For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কান দেখে মানুষের ব্যক্তিত্ব বোঝা যায়, জানেন আপনি

কান দেখে মানুষের ব্যক্তিত্ব বোঝা যায়, জানেন আপনি

  • |
Google Oneindia Bengali News

প্রত্যেক ব্যক্তির নিজস্ব কিছু ব্যক্তিত্ব থাকে। তা সকলের সঙ্গে কিন্তু মেলে না। সবার সম্পূর্ণ আলাদা ধরনের ব্যক্তিত্ব থাকে, তবে আপনি কী জানেন আপনার কান দেখে বোঝা যাবে আপনার ব্যক্তিত্ব কেমন? যেকোনোও মানুষের কানের আকৃতিও আকার দেখে তার ব্যক্তিত্ব ও আচরণ বোঝা যায়। তাহলে জেনে নিন কীরকম কান হলে সেই মানুষ কেমন ধরনের হবে।

বর্গাকার কান

বর্গাকার কান

যদি কোন জাতক বা জাতিকার কান বর্গাকার হয়, তাহলে তারা খুব বুদ্ধিমান এবং সৃজনশীল হয়ে থাকেন। উইমেন ওয়ার্কিংয়ে উঠে এসেছে, যাদের কান বর্গাকার হয় তারা অত্যন্ত সংবেদনশীল এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে থাকেন। এছাড়াও এই লোকেরা সকলের সান্নিধ্যে থেকে বড় হতে ভালোবাসেন। এরা ভুল মানুষকে কখনই নিজের কাছে আসতে দেন না।

সূক্ষ্ম বা ছোট কান

সূক্ষ্ম বা ছোট কান

সূক্ষ্ম বা ছোট কানযুক্ত ব্যক্তিরা যেকোনও কিছুর গভীরভাবে বিশ্লেষণ করে থাকেন। এরা সকলের খুব ভাল বন্ধু ও মানুষ হয়ে থাকে। এই ধরনের লোকেরা সবকিছু নিখুঁত রাখতে চান। এই কারণে তাদের পক্ষে কোনও সম্পর্ক বজায় রাখা খুব কঠিন হয়ে দাঁড়ায়। ভুল কাজ এরা সহজে করে না। মানুষকে এরা খুব সহজেই আপন করে থাকেন।

 সরু কান

সরু কান


যে সব ব্যক্তি সরু কানযুক্ত হয়ে থাকেন, তারা খুব মেজাজী প্রকৃতির হয়ে থাকেন। এরা কথা বলার আগে সবকিছু নিয়ে চিন্তা করে বলেন। এই ধরনের লোকেরা অন্তর্মুখী এবং ছোট ছোট বিষয়ে জড়াতে পছন্দ করেন না। তবে গুরুতর বিষয়ে খুব সচেতন হন। এই ধরনের লোকেরা ঘন্টার পর ঘন্টা একসঙ্গে জীবন, প্রেম, কেরিয়ার ও যেকোনোও বিষয় নিয়ে কথা বলতে পারে। তাতে এদের কোনও অসুবিধা হয় না। এরা খুব ভালো মনের মানুষ হয়ে থাকেন।

লাঠির মতন কান

লাঠির মতন কান

যে সকল ব্যক্তির কানগুলি লাঠির মতন হয়ে থাকে, তারা বেশ বিচ্ছিন্ন এবং অদ্ভুত ধরনের মানুষ হয়ে থাকেন। তবে এরা সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন। এই লোকেরা সত্যিই কিছু ভাল বন্ধু তৈরি করে, যারা তাদের খুব ভাল বোঝে। তবে, এদের বন্ধুরা এদের মাঝে মধ্যে সমস্যার মধ্যে ফেলে দেয়, যার জন্য অনেক সময় এদের বিপদে পড়তে হয়।

 বৃত্তাকার কান

বৃত্তাকার কান

যে সব ব্যক্তির কান বৃত্তাকার ধরনের, তারা খুব সংবেদনশীল প্রকৃতির মানুষ হয়ে থাকেন। এরা সবাইকে খুব সহজে বিশ্বাস করেন। আর সেই কারবনেই এরা খুব সহজেই ঠকে যান। তবুও এরা কাউকে মনে আঘাত দিয়ে কথা বলতে পারে না।

নীচের দিকে সংযুক্ত কান

নীচের দিকে সংযুক্ত কান

যে সব ব্যক্তির কান নীচের দিক থেকে সংযুক্ত হয়, তারা খুব উদার প্রকৃতির হয়ে থাকে। সেই সঙ্গে অন্যদের সাহায্য করতেও এরা পছন্দ করে থাকেন। এই ধরনের লোকেরা সবসময় শুধু অন্যের সমস্যাই বোঝে না বরং তাদের সমাধানের চেষ্টাও করে। কিন্তু, এই ধরনের মানুষ অন্তর্মুখী হয়। এই কারণে, তিনি প্রায় সময়েই নিজেকে সামাজিক জমায়েত থেকে দূরে রাখেন।

 প্রশস্ত কান

প্রশস্ত কান

যে সকল ব্যক্তির কান খুব প্রশস্ত ধরণের হয়ে থাকে। এই রকম লোকেরা শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে, এরা খুব রাগী প্রকৃতির হয়ে থাকে। রাগ সামলানো খুব কঠিন হয়ে পরে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

বাড়িতে এই সামান্য কিছু বাস্তু উপায় মেনে চললে কখনও হবেনা অর্থের অভাব বাড়িতে এই সামান্য কিছু বাস্তু উপায় মেনে চললে কখনও হবেনা অর্থের অভাব

English summary
personality of a person can be understood by looking at the ears in astrology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X