For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নামেই বদলে যাবে ভাগ্য, শিশুর নামকরণের ক্ষেত্রে মাথায় রাখুন কিছু বিশেষ উপায়

Google Oneindia Bengali News

কথায় বলে নামে কী আসে যায়। কিন্তু সেক্ষেত্রে নামের উপর নির্ভর করে মানুষের ভাগ্য। অবাক করা হলেও সত্যি। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি জাতক জাতিকাদের নামের সঙ্গে জুড়ে থাকে সেই মানুষের ভাগ্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনও মানুষের জীবনে বেশ কিছু আচার অনুষ্ঠানের অংশ থাকে। আর সেক্ষেত্রে ১৬টি আলাদা আলাদা আচার থাকে। তাদের মধ্যেই অন্যতম হল নামকরণ অনুষ্ঠান। ছোট্ট শিশুর কান্না সবার মুখে হাসি ফোটায়। সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে তার নাম রাখার জন্য উৎসাহ থাকে পরিবারের সকলের মধ্যে। এই নামকরণ অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ সকলের কাছে। আর নামের ক্ষেত্রেও সকলের জন্য প্রয়োজন সঠিক দিনক্ষণ, লগ্ন এবং অক্ষরের। জেনে নেওয়া যাক নামকরণের ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখা উচিত।

নামকরণের রাশিচক্র

নামকরণের রাশিচক্র

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী নামকরণ করার কিছু বিশেষ নিয়ম কানুন রয়েছে। যে কোনও জাতক জাতিকার জন্ম সময়, দিনের দিকে লক্ষ্য রেখেই রাশি, গ্রহের দিক,তারিখ দেখে শিশুর নাম রাখা হয়। এর ভিত্তিতে সেই জাতক বা জাতিকার রাশিফলও তৈরি করা হয় এবং রাশিচক্র নির্ধারণ করা হয়। এর পরে সেই শিশুর নাম রাখা হয়। শিশুর নামকরণের দিন অবশ্যই পুজো এবং যজ্ঞের আয়োজন করতে হবে। এরই সঙ্গে ব্রাহ্মণদের খাদ্য সামগ্রী দন করলে এবং সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের খাবার খাওয়ালে তা খুবই শুভ হয়।

 সূর্যের আশীর্বাদ

সূর্যের আশীর্বাদ

ভগবান সূর্য নারায়ণকে প্রতক্ষ ঈশ্বর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও ব্যক্তির ক্ষেত্রেই ভাগ্যের চাকা অনেক অংশে ঘুরে যায় সূর্যের আশীর্বাদে। সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হল ভগবান সূর্যকে অর্ঘ্যদান করা এবং তাঁর উপাসনা করা। প্রতিটি শিশুর ক্ষেত্রেও তার নামকরণের দিন ভগবান সূর্যের পুজো করা এবং তাঁর আলো শিশুর দেহে লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। সেদিন সূর্যের সামনে দাঁড়িয়েই যদি সেই শিশুর কানে নাম উল্লেখ করা হয় তাহলে খুব শুভ হয়।

 নামকরণ অনুষ্ঠান

নামকরণ অনুষ্ঠান

সন্তানের নামকরণ অনুষ্ঠান বাড়িতেই করা উচিত। তবে সুবিধা অনুযায়ী মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করলেও তা খুব ভালো। নামকরণ অনুষ্ঠানে বাড়িতে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে তাতে আমের পাতা ও ডাব দিয়ে তাতে চন্দ্রমালা দিয়ে পুজো করা উচিত। সেই সঙ্গে ধান এবং অক্ষত চাল দিয়ে চালি তৈরি করে তাতে শিশুর মাথায় ছোঁয়ানো ফুল রেখে পুজো করতে হবে। ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে পুজো করলেও খুব শুভ হয়। শিশুর কোমরে মৌলী সুতো বেঁধে দিলেও খুব ভালো হয়।

 নামকরণের দিনক্ষণ

নামকরণের দিনক্ষণ

শিশুর নামকরণের ক্ষেত্রে যে কোনও মাসের অষ্টমী, চতুর্দশী, অমাবস্যা ও পূর্ণিমা কোনো উৎসবের দিনে নাম রাখা উচিত নয়। তবে চতুর্থী তিথি, নবমী তিথি, চতুর্দশী তিথি এবং রিক্ত তিথিতে শিশুর নামকরণও অশুভ বলে বিবেচিত হয়। নামকরণ অনুষ্ঠান যে কোনও মাসের ১,২,৩,৫,৬,১০,১১, ১২ তারিখে করা যেতে পারে। রাশিফল ​​এবং গ্রহের গতিবিধির ভিত্তিতে দেওয়া নাম শিশুর চরিত্রকে প্রতিফলিত করে। তাই শিশুর নাম খুব ভেবেচিন্তে রাখা উচিত।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

কুণ্ডলীতে রাহুর অবস্থান দুর্বল হলে সমস্যায় ভরে যায় জীবন, শাস্ত্রমতে জানুন মুক্তি পাওয়ার উপায়কুণ্ডলীতে রাহুর অবস্থান দুর্বল হলে সমস্যায় ভরে যায় জীবন, শাস্ত্রমতে জানুন মুক্তি পাওয়ার উপায়

English summary
some special ways to keep in mind when naming a baby
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X