For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের আগে মমতায় আস্থা মুকেশের, 'জয় বাংলা' ডাকে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা

এলেন। বললেন। আর জয় করলেন। এভাবেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যাবতীয় ফোকাস নিজের উপরে টেনে নিলেন রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

এলেন। বললেন। আর জয় করলেন। এভাবেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যাবতীয় ফোকাস নিজের উপরে টেনে নিলেন রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি। 'জয় বাংলা, জয় বিশ্ব বাংলা' বলে এদিন বক্তব্য শুরু করেছিলেন তিনি। আর বাংলা নিয়ে তাঁর সেই বিপুল প্রশংসার রেশ ধরেই মুকেশ আম্বানি জানান এখন পর্যন্ত জিও এবং রিলায়েন্স মিলে ২৮ হাজার কোটি টাকার বিনিয়োগ করেছে। আর এই বিনিয়োগের রাস্তা ধরেই আরও ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এরমধ্যে একটি লজিস্টিক হাবের জন্যই ২০২০ সালের মধ্যে ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে জানান মুকেশ আম্বানি।

নির্বাচনের আগে মমতায় আস্থা মুকেশের, জয় বাংলা ডাকে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা

সেই সঙ্গে তিনি জানান, রিলায়েন্স-এর এই বিনিয়োগের জন্য পশ্চিমবঙ্গে আগামীদিনে ৫০ হাজার কর্মসংস্থান হবে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ৩ মিলিয়ন স্কোয়ারফিটের গুদামের স্থান তৈরি করেছে রিলায়েন্স। আর এটা হয়েছে রিলায়েন্সের নতুন বাণিজ্য নীতির ফলে। আগামী ২৪ মাসে এই আয়তন আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন মুকেশ আম্বানি। তিনি আরও জানিয়ে বলেন, জিও এবং রিলায়েন্স-ও যৌথ উদ্যোগে একটা ইউনিক নিউ কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে। যার জন্য গ্রাহক থেকে শুরু করে খুচরো বিক্রেতা এবং উৎপাদকরা উইন-টু-উইন-এর সুবিধা ভোগ করতে পারবেন। এর জন্য দেশজুড়ে অন্তত ৩ কোটি ছোট দোকানদার উপকৃত হবেন শুধু নয়, সেই সঙ্গে আরও বেশি করে আর্থিক লাভের মুখ দেখবেন।

নির্বাচনের আগে মমতায় আস্থা মুকেশের, জয় বাংলা ডাকে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা

রিলায়েন্স রিটেল পশ্চিমবঙ্গে ৫০০ রিটেল স্টোর্স এবং ৪৬টি পেট্রো রিটেল আউলেটস খুলেছে বলেও হিসাব দেন মুকেশ আম্বানি। রাজ্য়ের ৪০০টি এলাকায় এর জন্য মোটে ১ মিলিয়ন স্কোয়ারফিট জায়গা রিলায়েন্স ব্যবহার করছে বলেও জানান তিনি।

[আরও পড়ুন:বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আগুন আতঙ্ক, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে][আরও পড়ুন:বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আগুন আতঙ্ক, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে]

এদিন পশ্চিমবঙ্গের সঙ্গে রিলায়েন্স ও জিও ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক-কে যেমন মুকেশ আম্বানি তুলে ধরেন তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন।

English summary
Mukesh Ambani has announced another 10000 crore investment in West Bengal. Reliance head has stated that it will create 50,000 jobs in the state.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X