For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চৈত্র নবরাত্রিতে হতে চলেছে গ্রহদের উল্টো পুরাণ, এই রাশির জাতকদের বড় লাভ হবে

Google Oneindia Bengali News

হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র মাসের শুক্ল পক্ষের প্রতিপদা তিথিতে হিন্দু নববর্ষের শুরু হয়। এই দিনে গুড়ি পাড়ওয়া পালন করা হয়। আবার এইদিন থেকে চৈত্র নবরাত্রির ৯ দিনের পর্ব শুরু হয়। এই নয়দিনে মা দুর্গার ৯টি রূপের পুজো করা হয়ে থাকে, ঘটস্থাপন করা হয়।

ঘোড়ায় চড়ে আসছেন মা দুর্গা

ঘোড়ায় চড়ে আসছেন মা দুর্গা

এই বছর চৈত্র নবরাত্রি ২ এপ্রিল ২০২২, শনিবার থেকে শুরু হচ্ছে, যা ১১ এপ্রিল ২০২২ পর্যন্ত চলবে। এই ৯ দিনে, মা দুর্গার ৯টি রূপের পুজো করা উচিত, এটি ঘরে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। এবার মা দুর্গা আসছেন ঘোড়ায় চড়ে, রওনা দেবেন মহিষে চড়ে। মায়ের এই সওয়ারিগুলিকে শুভ বলে মনে করা হয়। কিন্তু এবার গ্রহের পরিবর্তন কিছু রাশিচক্রের জন্য এই নবরাত্রিটিকে বিশেষ করে তুলেছে।

এই রাশিদের জন্য নবরাত্রি খুব শুভ

এই রাশিদের জন্য নবরাত্রি খুব শুভ

চৈত্র নবরাত্রির সময়, ২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই ৯ দিনে শনি ও মঙ্গল মকর রাশিতে গোচর করছে। এই দুটি গ্রহ একে অপরের শত্রু, তাই একই রাশিতে তাদের মিলন অনেক অসুবিধা সৃষ্টি করবে, এই পরিবর্তন কর্কট, কন্যা এবং ধনু রাশির জন্য শুভ হবে না এবং এই সময়ে তাদের সতর্ক থাকা উচিত। অন্যদিকে, মেষ, মকর এবং কুম্ভ রাশির জাতকদের জন্য এটি খুব শুভ হবে। এই সময়টা তাদের অনেক উপকারে আসবে। সুখবর শোনা যাবে। পেশা-ব্যবসায় অগ্রগতি হতে পারে।

চৈত্র নবরাত্রির কলশ স্থাপনের শুভ মুহূর্ত

চৈত্র নবরাত্রির কলশ স্থাপনের শুভ মুহূর্ত

চৈত্র নবরাত্রির ঘটস্থাপনার শুভ সময় ২ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিট থেকে সকাল ৮টা ৩১ মিনিট পর্যন্ত। অর্থাৎ ঘট স্থাপনের জন্য মাত্র ২ ঘণ্টা ২১ মিনিট পাওয়া যাবে।

English summary
these zodiac sign will have a good effect on Chaitra Navratri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X