For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরস্বতী পুজো ২০২০ : বসন্ত পঞ্চমীতে অঞ্জলির সময়, তিথি কখন পড়ছে!

সরস্বতী পুজো ২০২০: বসন্ত পঞ্চমীতে অঞ্জলির সময় কখন পড়ছে!

  • |
Google Oneindia Bengali News

বাঙালির উৎসবের ক্যালেন্ডারের প্রথম উৎসব বসন্ত পঞ্চমী। বাগদেবীর আরাধনায় মাঘের শুক্লপঞ্চমী তিথির সকাল থেকেই ইতিউতি দেখা যায় কচিকাঁচাদের ভিড়। শুধুই কি ছোটদের ভিড়? সরস্বতী পুজো মানেই 'বাঙালির ভ্যালেন্টাইন্স ডে'। আর সেই দিন ২০২০ ক্যালেন্ডার আসন্ন খুব শিগগিরিই। দেখে নেওয়া যাক, ২০২০ সালের সরস্বতী পুজোর অঞ্জলির সময়ক্ষণ কখন।

কখন পড়ছে পঞ্চমী?

কখন পড়ছে পঞ্চমী?

২০২০ সালের সরস্বতী পুজো দুই দিন ব্যাপী চলবে। আর তার জন্য অঞ্জলির সময় ক্ষণও নির্ভর করছে এই বসন্ত পঞ্চমীর দুই দিনের ওপর। পঞ্চমী শুরু হবে ২৯ জানুয়ারি সকাল ৮ টা বেজে ৪৭ মিনিটে। আর শেষ হচ্ছে ৩০ জানুয়ারি ১০টা ৫৬ মিনিটে। আর এই সময়ের মধ্যেই পড়ছে অঞ্জলির সময়।

সরস্বতী পুজোর আগে গণেশ বন্দনার সময়ক্ষণ

সরস্বতী পুজোর আগে গণেশ বন্দনার সময়ক্ষণ

প্রসঙ্গত, মাঘ মাসের চতুর্থীতে আয়োজিত হয় গণেশবন্দনাও। ১৪২৬ বাংলা সালে এই গণেশ বন্দনার সময় পড়েছে ২৮ জানুয়ারি। ২৮ তারিখ গণেশ চতুর্থী পালিত হতে চলেছে।

সরস্বতী পুজো ও বাঙালির নস্টালজিয়া

সরস্বতী পুজো ও বাঙালির নস্টালজিয়া

সরস্বতী পুজো মানেই আগের রাত থেকে বসে বসে 'শিকলি' তৈরি করা। অঞ্জলির সময়ের খোঁজ আগে নেওয়া। আর অঞ্জলি হতেই ভোগ প্রসাদের জন্য অপেক্ষার পালা! শেষে খিচুড়ি পাতে না পড়লে বাঙালির সরস্বতী পুজো শেষ হয় না। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে থাকে 'বাঙালির ভ্যালেন্টাইন্স ডে' পালনের পালা! সবমিলিয়ে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এমন উৎসবের মেজাজ তৈরি হতে।

 সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাস

সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাস

২০২০ সালের সরস্বতী পুজোয় রয়েছে বৃষ্টির আশঙ্কা। এমনই দাবি আবহাওয়া রিপোর্টের। তবে শেষমেশ বাঙালির আবেগকে এই বৃষ্টি -অসুর কতটা হার মানাতে পারে তা প্রমাণ করে দেবে আসন্ন বাগদেবীহ বন্দনা!

English summary
Vasant Panchami date, know Saraswati Puja Anjali Timing.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X