For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু বিড়ালই নয়, এই প্রাণীরাও রাস্তা কাটলে তা অশুভ, খারাপ কিছু হওয়ার সঙ্কেত দেয়

Google Oneindia Bengali News

বিভিন্ন বিষয়ে নানা রকম সংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। তার মধ্যে অনেক কুসংস্কার, অনেক অন্ধ বিশ্বাসও প্রচসিত আছে। তার মধ্যে একটা হল বিড়ালের রাস্তা কাটা। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, সেই সময় রাস্তা পেরলো একটা বিড়াল। ব্যস, সেই সময় রাস্তা পেরোলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। অনেকে এই অশুভ কাটানোর জন্য রাস্তায় থুতু ফেলে এগিয়ে যায়। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম এই বিশ্বাস অনেক মানুষের মনে গেঁথে আছে। তবে শকুন শাস্ত্রের মতে শুধুমাত্র বিড়াল রাস্তা কাটলেই তা অশুভ হয় না, বরং এরকম আরও পশু রয়েছে, যাদের রাস্তা কাটা বা কোথাও যাওয়ার সময় তাদের রাস্তায় দেখাও খুব অশুভ হয়। এমনকী রাস্তায় এদের সামনে যদি আপনি পড়ে যান তবে মৃত্যুর মুখোমুখির সমান হবে তা।

সাপের রাস্তা কাটা বা রাস্তায় দেখা

সাপের রাস্তা কাটা বা রাস্তায় দেখা

সাপ ভয় পান না এমন মানুষের সংখ্যা খুবই কম। এই ঠাণ্ডা প্রাণীটিকে আমরা সকলেই এড়িয়ে চলি সবসময়। যদিও জ্যোতিষ শাস্ত্রে স্বপ্নে সাপ দেখা শুভ বলে মনে করা হয়। তবে বেড়ালের মতো সাপও যদি আপনার রাস্তা কাটে তবে তা অশুভ। সাধারণত বৃষ্টির দিনে জঙ্গলের রাস্তায় সাপের সামনা সামনি হওয়া খুব সাধারণ ব্যাপার। যদি দেখেন সাপ আপনার বাঁদিক থেকে রাস্তা কেটে ডানদিকে যাচ্ছে তবে শত্রুর দ্বারা আপনার লোকসান হওয়ার সঙ্কেত। এরকম অবস্থায় শত্রুর থেকে সাবধানে থাকুন।

বেজি যদি রাস্তা কাটে

বেজি যদি রাস্তা কাটে

সাপের মতোই বেজিরও রাস্তা কাটা অশুভ বলে মনে করা হয়। এটা আপনার কোনও কাজ বিগড়ে যাওয়ার সঙ্কেত। এমনিতে সকালের সময় বেজির দর্শন করা ভালো বলে মনে করা হয় না।

শূকর যদি রাস্তা কাটে

শূকর যদি রাস্তা কাটে

খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য যাচ্ছেন আর ঠিক সেই সময় শূকর আপনার বাঁ দিক থেকে এসে ডানদিকে চলে গিয়ে রাস্তা কাটল। এটা শকুন শাস্ত্রে খুবই অশুভ বলে মনে করা হয়। এটা যদি হয় তবে আপনার সেই কাজটি সম্পূর্ণ হওয়া খুব কঠিন হবে।

কাক যদি মাথা ছুঁয়ে দেয়

কাক যদি মাথা ছুঁয়ে দেয়

অনেকসময়ই দেখা যায় আপনি বাড়ি থেকে বেরিয়েছেন আর কাক আপনার মাথায় নোংরা কিছু ফেলে দিল, এটাও কিন্তু জ্যোতিষ মতে অশুভ কিছু হওয়ার সঙ্কেত। অন্যদিকে, কোথাও যাওয়ার সময় কাক যদি আপনার মাথা ছুঁয়ে চলে যায় তবে এটা মৃত্যুর মুখোমুখি হওয়ার মতো বিপদের সম্মুখীন হতে পারার সঙ্কেত। এটা কোনও অসুখ হওয়ারও ইঙ্গিত হতে পারে।

গরুর পাল

গরুর পাল

গরুর পাল রাস্তায় ঘোরাঘুরি করা সাধারণ ব্যাপার, কিন্তু কোথাও যাওয়ার সময় হঠাৎ করে গরুর পাল সামনে এলে তা শুভ নয়। বিশেষ করে দীর্ঘ যাত্রায় যাওয়ার সময় এমনটা হলে যাত্রায় নানান সমস্যা হয়।

বিড়ালের রাস্তা কাটা কি অশুভ?

বিড়ালের রাস্তা কাটা কি অশুভ?

জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয়। রাহুর প্রভাবে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। দুর্ঘটনার যোগ আসতে পারে রাহুর প্রভাবে। বৈদিক জ্যোতিষ অনুসারে বিড়াল হল রাহুল বাহন। এই কারণেই বিড়াল পথ কাটলে তা অশুভ বলে মনে করা হয়। কারণ বিড়াল পথ কাটছে মানে সেখানে রাহুর প্রভাব রয়েছে। রাহু যেমন দুর্ঘটনার কারণ হতে পারে, তেমন বিড়াল রাস্তা কাটলে তার জন্য দুর্ঘটনা হতে পারে।

English summary
many animals may cross the road that lead to something bad happen, says in astrology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X