For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুলেও করবেন না এইসব বদভ্যাস, নাহলে জীবনে আসবে চরম আর্থিক দুর্দশা

ভুলেও করবেন না এইসব বদভ্যাস, নাহলে জীবনে আসবে চরম আর্থিক দুর্দশা

Google Oneindia Bengali News

বিশ্বের প্রতিটি মানুষ তাঁদের নিজস্ব সহজাত স্বভাব বা অভ্যাস নিয়ে থাকেন। সেই সকল অভ্যাসের মধ্যে কিছু সকলের জন্মগত হয় আবার কিছু হয় কালের নিয়মে। জ্যোতিষ মতে আমাদের সনাতন পুরাণ ও বৈদিক নীতি শাস্ত্রে এই সকল স্বভাব কোনটি ভালো আর কোনটি খারাপ তা নিয়ে বর্ণনা দেওয়া রয়েছে। বিভিন্ন পুরাণ ও শাস্ত্রে মানুষের জীবনচক্র, মৃত্যু, পুনর্জন্ম এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কিত বিষয়গুলি গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সনাতন ধর্মে মোট ১৮টি পুরাণ রয়েছে এবং চারটি বেদ রয়েছে। এছাড়াও একাধিক নীতিশাস্ত্র, এবং উপনিষদেও মানুষের স্বভাব ও অভ্যাস সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে। প্রাচীন কালের ঋষিরা এমন কিছু অভ্যাসের কথা বলেছেন যা একজন ব্যক্তির দরিদ্রতার কারণ হতে পারে। ভুলেও করতে নেই সেই সকল কাজ।

রান্নাঘরে এঁটো বাসন রাখা

রান্নাঘরে এঁটো বাসন রাখা

বৈদিক ভারতীয় পুরাণ ও শাস্ত্র অনুসারে, যারা রাতের খাবার খাওয়ার পরে রান্নাঘরে নোংরা বাসন ফেলে যান, তাঁদের উপর খারাপ প্রভাব পড়ে। রান্নাঘরকে লক্ষ্মীর স্থান বলা হয়ে থাকে। তাই রান্নাঘরে এঁটো বাসন রেখে দেওয়া মোটেই ভালো অভ্যাস নয় বলে মনে করা হয়। তাই খাওয়ার পর পাত্রগুলো ভালো করে ধুয়ে নিলে জীবনে কখনও টাকার অভাব হবে না।

নোংরা কাপড় পরিধান

নোংরা কাপড় পরিধান

জ্যোতিষ ও পুরাণ মতে এটি মনে করা হয় যে ধন সম্পদের দেবী মা লক্ষ্মী নোংরা পোশাক দেখে খুব বিরক্ত হন। তাই যারা প্রতিদিন স্নান করেন না বা নোংরা পোশাকে থাকেন তাঁদের এই অভ্যাস পরিবর্তন করা উচিত। পুরাণ অনুযায়ী, প্রতিদিন সকালে স্নান করা এবং সেই সঙ্গে পরিষ্কার কাপড় পরিধান করা খুবই দরকার। পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড়ে থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় সেই ব্যক্তির উপর বজায় থাকবে।

অতি লোভ

অতি লোভ

সনাতন পুরাণ ও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কোনও মানুষের অতিরিক্ত লোভ করা একদমই ভালো নয়। বরাবর দেখা যায় যে অতি লোভ করলে সেই মানুষের জীবনে নানা রকমের দুর্যোগ নেমে আসে। তাই যে সকল মানুষদের লোভ করা অভ্যাস, বিশেষত যারা অন্যের কষ্ট করে উপার্জন করা সম্পদ ছিনিয়ে নিতে চায় কিংবা অন্যের টাকা হস্তগত করতে চায় তাঁরা জীবনে কখনও সুখী হতে পাররেননা। শুধুমাত্র তাই নয়, অন্যের সম্পত্তি হস্তগত করাকে শাস্ত্রে পাপ বলে বর্ণনা করা হয়েছে। তাই এমন কাজ যাঁরা করেন তাঁদের জীবনে কোনও দিন মা লক্ষ্মী ও কুবেরের কৃপা থাকে না। এবং সেইসব ব্যক্তি সারা জীবনে কখনও সম্পদ ধরে রাখতে পারেন না। এমনকি তাঁদের জীবনে নেমে আসে ঘোর বিনাশ।

অন্যের নিন্দা করা

অন্যের নিন্দা করা

যারা সবসময় অন্যের পিছনে খারাপ কাজ করে তাদের প্রতি মা লক্ষ্মী কখনই প্রসন্ন হন না। এ ছাড়া অকারণে কারও সঙ্গে ঝামেলা করেন এবং যে কোনও ব্যক্তিকে কটূকথা বলেন তাঁদের জীবনেও নানা সমস্যা থাকে। অনেকেই আছেন যাঁরা কথায় কথায় অন্যান্য ব্যক্তিদের নিন্দা করেন এবং সকলের নিন্দা মন্দ করেন, সেই সকল মানুষও জীবনে কখনও সুখ পান না। জীবন ভর তাঁদের নানা রকম বিষয়ে ভুগতে হয়। এবং সর্বদা পরের নিন্দা করার বদভ্যাস যাঁদের আছে এক সময় তাঁদের জীবনের সবথেকে কাছের মানুষরাও তাঁদের ভুল বুঝে দূরে চলে যায়। তাই এই সকল অভ্যাস দ্রুত ত্যাগ করা উচিত।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

রাহুর আশীর্বাদে আগামী দেড় বছরে বিপুল অর্থলাভ ও সাফল্য আসবে এইসব রাশির জীবনে রাহুর আশীর্বাদে আগামী দেড় বছরে বিপুল অর্থলাভ ও সাফল্য আসবে এইসব রাশির জীবনে

English summary
some bad habits can make extreme financial trouble in live
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X