For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন বছরে একাদশীর তিথি কবে জানুন, এই ব্রতের মাহাত্ম্য জেনে নিন এক নজরে

নতুন বছরে একাদশীর তিথি কবে জানুন

Google Oneindia Bengali News

হিন্দু পঞ্চাঙ্গ মতে প্রত্যেক মাসের একাদশ তিথিকে একাদশী বলে। শুক্ল ও কৃষ্ণ পক্ষের মাসে দু’‌টো একাদশী পড়ে। এর পাশাপাশি পূর্ণিমার সময় হওয়া একাদশীকে কৃষ্ণ পক্ষের একাদশী বলা হয়। যেখানে অমাবস্যার পরপরই যে একাদশী পড়ে তাকে শুক্লপক্ষের একাদশী বলা হয়। উভয় পক্ষের একাদশীর বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে। একাদশীকে পুরাণে 'হরি বাসর' নামেও উল্লেখ করা হয়েছে। ২০২২ সালের একাদশী কখন পড়তে চলেছে জেনে নিন।

২০২২ সালে একাদশীর তিথি

জানুয়ারি

জানুয়ারি

১৩ জানুয়ারি, বৃহস্পতিবারঃ পৌষ পুত্রদা একাদশী

২৮ জানুয়াই, শুক্রবারঃ ষটতিলা একাদশী

ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি

১২ ফেব্রুয়ারি, শনিবারঃ জয়া একাদশী

২৭ ফেব্রুয়ারি, রবিবারঃ বিজয়া একাদশী

 মার্চ

মার্চ

১৪ মার্চ, সোমবারঃ আমলকী একাদশী

২৮ মার্চ, সোমবারঃ পাপমোচন একাদশী

 এপ্রিল

এপ্রিল

১২ এপ্রিল, মঙ্গলবারঃ কামদা একাদশী

২৬ এপ্রিল, মঙ্গলবারঃ বরুথিনী একাদশী

মে

মে

১২ মে, মঙ্গলবারঃ মোহিনী একাদশী

২৬ মে, শনিবারঃ অপরা একাদশী

জুন

জুন

১১ জুন, বৃহস্পতিবারঃ নির্জলা একাদশী

২৪ জুন, শুক্রবারঃ যোগিনী একাদশী

 জুলাই

জুলাই

১০ জুলাই, রবিবারঃ দেব শায়ানী একাদশী

২৪ জুলই, রবিবারঃ কামিকা একাদশী

 অগাস্ট

অগাস্ট

৮ অগাস্ট, সোমবারঃ শ্রাবণ পুত্রদা একাদশী

২৩ অগাস্ট, মঙ্গলবারঃ অজা একাদশী

সেপ্টেম্বর

সেপ্টেম্বর

৬ সেপ্টেম্বর, মঙ্গলবারঃ পরিবর্তনী একদশী

২১ সেপ্টেম্বর, বুধবারঃ ইন্দিরা একাদশী

 অক্টোবর

অক্টোবর

৬ অক্টোবর, বৃহস্পতিবারঃ পাপাংকুশ একাদশী

২১ অক্টোবর, শুক্রবারঃ রমা একাদশী

নভেম্বর

নভেম্বর

৪ নভেম্বর, শুক্রবারঃ দেবস্থান একাদশী

২০ নভেম্বর, রবিবারঃ উৎপন্না একাদশী

ডিসেম্বর

ডিসেম্বর

৩ ডিসেম্বর, শনিবারঃ মোক্ষদা একাদশী

১৯ ডিসেম্বর, সোমবারঃ সফলা একাদশী

একাদশী ব্রতের মাহাত্ম্য

একাদশী ব্রতের মাহাত্ম্য

একাদশীর উপবাসকে শাস্ত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বাস করা হয় এই উপবাসের প্রভাবে পিতৃপুরুষরা স্বর্গ লাভ করেন। অন্যদিকে, স্কন্দপুরাণ অনুসারে, এই উপবাসে ব্রতকারীদের ধান, মশলা এবং শাকসবজি খাওয়া উচিত নয়। যাঁরা এই উপবাস পালন করেন তাঁরা দশমীর একদিন আগে থেকেই এই উপবাসের প্রক্রিয়া শুরু করেন। এই দিনে ব্রতকারীরা খুব ভোরে স্নান করেন। একাদশীতে ব্রতকারীরা লবণ ছাড়া তৈরি খাবার খান। এছাড়া এই ব্রতে ভাত খাওয়াও নিষেধ।

English summary
new year 2022 know the date of ekadashi in the new year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X