সৌভাগ্য-সমৃদ্ধি আনতে শ্রাবণের শিবরাত্রি পালনের কয়েকটি টিপস
আজ শ্রাবণ শিবরাত্রি উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে শিবপূজা চলছে। তারকেশ্বর থেকে মহাকালেশ্বর মন্দির, সমস্ত জায়গাতেই চলছে ধর্মীয় আচার বিধি মেনে শিবের পূজা পাঠ। জ্যোতিষ শাস্ত্র বলছে সৌভাগ্য সমৃদ্ধি ডেকে আনতেও এদিনের পূজা বিশেষ প্রয়োজনীয়। গৃহস্থে তথা নিজের জীবনে সৌভাগ্য বাড়াতে কয়েকটি টিপস দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা।

শিবরাত্রি
প্রতি বছরের প্রতিটি মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আসে শিবরাত্রি। মার্চ মাসের শিবরাত্রি এর মধ্যে প্রসিদ্ধ। তবে শ্রাবণের শিবরাত্রিও দেশের বিভিন্ন জায়গায় পালিত হয়।

আজ কিনতে পারেন সোনা কিংবা গাড়ি!
২০১৮ সালের শ্রাবণ মাসের শিবরাত্রিটি এমন একটি দিনক্ষণ তিথিতে পড়েছে , যা অত্যন্ত শুভ। শাস্ত্রজ্ঞরা বলছেন, সোনা, বা কোনও গাড়ি, বা বাড়ি কেনার থাকলে , তা আজকের দিনে কিনতে পারেন। তা সৌভাগ্য ,সমৃদ্ধি বাড়ানোর সুযোগ দেবে।

গৃহস্থের শান্তির জন্য পূজা
গৃহস্থে শান্তির জন্য শিবপূজা প্রয়োজনীয়। তবে শ্রাবণ মাসের এই দিনটিতে শিবপূজা করলে মনের যাবতীয় প্রার্থনা পূরণ হয় বলে মনে করা হয়।

আসন্ন ১৩ অগাস্টও বিশেষ দিন
শুধু আজকের দিনটিই নয় আসন্ন ১৩ অগাস্ট অর্থাৎ শ্রাবণের তৃতীয় সোমবারটিও যেকোনও শুভ কাজের পক্ষে ভালো

তুলসী রোপণ
এদিন বাড়ির উত্তর দিকে রোপণ করতে পারেন তুলসী গাছের চারা। এতে গৃহস্থের সমস্ত সদস্যের সৌভাগ্য -সমৃদ্ধি আসবে। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের।