শনিচারি অমাবস্যায় করে নিন সহজ কিছু কাজ, প্রসন্ন হবেন শনিদেব, দুঃখ ঘুচবে আপনার
হিন্দু ধর্মে অমাবস্যার বিশেষ গুরুত্ব বলা হয়েছে। প্রত্যেক মাসের কৃষ্ণ পক্ষের শেষ দিনে অমাবস্যা পালন করা হয়। প্রতি মাসের অমাবস্যা সেই মাসের নামেই পরিচিত। বৈশাখ মাসের অমাবস্যা বৈশাখ অমাবস্যা নামে পরিচিত। এবার বৈশাখ অমাবস্যা পড়ছে শনিবার। শনিবারের অমাবস্যার বিশেষ তাৎপর্য বলা হয়েছে। এটি শনি অমাবস্যা বা শনিচরি অমাবস্যা নামে পরিচিত। এবার অমাবস্যা পড়েছে ৩০ এপ্রিল।

শনিদেবের পুজো করুন এভাবে
এইদিনে শনিদেবের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এইদিন শনিদেবকে কালো রঙের তিল, সর্ষের তেল অর্পণ করলে শনিদেবের কৃপা প্রাপ্ত হবে। শনি অমাবস্যার দিনে স্নান ও দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। এছাড়াও, এই দিনে শনি চল্লিসা পাঠ করলেও বিশেষ কৃপা পাওয়া যায়। শনি চল্লিসার অনেক উপকারিতা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক।

শনি চল্লিসা পাঠের লাভ
১) শনিদেবকে প্রসন্ন করার জন্য শনিবারের দিন শনি চল্লিসা পাঠ করতে পারেন। অমাবস্যা তিথিতে শনি চল্লিসা পাঠ করলে শীঘ্রই প্রসন্ন হয়ে ভক্তদের দরিদ্র থেকে রাজা করেন।
২) শনি চল্লিসা পাঠ করলে ব্যক্তির সাড়েসাতি, ধাইয়ার বাজে প্রভাব কম হতে পারে।
৩) শনি চল্লিসা পাঠ করলে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
৪) শনি চল্লিসার পাঠ করলে ব্যক্তি সব প্রকারের সুখ প্রাপ্ত হয়।
৫) নিয়মিত ৪০ দিন শনি চল্লিসা পাঠ করলে একজন ব্যক্তি ভবসাগর লাভ করেন।

শনিবার করে শনি চল্লিসা পাঠ করুন
সপ্তাহের প্রতি শনিবার শুদ্ধ মনে যে কোনও জায়গায় বসে এই শনি চল্লিশা পাঠ আপনার জীবনের সমস্ত অসফলতাকে দূর ও শনি-রাহুর নজর থেকে এড়াতে সাহায্য করবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
অক্ষয় তৃতীয়ার দিন রাশি অনুযায়ী কিনুন ধাতু, আসবে সৌভাগ্য