২০২১ বার্ষিক রাশিফল : তুলা রাশি
২০২১ আপনার জীবনের অন্যতম সফল বছর হিসাবে উঠে আসবে। আপনার ব্যক্তিগত জীবনে এই বছর আপনাকে ব্যপক সাফল্য এনে দেবে। গত বছরের তুলনায় ২০২১ আপনাকে অনেক বেশি সুখী করবে। অনেক কম বাধা বিপত্তি পার হতে হবে এই ২০২১ সালে। তবে মায়ের স্বাস্থ্য ও আপনার নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আপনাকে। কাজের জায়গায় প্রবল উন্নতি, বেতন বৃদ্ধি রয়েছে চোখে পড়ার মতো। আপনার কাজের প্রভূত প্রশংসা হতে চলেছে ২০২১ সালে। আপমার বিবাহিত জীবন খুব সুখে কাটবে।


জমি , বাড়িতে এবছর বিনিয়োগের একটি প্রবণতা থাকবে আপনাদের। তবে এবছরের প্রথমের দিকে টাকা সঞ্চয় করতে সমস্যা হবে। যেকোনও আর্থিক কাজ জুলাই থেকে অগাস্ট মাসে করলে ,তা লাভ দেবে। ২০২১ সালে স্বাস্থ্য খুবই ভালো থাকবে। একটি সমৃদ্ধ জীবনযাপন শুরু হবে আপনাদের। তবে জীবনযাপনে একফোঁটা অসতর্কতা শুরু হলেই বড় রোগের সম্ভাবনা থেকে যাবে। বাইরের জিনিস খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন।
২০২১ সাল জুড়ে প্রেমের ক্ষেত্রে একের পর এক সারপ্রাইজ পেতে পারেন আপনি। একা থাকলে ২০২১ সালেই হতে পারে বিয়ে। কিম্বা পেতে পারেন ২০২১ সালেই মনের মানুষের খোঁজ। বন্ধুবান্ধবের মাধ্যমে এই আলাপ পরিচিতি হতে পারে। প্রেমজীবনে ২০২১ সালে বহু উত্থান পতন , থাকলেও ২০২১ আপনার সামনে বড় সুযোগ এনে দেবে। প্রেমে স্থিরতা ফিরে পাবেন।