For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা থেকে লোকসভা ভোটে কি ৪২ -এ ৪২ আসন পাবেই তৃণমূল! জ্যোতিষ গণনা কী বলছে

পঞ্চম দফার ভোটগ্রহণ শেষ। এবার গোটা দেশ এগিয়ে চলেছে ষষ্ঠ দফার ভোটগ্রহণের দিকে, আর সেদিকে যতই পা বাড়ানো হচ্ছে, ততই আগ্রহ ক্রমেই বাড়ছে দেশ জুড়ে।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চম দফার ভোটগ্রহণ শেষ। এবার গোটা দেশ এগিয়ে চলেছে ষষ্ঠ দফার ভোটগ্রহণের দিকে, আর সেদিকে যতই পা বাড়ানো হচ্ছে, ততই আগ্রহ ক্রমেই বাড়ছে দেশ জুড়ে। সকলের মনেই একটা প্রশ্ন, প্রধানমন্ত্রীর মসনদে এবার কে? বিভিন্ন রাজনৈতিক দলের সমীকরণের পাশাপাশি, এবার বাংলায় তৃণমূল কংগ্রেসকে নিয়েও চলছে ব্যাপক আলোচনা। প্রথম কিস্তির পর আজ একনজের দেখে নেওয়া যাক তৃণমূল কংগ্রেসের ভাগ্য গণনা ঘিরে কী বলছে জ্যোতিষশাস্ত্র।

আসন নিয়ে কী হতে পারে?

আসন নিয়ে কী হতে পারে?

তৃণমূল কংগ্রেসের ২০১৪ সালে যেমন আসন সংখ্যা ছিল, তেমন আসন সংখ্যা ২০১৯ সালে লোকসভা নির্বাচনে থাকবে কি না , তা নিয়ে খানিকটা প্রশ্ন সকলের মনেই। জ্যোতিষবিদরা বলছেন, নিজের আসন ধরে রাখতে সমস্যায় পড়তে পারে তৃণমূল। কারণ তৃণমূলের কোষ্ঠীতে পড়তে চলেছে শনির প্রভাব। এমনই দাবি জ্যোতিষশাস্ত্রবিদদের।

কিভাবে গণনা করা হয়েছে ?

কিভাবে গণনা করা হয়েছে ?

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনটি ধরে তার ক্ষণ ধরে চলেছে গণনা। জ্যোতিষবিদের তৃণমূলের কোষ্ঠীতে দেখা যাচ্ছে, রবির ওপর প্রভাব ফেলছে কেতু ও শনি। ফলে তৃণমূলের জন্য বিভিন্ন দফার ভোট গ্রহণে বিভিন্ন রকমের প্রভাব দেখা যাবে।

সমস্যা হয়ে উঠতে পারে কোন বিষয়?

সমস্যা হয়ে উঠতে পারে কোন বিষয়?

জ্যোতিষশাস্ত্রের গণনা বলছে, তৃণমূল কংগ্রেস এবার গোষ্ঠীদ্বন্দ্বের ফলে সমস্যায় পড়তে পারে। যা ভোটের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। ফলে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই সমস্যা তৃণমূলের জন্য বেশ খানিকটা আশঙ্কার মেঘ ডেকে আনছে।

[আরও পড়ুন:মেদিনীপুরের গড় দখলে দিলীপ নাকি মানস, ভোটে কার পাল্লা ভারী! কী উত্তর দিচ্ছে শাস্ত্রের গণনা][আরও পড়ুন:মেদিনীপুরের গড় দখলে দিলীপ নাকি মানস, ভোটে কার পাল্লা ভারী! কী উত্তর দিচ্ছে শাস্ত্রের গণনা]

সবশেষে

সবশেষে

জ্যোতিষ শাস্ত্র মতে জনসংযোগের জায়গা আরও জোরালো করতে পারলে, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ২০১৯ নির্বাচনে খানিকটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে আসন ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে তৃণমূলের জন্য।

[আরও পড়ুন:২০১৯ লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসন থেকে অর্জুন-দীনেশের লড়াইয়ে এগিয়ে কে! জ্যোতিষশাস্ত্র কী বলছে][আরও পড়ুন:২০১৯ লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসন থেকে অর্জুন-দীনেশের লড়াইয়ে এগিয়ে কে! জ্যোতিষশাস্ত্র কী বলছে]

English summary
Loksabha Vote Prediction 2019, what is the future of TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X