For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হবে না অর্থাভাব, বাড়তে থাকবে সুখ–সমৃদ্ধি যদি নবরাত্রির সময় করেন এই টোটকাগুলি

নবরাত্রির সময় এই টোটকাগুলি করুন

Google Oneindia Bengali News

ধনী হওয়া, জীবনে সব ধরনের সুখ–সুবিধা পাওয়া প্রত্যেক ব্যক্তির ইচ্ছা থাকে। এর জন্য পরিশ্রম, বুদ্ধি প্রয়োগের সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা পাওয়াও খুব জরুরি। নবরাত্রির এই পর্ব এই কাজের জন্য খুব ভালো বলে মনে করা হয়। কারণ এই সময় সাক্ষাত মা দুর্গা ধরিত্রীতে বিচরণ করতে আসে। অতএব, এই সময়ে দেবী দুর্গার আরাধনা করলে এবং তাঁকে খুশি করার ব্যবস্থা গ্রহণ করলে, প্রচুর সম্পদ পাওয়া যাবে। যদি আপনিও ধনী হতে চান, তাহলে ৭ অক্টোবর থেকে 9 দিনের জন্য এই টোটকাগুলি করুন।


নবরাত্রির সময় করুন বড়লোক হওয়ার এই টোটকা:-

রঙ্গোলি তৈরি করুন

রঙ্গোলি তৈরি করুন

খুব সামান্য হলেও কিন্তু নবরাত্রির সময় রোজ সকালে নিদের বাড়ির দরজায় রঙ্গোলি অবশ্য তৈরি করবেন। এটি মা দুর্গাকে স্বাগত জানানোর প্রতীক।

দরজায় স্বস্তিক চিহ্ন তৈরি করুন

দরজায় স্বস্তিক চিহ্ন তৈরি করুন

স্বস্তিক চিহ্ন সউখ-সমৃদ্ধির প্রতীক। নবরাত্রির সময় বাড়ির প্রধান দরজায় রোজ হলুদ দিয়ে বা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন।

দুর্গা মন্ত্রের জপ

দুর্গা মন্ত্রের জপ

নবরাত্রিতে বেশিরভাগ সময় মা দুর্গার আরাধনা করলে মা প্রসন্ন হন তাই চেষ্টা করবেন দুর্গা মন্ত্রের জপ যত বেশি সম্ভব জপ করার। এতে মন ও শরীর দুই ভালো থাকবে।

 ঘট পুজা

ঘট পুজা

যদি ঘট স্থাপন নাও করতে পারেন তবে মা দুর্গার মন্দিরে গিয়ে রোজ ঘটের পুজো করুন।

কন্যাদের টাকা দিয়ে আশীর্বাদ নিন

কন্যাদের টাকা দিয়ে আশীর্বাদ নিন

করোনা মহামারির সময় এই বছর কন্যা পুজো ও কন্যা ভোজ করা উচিত নয় কিন্তু কন্যাদের হাতে সামান্য কিছু অর্থ দিয়ে তাদের আশীর্বাদ অবশ্যই নিন এবং এই কাজ আপনি যেখানে খুসই করতে পারেন।

নবরাত্রির সময় লাগান তুলসী গাছ

নবরাত্রির সময় লাগান তুলসী গাছ

কিছু গাছকে নবরাত্রির সময় খুবই শুভ বলে মানা হয়। এমনকী তুলসী গাছকে তো ভগবানের রূপ বলেই মনে করা হয়। নবরাত্রির সময় তুলসীর গাছ আনা খুব শুভ বলে মনে করা হয়। তবে মনে রাখবেন রবিবার ও একাদশী বাদ দিয়ে রোজ তুলসী গাছে জল দিন। এর সঙ্গে রোজ সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ দেওয়াও খুব শুভ। এরকম করলে কখনও অর্থের অভাব হয় না।

 কলাগাছ লাগান

কলাগাছ লাগান

এছাড়াও নবরাত্রির মধ্যে কোনও ভালো দিন দেখে বাড়িতে কলাগাছ লাগানো শুভ বলে মনে করা হয়। এই গাছে রোজ জল দিন। বৃহস্পতিবার জলের মধ্যে দুধ মিশিয়ে গাছের গোড়ায় দিলে অর্থনৈতিক পরিস্থিতি আরও ভালো হয়ে যায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
No one can stop you from getting rich by doing these remedy during Navratri‌,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X