For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'করওয়া চৌথ'-এ দাম্পত্য প্রেম বাড়িয়ে তুলুন এই বাস্তু টিপসগুলি পালন করে

স্বামীর মঙ্গল কামনায় দেশের বিভিন্ন অংশে আজ পালিত হচ্ছে করওয়া চৌথের ব্রত। ২০১৮ সালের এমন দিনে আজ অনেক মহিলাই পালন করছেন 'সংকষ্টি চতুর্থী'।

  • |
Google Oneindia Bengali News

স্বামীর মঙ্গল কামনায় দেশের বিভিন্ন অংশে আজ পালিত হচ্ছে করওয়া চৌথের ব্রত। ২০১৮ সালের এমন দিনে আজ অনেক মহিলাই পালন করছেন 'সংকষ্টি চতুর্থী'। উৎসবের মেজাজে দাম্পত্য প্রেম আরও গভীরে নিয়ে যেতে আজ মাতোয়ারা গোটা দেশ। এই করওয়া চৌথের ব্রতর দিন বাস্তু মতে কয়েকটি পর্ব পালন করলে, তা দাম্পত্য প্রেম বাড়িয়ে তোলে বলে মনে করেন অনেক বাস্তু বিশেষজ্ঞ।

দাম্পত্য প্রেম আরও জোরদার করতে ..

দাম্পত্য প্রেম আরও জোরদার করতে ..

দাম্পত্য প্রেম আরও বেশি জোরদার করতে এমন শুভ দিনে বাড়িতে রাখুন আপনার বিয়ের ফটোগ্রাফ। বাড়ির একদিকে , এদিন বিয়ের ফটো সাজিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন বহু বাস্তু বিশেষজ্ঞ। তবে, দক্ষিণ পশ্চিম দিকে এই ছবি রাখলে, তা কার্যকরী হবে বেশি।

বাস্তু-জোন এ পুজো!

বাস্তু-জোন এ পুজো!

বাড়ির উত্তর-পশ্চিম দিককে বাস্তু-জোন বলে মনে করা হয়। সেই দিকে গিয়ে আজ চাঁদের দিকে মুখ করে প্রার্থনা করার পারমর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। মহিলারা এই কাজ করলে, উপযুক্ত ফল পেয়ে থাকেন বলেও তাঁদের দাবি।

 করওয়া চৌথের পুজো কোনদিকে করবেন?

করওয়া চৌথের পুজো কোনদিকে করবেন?

যদি আপনি করওয়া চৌথের পুজোর আয়োজন করে থাকেন, তাহলে তা উত্তর পূর্ব দিকে মুখ করে করতে হবে। এমনই দাবি , বাস্তুশাস্ত্রবিদদের।

স্বামীর সম্পত্তি বাড়িয়ে তুলতে কী করণীয়?

স্বামীর সম্পত্তি বাড়িয়ে তুলতে কী করণীয়?

বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, স্ত্রী যদি চান তাঁর স্বামীর সম্পত্তি ও প্রাচুর্য বেড়ে যাক, তাহলে এদিন সবুজ রঙের ল্যান্ডস্কেপের কোনও ছবি স্বামীকে উপহার দিন। যা সংসারে সমৃদ্ধি বাড়িয়ে তুলতেও সাহায্য করবে।

 করওয়া চৌথের পুজোর তিথি

করওয়া চৌথের পুজোর তিথি

২৭ অক্টোবর বিকেল ৫:৪৮ মিনিট থেকে শুরু হচ্ছে এদিনের পুজোর সময় , চলবে সন্ধ্যে ৭ টা ০৪ পর্যন্ত। চাঁদ ওঠার সময় এদিন রাত ৮:০৫ মিনিট।

English summary
Vastu Tips for Karwa Chauth, enhance Love life by following these steps .The festival of Karwa Chauth is all about achieving the idea of self-restraint, self-control and self-realization through the fasting ritual for the well-being of the male spouse. On this day, women keep fast and are drenched in the colours of love and enthusiasm.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X