For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভবিষ্যতে একমাত্র পরিচয়পত্র হিসাবে গণ্য হবে আধার কার্ড, কেন? জেনে নিন

অদূর ভবিষ্যতে আধার কার্ডই একমাত্র পরিচয়পত্র হিসাবে বিবেচিত হবে। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সংসদে এই বিবৃতি দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ মার্চ : অদূর ভবিষ্যতে আধার কার্ডই একমাত্র পরিচয়পত্র হিসাবে বিবেচিত হবে। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সংসদে এই বিবৃতি দিয়েছেন। এর পদক্ষেপের ফলে প্যান কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ডের আর সেভাবে প্রয়োজন হবে না বলেই মনে করা হচ্ছে।[আধার কার্ড ছাড়া এবার না বানানো যাবে প্যান কার্ড, না দেওয়া যাবে আয়কর রিটার্ন]

অর্থ বিল নিয়ে লোকসভায় বিতর্কের মাঝে প্রসঙ্গ ওঠায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বিবৃতি দিয়েছেন। বলেছেন, একটা সময় আসবে যখন আধার কার্ডই একমাত্র পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে।[হ্যাকারদের বুড়োআঙুল দেখিয়ে এবার লুকিয়ে রাখুন আপনার আধার কার্ডের তথ্য!]

ভবিষ্যতে একমাত্র পরিচয়পত্র হিসাবে গণ্য হবে আধার কার্ড, কেন? জেনে নিন

বিরোধী দলগুলি আধার কার্ডের মাধ্যমেই আয়কর জমা দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সেই প্রসঙ্গে পাল্টা বিবৃতি দিতে গিয়েই একথা বলেছেন অরুণ জেটলি। বিজেডি সাংসদ বি মেহতাব জেটলিকে জিজ্ঞাসা করেন, তাহলে কি আপনি নাগরিকদের উপরে জোর খাটাচ্ছেন? জবাবে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ, তাই করছি।[(ছবি) বাজারে এল প্রথম আধার পে অ্যাপ : এই ১০টি বিষয় আপনার অবশ্যই জানা উচিৎ!]

এর পাশাপাশি জিএসটি চালু হয়ে গেলে কর সংগ্রহ আরও ভালো ও স্বচ্ছ্ব হবে বলেও ফের একবার কেন্দ্র আশাপ্রকাশ করেছে। অর্থমন্ত্রীর দাবি, এই সিদ্ধান্ত নেওয়া হলে কর ফাঁকি ও আর্থিক দুর্নীতির ঘটনা সারা দেশে অনেক কমে যাবে।[আধার কার্ড না থাকলে মিলবে না মিড ডে মিল, নির্দেশিকা কেন্দ্রের]

English summary
Aadhaar may become only identity card in future, to help curb tax fraud: Jaitley
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X