For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি মাসেই বছরের প্রথম চন্দ্রহণ, এক নজরে জেনে নিন গ্রহণ সম্পর্কিত সব তথ্য

চলতি মাসেই বছরের প্রথম চন্দ্রহণ, এক নজরে জেনে নিন গ্রহণ সম্পর্কিত সব তথ্য

Google Oneindia Bengali News

২০২২ সালে বছরের ‌প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে এই মাসের মে–তে। এই বছরে দু’‌টি চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং উভয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। কিছুদিন আগেই ৩০ এপ্রিল গোটা বিশ্ব আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থেকেছেন। আর তার ১৫ দিন পরই ১৬ মে বৈশাখী পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হবে।

এইদিন চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৭টা ২ মিনিট থেকে এবং তা শেষ হবে দুপুর ১২ টা ২০ মিনিটে। যারা জ্যোতির্বিদ্যার ঘটনা সম্পর্কে অজ্ঞাত তাঁরা জেনে রাখুন, এটি ঘটে যখন চাঁদ পৃথিবীর ছায়ায় চলে আসে। যদিও এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না, তবে তার প্রভাব পড়বে মানুষের জীবনে। সেই কারণেই আমরা আপনাকে সূতর সময়, ধর্মীয় বিশ্বাস, সময়, প্রভাব ও কি করবেন আর কি করবেন না সেই বিষয়ে জানিয়ে রাখছি।

চন্দ্রগ্রহণের তারিখ ও সময়

চন্দ্রগ্রহণের তারিখ ও সময়

বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে ১৬ মে এবং তা শুরু হবে সকাল ৭টা ২ মিনিটে এবং শেষ হবে দুপুর ১২টা ২০ মিনিটে।

বৈশাখ পূর্ণিমার তারিখ

বৈশাখ পূর্ণিমার তারিখ

হিন্দু ক্যালেন্ডার মতে ১৫ মে বৈশাখ মাসের শুক্ল পক্ষের দুপুর ১২টা ৪৫ থেকে পূর্ণিমা শুরু হবে এবং তা শেষ হবে সোমবার ১৬ মে সকাল ৯টা ৪৩ মিনিটে। এই পরিস্থিতিতে বৈশাখ পূর্ণিমা পালন করা হবে ১৬ মে।

 গ্রহণের সময় সূতক সময়

গ্রহণের সময় সূতক সময়

চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হবে চন্দ্রগ্রহণের ৯ ঘন্টা আগে। তবে সূতক সময় শুধুমাত্র সেই স্থানেই বৈধ যেখানে চন্দ্রগ্রহণ দেখা যায়। যে দেশে চন্দ্রগ্রহণ দেখা যাবে না সে দেশে সূতক সময় বৈধ হবে না।

 সূতক সময়

সূতক সময়

সূতক সময় শুরু হবে ১৫ মে রাত ১০টা ০২ মিনিট থেকে। সূতক সময়কাল শেষ হবে যখন চন্দ্রগ্রহণের সমাপ্তি ঘটবে।

 বছরে ক’‌টি চন্দ্রগ্রহণ

বছরে ক’‌টি চন্দ্রগ্রহণ

এই বছরে ২টি চন্দ্রগ্রহণ হবে। প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে ১৬ মে, ২০২২ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে ৮ নভেম্বর, ২০২২।

 চন্দ্রগ্রহণের সময় কি করবেন আর কি করবেন না

চন্দ্রগ্রহণের সময় কি করবেন আর কি করবেন না

-চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা উচিত নয় এবং টেলিস্কোপ, বাইনোকুলার বা চশমা ব্যবহার করা উচিত।

-গ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়, বরং গ্রহণের সময় সব খাবার ও পানীয়তে তুলসি পাতা দিয়ে রাখুন, বিশেষ করে দুধ দিয়ে তৈরি যে কোনও খাবারে।

-মন্ত্র জপ করুন এবং চন্দ্রগ্রহণের নুন্যতম ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে ইশ্বরের নাম নিন

-চন্দ্রগ্রহণের সময় চুল বা নখ কাটা অশুভ বলে মানা হয়। এছাড়াও ছুরি, কাঁটা বা অন্য কোনও ধারালো, তীক্ষ্ণ কিছু ব্যবহার করা থেকে বিরত থাকুন।

-চন্দ্রগ্রহণের পর খাবার ও পোশাক দান শুভ বলে মনে করা হয়।

রাহুর অবস্থান পরিবর্তনের ফলে রাতারাতি বদলে যাবে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যরাহুর অবস্থান পরিবর্তনের ফলে রাতারাতি বদলে যাবে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য

English summary
the first lunar eclipse of the year in may find out at a glance all the information about the eclipse
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X