For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধনতেরাস–দিওয়ালির দিন ভুল করেও এই কাজগুলি করা যাবে না

ধনতেরাসের দিন করবেন না এই কাজগুলি

Google Oneindia Bengali News

‌ধনতেরাসের দিন সুখ–সমৃদ্ধি পাওয়ার দিন। এইদিন যদি কিছু বিশেষ জিনিসের কেনাকাটা করা হয় তাহলে পুরো বছর বাড়িতে সুখ–সমৃদ্ধি বজায় থাকে। তবে এদিন অনেক কাজ করার ওপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। নয়তো অনেক বড় লোকসান হতে পারে। অতএব, আপনি যদি আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বজায় রাখতে চান, তবে ধনতেরাসের দিন (২ নভেম্বর, ২০২১, মঙ্গলবার) এই ভুলগুলি করবেন না। এর সঙ্গে এইদিন সোনা–রূপো, তামা–পিতলের জিনিস কিনুন। এছাড়া ঘর-গাড়ি, ঝাঁটা, ধনে কেনাও শুভ। এইদিন সোনা বা রূপোর লক্ষ্মী–গণেশের ছবি দেওয়া কয়েন কেনাও খুব শুভ বলে মনে করা হয়।

ধনতেরাসের দিন কোন কোন কাজগুলি করবেন না:-

ঋণ দেবেন না, নেবেন না

ঋণ দেবেন না, নেবেন না

ধনতেরাসের দিন না কারোর থেকে ঋণ নেবেন না কাউকে ঋণ দেবেন। কারণ ঋণ নেওয়া ও দেওয়া উভয়কেই আর্থিক অসঙ্গতির মুখে পড়তে হয়।

কাঁচের জিনিস কিনবেন না

কাঁচের জিনিস কিনবেন না

ধনতেরাসের দিন স্টীল, কাঁচ বা প্লাস্টিকের জিনিস বা বাসন কিনবেন না। এটা রাহু বা শনি সম্বন্ধিত হয়। আর ধনতেরাসের দিন এই জিনিসগুলি কেনার অর্থ দুর্ভাগ্যের ডাক দেওয়া।

খালি পাত্র বাড়িতে আনবেন না

খালি পাত্র বাড়িতে আনবেন না

সোনা-রূপো, তামা-পিতলের বাসন কিনলে তা বাড়িতে আনার সময় মিষ্টি, চাল ইত্যাদি ভরে নিন। ধনতেরাসের দিন ঘরে খালি পাত্র আনা অশুভ।

 কাঁচের মূর্তিতে পুজো নয়

কাঁচের মূর্তিতে পুজো নয়

ধনতেরাসের দিন ধনের দেবতা কুবের, মা লক্ষ্মী, ভগবান ধন্বন্তরী ও যমরাজের পুজো করা হয়। কিন্তু মনে রাখবেন, কাঁচ বা প্লাস্টার অফ প্যারিসের তৈরি কোনও মূর্তির যেন পুজো না করা হয়।

জুতো–চপ্পল সরিয়ে রাখুন

জুতো–চপ্পল সরিয়ে রাখুন

ধনতেরাসের দিন নিজের বাড়ির সদর দরজার সামনে ভুলেও জুতো-চপ্পল রাখবেন না। সকাল থেকেই বাড়ির সদর দরজার সামনে ধুয়ে, মুছে পরিস্কার করে রাখবেন।

ঘুমোতে নেই

ঘুমোতে নেই

ধনতেরাস ও দিওয়ালির দিন ভুলেও ঘুমোবেন না। এরকম করলে বাড়িতে নেতিবাচক শক্তির সঞ্চয় হয়।

এই রাশির জাতকদের নভেম্বর মাস যাবে দারুণ, অর্থ-প্রতিপত্তি-খ্যাতি সব আসবে এই মাসেইএই রাশির জাতকদের নভেম্বর মাস যাবে দারুণ, অর্থ-প্রতিপত্তি-খ্যাতি সব আসবে এই মাসেই

 ধারালো কোনও জিনিস কিনবেন না

ধারালো কোনও জিনিস কিনবেন না

ধনতেরাসের দিন কোনও ভাবেই ধারালো কোনও সামগ্রী যেমন, ছুরি, কাঁচি, সূচ, বঁটি ইত্যাদি কেনা যাবে না। এই জিনিসগুলো কেনা অশুভ বলে মনে করা হয়।

 লোহা কেনা অশুভ

লোহা কেনা অশুভ

ধনতেরাসের দিন সোনা কেনা যতটাই শুভ বলে মনে করা হয়, ঠিক ততটাই অশুভ হল লোহার জিনিস কেনা। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, এই বিশেষ দিনে লোহার বাসন কেনা কখনওই উচিত নয়।

কালো রং নয়

কালো রং নয়

ধনতেরাসের দিন কালো রং এড়িয়ে চলুন। কারণ কালো রঙের জিনিস শুভ দিনে না কেনাই ভাল।

কিনবেন না তেল

কিনবেন না তেল

জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, ধনতেরাসের দিনে তেল না কেনাই ভাল বলে মনে করা হয়। কারণ এই দিনে তেল কিনলে তার ফল ভাল হয় না।

উপহার দেওয়া

উপহার দেওয়া

এই দিন কাউকে উপহার দেওয়া উচিত নয়। কারণ, মনে করা এই দিন যদি উপহার দেওয়া হয়, তা হলে নিজের সমৃদ্ধি অন্যের হাতে তুলে দেওয়া হয়। তাই যদি কিছু উপহার দিতেই হয় তা ধনতেরাসের আগে বা পরে দেওয়া উপযুক্ত।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
These things cannot be done by mistakenly the days of Dhanteras to maintain happiness and prosperity at home,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X