবে বলে জানা গিয়েছে।

English summary
Airtel announces 60GB free data for 6 months. under this new scheme, Airtel will be giving up 10GB data per month to postpaid users for six months.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X