For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro 2020: করোনার থাবা রাশিয়া শিবিরে, ইউরো থেকে ছিটকে গেলেন মোস্তোভয়

Google Oneindia Bengali News

ইউরো কাপ শুরুর আগে এবার করোনার থাবা রাশিয়া শিবিরে। করোনা আক্রান্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন উইঙ্গার আন্দ্রে মোস্তোভয়। তাঁর পরিবর্ত হিসেবে রাশিয়া দলে ডাক পেয়েছেন রোমান ইয়েভদেনিয়েভ।রাশিয়া ছাড়াও সুইডেন ও স্পেন দলে থাবা বসিয়েছে করোনা। কিন্তু কোনও দলই এখনও পরিবর্ত ফুটবলারের নাম জানায়নি। কিন্তু রাশিয়া সে পথে না হেঁটে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েই ফেলল।

ইউরো থেকে ছিটকে গেলেন মোস্তোভয়

মোস্তোভয় রাশিয়ার হয়ে গত বছরই প্রথম ম্যাচ খেলেছিলেন। রাশিয়ার শেষ ১১টি ম্যাচের আটটিতে দলে ছিলেন এই উইঙ্গার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম একাদশে ছিলেন না, পরিবর্ত হিসেবে মাঠে নামতে দেখা গিয়েছে তাঁকে। গত বছর সার্বিয়ার কাছে ৫ গোলে হেরেছিল রাশিয়া। একমাত্র সেই ম্যাচেই দেশের হয়ে খেলেছেন ইউরোতে মোস্তোভয়ের পরিবর্ত হিসেবে ডাক পাওয়া রোমান ইয়েভদেনিয়েভ।

ইউরো থেকে ছিটকে গেলেন মোস্তোভয়

ইউরো কাপে গ্রুপ বি-তে রয়েছে রাশিয়া। সেন্ট পিটার্সবার্গে শনিবার ১২ জুন বেলজিয়াম ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। ভারতীয় সময় অনুসারে ম্যাচটি ওইদিন মধ্যরাতের পর অর্থাৎ ১৩ জুন রাত সাড়ে ১২টায়। এরপর ১৬ জুন রাশিয়া খেলবে ফিনল্যান্ডের বিরুদ্ধে, বুধবার ১৬ জুন সন্ধ্যা সাড়ে ৬টায়। গ্রুপ পর্যায়ে রাশিয়ার শেষ ম্যাচ ডেনমার্কের বিরুদ্ধে সোমবার ২১ জুন। ভারতীয় সময় অনুসারে ম্যাচ শুরু ওইদিন মধ্যরাতের পর অর্থাৎ মঙ্গলবার ২২ জুন রাত সাড়ে ১২টায়।

English summary
Winger Andrey Mostovoy Tests Positive, Cut From Russia's Euro 2020 Squad. He Has Been Replaced By Defender Roman Evgeniev.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X