For Quick Alerts
For Daily Alerts

২০২৩ বার্ষিক রাশিফল : তুলা রাশি
তুলার জাতক জাতিকারা এই বছরে তাড়াহুড়ো করে কোনও ধরনের সিদ্ধান্ত নেবেন না। আর্থিক দিক থেকে এইবছর আপনার জন্য লাভের থাকবে। তবে টাকা দিয়ে আপনি সুখ কিনতে পারবেন না।
নতুন বছরের আপনার কর্মে বাধা কমতে থাকবে। কর্মক্ষেত্রে সফলতা আসবে। ব্যবসায়ে আপনি খুব উন্নতি করতে পারবেন। যে সকল ব্যক্তি উকিল, চিত্রশিল্পী এবং সাহিত্যিকের সঙ্গে নিযুক্ত তাঁদের সুনাম ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। যদি আপনার কেরিয়ারের উন্নতি করতে চান তাহলে মা সরস্বতীর পুজো করুন। মাকে পুজোর সময় সাদা ফুল নিবেদন করুন। এতে আপনার জীবনের সাফল্য আসবে। কঠিন পরিশ্রমের কারণে আপনি বসের খুব কাছে থাকতে পারবেন।
Recommended Video

Horoscope 2021 : ২০২১ কোন রাশির জাতকদের জীবন কেমন কাটবে জানুন

এ সময় যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যারা সরকারি চাকরি করছেন তাদের পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। জুন মাসের পর থেকে আপনি আর্থিক দিকে খুব উন্নতি লাভ করতে পারবেন। তবে এ সময় আপনার পরিবারের কারোর শরীর খারাপের জন্য আপনার আর্থিক ক্ষতি হতে পারে। এ সময় আপনার প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে।
Comments
year horoscope scorpio বার্ষিক রাশিফল বৃশ্চিক রাশি luck horoscope 2018 ভাগ্য জ্যোতিষ ২০১৮ welcome 2018 স্বাগত ২০১৮
English summary
Yearly horoscope 2023 of Libra in Bengali.