For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯ নভেম্বরের চন্দ্রগ্রহণে এই রাশির জাতক-জাতিকারা ভুলেও করবেন না এই কাজগুলি! জ্যোতিষ টিপস একনজরে

১৯ নভেম্বরের চন্দ্রগ্রহণে এই রাশির জাতক-জাতিকারা ভুলেও করবেন না এই কাজগুলি! জ্যোতিষ টিপস একনজরে

  • |
Google Oneindia Bengali News

২০২১ সালের শেষ চন্দ্রগ্রহণ আসন্ন । এই বছরে মোট ৪ টি গ্রহণ রয়েছে। বছরের প্রথমের দিকে দুটি পরপর সূর্য ও চন্দ্রগ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তীকালে বছরের শেষভাগে রয়েছে আরও দুটি গ্রহণ। ২০২১ সালে শেষবারের চন্দ্রগ্রহণে বিশেষ যোগ তৈরি হতে চলেছে। আগামী ১৯ নভেম্বর এই যোগ তৈরি হতে চলেছে। সেই দিনই রয়েছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। মনে করা হচ্ছে জ্যোতিষমতের দিক থেকে বছরের শেষ চন্দ্রগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। জ্যোতিষমতে বলা হচ্ছে, এই চন্দ্র গ্রহণের সময়ে একাাধিক রাশির জাতকরা যাতে নিজেকে বিপদের হাত থেকে মুক্ত রাখেন তার জন্য বন্দোবস্ত করা উচিত। এতে সুবিধার পরিমাণ বাড়বে তাঁদের জন্য।

সাবধানতা অবলম্বন

সাবধানতা অবলম্বন

বলা হচ্ছে জ্যোতিষমতে, ২০২১ সালের শেষ চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর খুবই গুরুত্বপূর্ণ। পঞ্জিকা অনুযায়ী বৃষ রাশিতে এই গ্রহণ সম্পন্ন হচ্ছে। এই চন্দ্রগ্রহণ বৃষ রাশিতে সম্পন্ন হওয়ায় এই গ্রহণের সময় বৃষ রাশির জাতক জাতিকাদের উপর বিভিন্ন ধরনের প্রভাব পড়তে চলেছে। জ্যোতিষ গণনা অনুযায়ী ১৯ নভেম্বর বেলা ১১ টা ৩০ মিনিট থেকে পড়ছে গ্রহণ। আর সেই দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সম্পন্ন হচ্ছে গ্রহণের সমস্ত রকমের প্রক্রিয়া।

 চন্দ্রগ্রহণের পর রয়েছে সূর্যগ্রণ

চন্দ্রগ্রহণের পর রয়েছে সূর্যগ্রণ

উল্লেখ্য, ২০২১ সালের শেষ চন্দ্রগ্রহণের পর রয়েছে সূর্যগ্রহণ। ২০২১ সালে ১৯ নভেম্বর চন্দ্রগ্রহণ শুরু ও সম্পন্ন হবে। এরপর ৪ ডিসেম্বর রয়েছে সূর্যগ্রহণ। বছরের তৃতীয় গ্রহণের পর বছরের চতুর্থ গ্রহণের অপেক্ষা সেদিন থেকেই শুরু হয়ে যাবে। পঞ্জিকা অনুসারে সূর্যগ্রহণ ৪ ডিসেম্বর সম্পন্ন হলেও তার প্রভাব জ্যোতিষ মতে কোন রাশির ওপর কেমনভাব পড়বে তা নিয়ে রয়েছে জল্পনা। এদিকে, মনে করা হচ্ছে যে, চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বরের সময় সম্পন্ন হলেও সেই সময় একাধিক রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। কোন কোন রাশির জাতকদের কী কী করতে হবে, তা দেখে নেওয়া যাক।

কর্কট

কর্কট

চন্দ্র গ্রহণকে কেন্দ্র করে কর্কট রাশিরর জাতক জাতিকাদের চাকরি এবং শিক্ষার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। চাকরির ক্ষেত্রে একটু সতর্কভাব চলাই শ্রেয় বলে মনে করা হচ্ছে। ১৯ নভেম্বর চন্দ্রগ্রহণের দিন এই দিন হনুমান চালিসা পাঠ করলে বহু খারা ফল কেটে যেতে পারে। এমন এক সময়ে ক্রোধ এবং আহংকার থেকে দূরে থেকে নিজেকে বিপদ থেকে রক্ষা করুন।

ধনু

ধনু

এই রাশির জাতক জাতিকারা যাতে চন্দ্রগ্রহণের সময় নিজের আর্থিক পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকতে পারেন,তার বার্তা দিচ্ছেন জ্যোতিষবিদরা। ধনু রাশির এই চন্দ্রগ্রহণের কু প্রভাব পড়তে পারে। এমনই মত জ্যোতিষবিদদের। ফলে অর্থ যেকোনও জায়গায় খরচ করার আগে ভাবনা চিন্তা করে তবেই তা খরচ করা উচিত বলে মনে করছেন অনেকেই। এছাড়াও দাম্পত্য জীবনেও যাতে সুখ আসে সেদিকে নজর দেওয়ার বার্তা দিচ্ছেন জাতক জাতিকারা।

দিওয়ালির সময় করুন ধন-প্রাপ্তির এই টোটকাগুলি, মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকবেদিওয়ালির সময় করুন ধন-প্রাপ্তির এই টোটকাগুলি, মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকবে

কুম্ভ

কুম্ভ

১৯ নভেম্বরের আশপাশের সময়ে কোনও মতেই কোনও কাজে বেশি সময় নষ্ট না করা ভালো। তবে তাড়াহুড়ো করে কোনও কাজ না করে ধীরে সুস্থে এগিয়ে গিয়ে কাজ করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা। এছাড়াও সম্পর্কগুলিকে আরও বেশি মান্যতা দিয়ে সেই সম্পর্কে যাতে চ্যূতি না আসে তার দিকে নজর দেওয়ার বার্তা দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা। কোনও বড় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তা নিয়ে যাচাই করে নিয়ে তবেই সিদ্ধান্ত নেওয়ার বার্তা দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এছাড়াও যেহেতেু বৃষ রাশিতে এই যোগ পড়ছে তাই বষ্ রাশির জাতক জাতিকাদের সাবধান হওয়ার বার্তা দিচ্ছেন জ্যোতিষবিদরা। তাঁদের মতে, বৃষ রাশির জাতকরা সম্ভব হলে ভ্রমণ এড়িয়ে চলতে পারেন এই রাশির জাতকরা। এতে দুর্ঘটনার সম্ভাবনাা প্রবল। এর বাইরে, যেকোনো ধরনের বিতর্ক, অযথা অর্থ টাকা ব্যয় করা থেকে বিরত থাকা উচিত। সবমিলিয়ে এই সময় সামগ্রিকভাবে ধৈর্য এবং শান্তভাবে কাজ করুন। নয়তো বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Chandra Grahan 2021 astrology: These four zodiacs to face ill effect.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X