For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধনসম্পত্তি, সৌভাগ্যের উন্নতিতে বাড়িতে এই গাছগুলি থাকা ভালো, জানুন গাছ লাগানোর উপযুক্ত স্থান

বাস্তুশাস্ত্র বলছে , বাড়িতে বেশ কয়েকটি গাছ সুখ সমৃদ্ধি তথা ধনসম্পত্তি বাড়াতে সাহায্য করে। যার ফলে সেই গাছ গুলি বাড়ির উপযুক্ত স্থানে রাখলে, বাড়ির সদস্যদের সৌভাগ্য সমৃদ্ধি বাড়তে বাধ্য।

  • |
Google Oneindia Bengali News

বাস্তুশাস্ত্র বলছে , বাড়িতে বেশ কয়েকটি গাছ সুখ সমৃদ্ধি তথা ধনসম্পত্তি বাড়াতে সাহায্য করে। যার ফলে সেই গাছ গুলি বাড়ির উপযুক্ত স্থানে রাখলে, বাড়ির সদস্যদের সৌভাগ্য সমৃদ্ধি বাড়তে বাধ্য। দেখে নেওয়া যাক কোন কোন গাছ বাড়িতে রাখলে তা সমৃদ্ধি , সৌভাগ্যকে আরও বাড়ায়।

[আরও পড়ুন:আপনার সঙ্গীটি কতটা রোম্যান্টিক, কেমন চরিত্রের, তা বলে দেবে গায়ের তিল][আরও পড়ুন:আপনার সঙ্গীটি কতটা রোম্যান্টিক, কেমন চরিত্রের, তা বলে দেবে গায়ের তিল]

[আরও পড়ুন:কোনদিকে মুখ করে রান্না করলে সুস্থ থাকবেন গৃহিনী, ভালো হবে স্বাস্থ্য, বলছে বস্তুশাস্ত্র][আরও পড়ুন:কোনদিকে মুখ করে রান্না করলে সুস্থ থাকবেন গৃহিনী, ভালো হবে স্বাস্থ্য, বলছে বস্তুশাস্ত্র]

তুলসী

তুলসী

তুলসী গাছ যেকোনও বাড়িতেই সুখ স্বাচ্ছ্ন্দ্য বাড়িয়ে দেয়। বিপদ আসলেও, তা সহজে সেই গৃহস্থে পৌঁছতে পারে না, যেখানে তুলসী গাছ থাকে। অন্তত এমনই কথা বলছেন বাস্তুশাস্ত্রবিদরা। বাড়ির, উত্তর , উত্তর পূর্ব বা পূর্ব দিক তুলসী গাছ লাগানোর আদর্শ জায়গা।

[আরও পড়ুন:২০১৮ সালে ব্যবসার জন্য কোন দিন-সময়-তিথি শুভ, জেনেনিন][আরও পড়ুন:২০১৮ সালে ব্যবসার জন্য কোন দিন-সময়-তিথি শুভ, জেনেনিন]

বাঁশ গাছ

বাঁশ গাছ

ছোট বাঁশ গাছ আজকাল সর্বত্রই পাওয়া যাচ্ছে। তবে বাস্তুকাররা বলছেন যেকোনও বাঁশ গাছই বাড়ির চারপাশে থাকলে, তা সুখী গার্হস্থ্যের চিহ্ন । এটি গৃহের সদস্যদের সৌভাগ্য বাড়িয়ে তোলে।

মানিপ্ল্যান্ট

মানিপ্ল্যান্ট

মানিপ্ল্যান্ট সবাই বলেন , ঘরের পক্ষে শুভ। তবে সঠিক দিশায় যদি মানিপ্ল্যান্ট না বসানো হয়, তাহলেই ঘটে যায় চরম বিপত্তি। বাড়ির উত্তর ও পূর্ব দিকে মানিপ্ল্যান্ট বসানো ভালো।

কলাগাছ

কলাগাছ

অনেকেই বলেন কলাগাছে মশা হয়। তবে কলাগাছ যে বাড়িতে থাকে, সেখানে অর্থাগম কেউ রুখতে পারে না। এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদদের। বাড়ির সদস্যদের শরীর সুস্থ্য রাখতে কলাগাছ পোঁতা অত্যন্ত ভালো উপায়।

নারকোল গাছ

নারকোল গাছ

নারকোল গাছ বাড়ির পিছনের দিকে থাকা ভালো। বাড়ির সামনে নারকোল গাছ গার্হস্থ্যের সমস্যা ডেকে আনে।

অশোক গাছ

অশোক গাছ

যাবতীয় দুঃখ কষ্ট দূর করতে অশোক গাছ বাড়িতে থাকা ভালো। বাড়ির পাঁচিলের দিকে এই গাছ পোঁতা শুভফল দায়ক।

নিম গাছ

নিম গাছ

বাড়ির মধ্যে কোনও নেতিবাচক ভাবনা, বা হতাশা দানা বাঁধতে শুরু করলেই নিম গাছ পুতেঁ ফেলা ভালো। নিমের হাওয়া বাড়ির পক্ষে অত্যন্ত শুভ বলে জানিয়েছেন বাস্তুশাস্ত্রবিদরা। তবে উত্তর পশ্চিম দিকেই একমাত্র নিম গাছ লাগানো উপকারী, নয়তো উল্টো ফল মিলতে পারে।

কুলগাছ

কুলগাছ

বাড়িতে কুল গাছ রাখা বেশ ভালো, তাতে সারা পরিবারে মধ্যে সখ্যতার ভাবনা বজায় থাকে। বিশেষ করে কুলগাছের ফুল ঘরে নিয়ে রাখাও খুব ভালো। বাস্তুশাস্ত্র বলছে , এতে বাড়ির পরিবেশ খুব ভালো থাকে। উত্তর বা উত্তরপূর্বের কোনও একদিকে এি গাছ পুঁতে ফেলা লাভ দায়ক।

হলুদ জাতীয় ফুল

হলুদ জাতীয় ফুল

বাড়িতে কলকে গাছ বা হলুদ জাতীয় ফুলের গাছ থাকা ভালো বলে দাবি বাস্তুবিদদের। উত্তর ও উত্তরপূর্বের দিকে এই ধরনের কাছ থাকা ভালো।

লিলি

লিলি

যে সমস্ত গৃহস্থে অজাচিতভাবে নানা সমস্যা এসে পড়ছে সেই বাড়িতে লিল ফুল থাকা ভালো। তাই টবে লিলিফুল গাছ রাখা শুভ বলে দাবি বাস্তুকারদের। এতে দাম্পত্য কলহ কমে।

পদ্ম

পদ্ম

অনেকবাড়িতেই দেখা যায় জলাশয় বানিয়ে তাতে পদ্মফুল রাখা রয়েছে। মনে করা হয়, পদ্মেবর দ্বারা মা লক্ষ্মী ধনসম্পতিত নিয়ে সেই গৃহে প্রবেশ করে। তবে পদ্মফুলের গাছ না থাকলেও, পদ্ফুল বাড়িতে এনে বেডরুমে সাদজালেও তা সুখী দাম্পত্য জীবন উপহার দিয়ে থাকে।

ম্যাগনোলিয়া

ম্যাগনোলিয়া

বাড়িতে সদস্যদের মধ্যে স্নেহ, ভালোবাসার অভাববোধ হলে, সাদা ম্যাগনোলিয়া ফুল বেশ কার্যকরী ভূমিকা নেয়। এই গাছ বাড়িতে পুঁতলেও তা সোভাগ্য নিয়ে আসে।

English summary
plants that helps to increase money and luck according to vastu shastra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X