For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রান্না ঘরে কোন রং করা উচিত, দক্ষিণ-পূর্বদিকে রান্না ঘর হলে কী রং করবেন? জেনে নিন বাস্তু টিপস

রান্না ঘরে কোন রং করা উচিত, দক্ষিণ-পূর্বদিকে রান্না ঘর হলে কী রং করবেন? জেনে নিন বাস্তু টিপস

Google Oneindia Bengali News

বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা রান্নাঘর। েসখানে দেবী অন্নপূর্ণার বাস। কাজেই রান্নাঘর সবসময় বাস্তুমেনে করা উচিত। এমনকী রান্না ঘরের রঙের উপরেও অনেক কিছু শুভ-অশুভ নির্বভর করে। তবে বেশিরভাগ ব্যক্তিই রান্নার ঘরের দিক নিয়ে সচেতন থাকেন। তার রং কী হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করেন না তাঁরা। কিন্তু দিশার পাশাপাশি রান্না ঘরের রংও কিন্তু সমান গুরুত্ব পূর্ণ এমনই বলছে বাস্তু শাস্ত্র।

কোন দিকে রান্নাঘর করবেন

কোন দিকে রান্নাঘর করবেন

বাস্তু শাস্ত্র বলছে উত্তর দিকে কোনওভাবেই রান্না করবেন না। রান্না ঘরের সবচেয়ে ভাল দিক হল পূর্ব। বাড়িতে রান্নাঘর করার সময় সবসময় পূর্ব দিক মাথায় রাখতে হবে। পূর্ব দিকে রান্নাঘর করা সবথেকে ভাল। কারণ সূর্যের প্রথম রশ্মি পূর্ব দিকে পড়ে। দিনের শুরুটাও সকলের রান্নাঘর দিয়েই হয়।

রান্না কোন দিকে মুখ করে করবেন

রান্না কোন দিকে মুখ করে করবেন

রান্না ঘরের শুধু দিক দেখলেই হবে না রান্না করার সঠিক দিশাও ঠিক করা জরুরি। কখনও উত্তর দিকে মুখ করে রান্না করবেন না। উত্তর দিকে মুখ করে রান্না করলে সংসারে শান্তি থাকেনা। অকারণে অশান্তি তৈরি হয়। মনে অস্থিরতা বাড়ে। কর্মক্ষেত্রেও অশান্তি তৈরি হয় বলে বলে জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞরা। তাই কখনওই উত্তর দিকে মুখ করে রান্না করবেন না। সবসময় পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে রান্না করারা চেষ্টা করবেন

কোন রং করবেন

কোন রং করবেন

রান্না ঘরের রংও অত্যন্ত জরুরি অনেকেই রান্না ঘরের রং নিয়ে তেমন মাথা ঘামান না। কিন্ত রান্নাঘরের রংও কিন্তু সমান গুরুত্বপূর্ণ বাস্তু শাস্ত্রে। রান্না ঘরের কারণে অগ্নিদেবের বাস। রান্নাঘরে পজিটিভ এনার্জি রাখার জন্য সাদা এবং ক্রিম কালারের জিনিস বেশি ভাল বলে জানিয়েছেন বাস্ত বিশেষজ্ঞরা।

লাল রংও ভাল

লাল রংও ভাল

রান্না ঘরের জন্য লাল রংও ভাল। তাতে রান্না ঘরের পরিবেশ আরও ভাল হয় বলে জানা গিয়েছে। এতে রান্না ঘরের অবস্থা ভাল থাকে। রান্না ঘরের পরিবেশও উন্নত হয়। ভাল থাকে পরিবেশ এমনই দাবি করেছেন বাস্তু বিশেষজ্ঞরা।

আজ থেকে শুরু পঞ্চককাল, বিপদ এড়াতে ভুলেও করবেন না এই কাজগুলিআজ থেকে শুরু পঞ্চককাল, বিপদ এড়াতে ভুলেও করবেন না এই কাজগুলি

English summary
Vastu tips to Choose colours for South east direction Kitchen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X