For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরিয়ারে আরও উন্নতি দেখতে চান! চাকুরিজীবীদের জন্য কয়েকটি বাস্তু টিপস

কেরিয়ার গড়ার লক্ষ্য নিয়ে অনেকেই মাথার ঘাম পায়ে ফেলেন । তবে বহু পরিশ্রমেই সঠিক ফল সবসময়ে হাতে মেলে না। বাস্তুশাস্ত্র বলছে, কেরিয়ারকে সঠিক পথে চালানোর জন্য বেশ কয়েকটি বিষয়কে মাথায় রাখতে হয়।

  • |
Google Oneindia Bengali News

কেরিয়ার গড়ার লক্ষ্য নিয়ে অনেকেই মাথার ঘাম পায়ে ফেলেন । তবে বহু পরিশ্রমেই সঠিক ফল সবসময়ে হাতে মেলে না। বাস্তুশাস্ত্র বলছে, কেরিয়ারকে সঠিক পথে চালানোর জন্য বেশ কয়েকটি বিষয়কে মাথায় রাখতে হয়। কেরিয়ারে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে কয়েটি উপায় অবলম্বন করলেই কেল্লা ফতে! দেখে নেওয়া যাক কোন উপায় অবলম্বন করলে , কেরিয়ারের উন্নতি লক্ষ্য করা যায়।

কেরিয়ারে উন্নতির জন্য কিছু টিপস

কেরিয়ারে উন্নতির জন্য কিছু টিপস

অফিসের যে অংশে দেওয়ালে ঠেসান দিয়ে বসা যায়, সেই অংশে রোজ বসবার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। অর্থাৎ আপনার চেয়ারটির পিছনে যেন দেওয়াল থাকে, সেদিকে নজর রাখতে হবে। বাড়ি থেকে কাজ করলে, লক্ষ্য রাখবেন শোওয়ার ঘরে যেন কখনওই কাজ না করতে হয়।

টেবিল কেমন হবে?

টেবিল কেমন হবে?

কেরিয়ালের উন্নতিতে কাজ করার টেবিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। যে টবিলে বসে কাজ করেন, তার কোণ যেন ধারালো না হয়। এতে পেশাগত সমস্যা দেখা দিতে পারে।

[আরও পড়ুন:কোন ব্যক্তিত্বদের সহজে চেনা যায় না! বলে দিচ্ছে এই শাস্ত্র, জানুন উপায়][আরও পড়ুন:কোন ব্যক্তিত্বদের সহজে চেনা যায় না! বলে দিচ্ছে এই শাস্ত্র, জানুন উপায়]

দরজা থেকে দূরে

দরজা থেকে দূরে

অফিসের কাজ বাড়ি থেকেই করুন বা অফিস থেকেই হোক,.. দরজার কাছাকাছি বসে অফিসের কোনও কাজ না করার পরামর্শ দিচ্ছেন বাস্তুবিদরা। চোর পছন্দের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে , সেই চেয়ারটি যেন আকারে আপনার থেকে বড়সড় হয়।

[আরও পড়ুন:হাঁটার ধরন দেখে ব্যক্তির চরিত্র জানা যায়! জেনে নিন মানুষ চেনবার উপায়][আরও পড়ুন:হাঁটার ধরন দেখে ব্যক্তির চরিত্র জানা যায়! জেনে নিন মানুষ চেনবার উপায়]

কোন দিকে ফিরে কাজ করবেন না?

কোন দিকে ফিরে কাজ করবেন না?

পেশাগত জীবন দরজার দিকে পিঠ রেখে কাজ না করার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এতে কেরিয়ারের উন্নতি স্তব্ধ হয়ে যায়।

কেরিয়ার ও আর্থিক উন্নতির উপায়

কেরিয়ার ও আর্থিক উন্নতির উপায়

কেরিয়ারের উন্নতির সঙ্গে সঙ্গে যদি আর্থিক উন্নতি চান, তাহলে অফিসের টেবিলে রেখে দিন একটি ক্রিস্টালের শোপিস। এতে আর্থিক উন্নতি যেমন হয় তেমনই অর্থ আসতেও থাকবে।

কোন দিকে ফিরে কাজ করা উচিত?

কোন দিকে ফিরে কাজ করা উচিত?

বাস্তুশাস্ত্রবিদদের পরামর্শ অনুযায়ী উত্তর দিকে মুখ করে কাজ করা উচিত। এতে পেশাগত জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ফিরবে পেশাগত সৌভাগ্য।

[আরও পড়ুন:রাতে ঘুম হচ্ছে না ঠিকঠাক! সমস্যা কাটাতে কয়েকটি কার্যকরী ফেংশুই টিপস][আরও পড়ুন:রাতে ঘুম হচ্ছে না ঠিকঠাক! সমস্যা কাটাতে কয়েকটি কার্যকরী ফেংশুই টিপস]

English summary
According to Vastu every person should follow some prescribed norms regarding study routine, directional management and few guidelines that can certainly let him/her excel in academic field. A student or working person should adhere to Vastu principles so as to get successful in life without obstruction. For indispensable career, read out Vastu guidelines for students and working professional to excel in life.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X