For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোওয়ার ধরন দেখে বোঝা যায় সেই মানুষটি কেমন, জানেন

শোওয়ার ধরন দেখে বোঝা যায় সেই মানুষটি কেমন, জানেন

  • |
Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্রে ব্যক্তির স্বভাব, অভ্যাস আচার-আচরণ, ব্যক্তিত্ব সবই আলাদা ধরনের হয়ে থাকে। আর এর থেকে কিন্তু তাদের স্বভাব অনেকটাই বোঝা যায়। প্রতি ব্যক্তির একটি নিজস্ব গুণ থাকে যা অন্যদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় না। যেমন প্রত্যেকের ঘুমের স্টাইল কিন্তু আলাদা ধরনের হয়। এর থেকে বোঝা যায় সেই ব্যক্তির ভবিষ্যত, প্রকৃতি সম্পর্কে। তাহলে জেনে নিন কোন মানুষ কেমন ভাবে ঘুমালে তার ভবিষ্যৎ ও প্রকৃতি ঠিক কেমন হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে একজন ব্যক্তির ঘুমের ধরন, তার প্রকৃতি ভবিষ্যৎ ও আচরণ সম্পর্কে অনেক ইঙ্গিত দেয়। এতে বোঝা যায় সেই মানুষের স্বভাব কেমন হবে।


একপাশ হয়ে ঘুমানো

একপাশ হয়ে ঘুমানো

কেউ যদি এক পাশ হয়ে ঘুমায় সেই মানুষগুলো আত্মবিশ্বাসে ভরপুর হয়। এই ধরনের ব্যক্তিরা সর্বদা তার কাজ লুকিয়ে রাখে। কাজ শেষ হবার তবেই সেটি কারো কাছে প্রকাশ করে। তারা জীবনে সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকেন।

শরীর ঢেকে ঘুমানো

শরীর ঢেকে ঘুমানো

শরীর ঢেকে ঘুমানো লোকেদের বিশ্বাস করা যায়। তারা জীবনে অনেক সংগ্রাম করে। সবচেয়ে ভালো দিক হলো এই ধরনের লোকেরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলার করার ক্ষমতা রাখেন। আর একটু লাজুক প্রকৃতির হয়। শরীর ঢেকে রাখতে একটু বেশি পছন্দ করেন। তবে এরা খুব সৎ চরিত্রবান হয়ে থাকেন।

পেছনে হাত রেখে ঘুমানো

পেছনে হাত রেখে ঘুমানো

যে ব্যক্তি রাতে মাথার পেছনে হাত রেখে ঘুমান, এমন ব্যক্তির মধ্যে কিছু তথ্য জানার ইচ্ছা থাকে। তারা তাদের পরিবারকে খুব ভালবাসেন। তবে এরা খুব কৌতুহলী প্রকৃতির হয়ে থাকে।

 পিঠের ওপর ভর দিয়ে ঘুমানো

পিঠের ওপর ভর দিয়ে ঘুমানো

অনেকেই রাতে ঘুমানোর সময় পিঠের ওপর ভর দিয়ে ঘুমান। উভয় দিকে পা ছড়িয়ে রাখেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ধরনের লোকেরা খুব স্বাধীনচেতা হয়ে থাকেন। স্বাধীনতার সঙ্গে জীবন যাপন করে থাকেন। তবে জীবনে সব কাজেই উন্নতি লাভ করেন। তাছাড়া পিঠের ওপর ঘুমানোর সময় পা ফাক করে রাখেন। এই মানুষগুলো খুব স্বার্থপর হয়। এরা অপরের ভালো সহ্য করতে পারে না।

 মৃতের মত ঘুমানো

মৃতের মত ঘুমানো

জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয়, কিছু মানুষ ঘুমানোর সময় মৃতের মতন ঘুমান এটা বিশ্বাস করা হয় এই লোকেরা সাধারণত নিজেরাই তাদের সমস্যার সমাধান করে নেন। এই ধরনের মানুষ আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তবে এরা জীবনে যে কাজে হাত দেন সেই কাজেই সফলতা পান।

দৌড়ের ভঙ্গিমায় ঘুমানো

দৌড়ের ভঙ্গিমায় ঘুমানো

যারা রাতে দৌড়ের ভঙ্গিমায় ঘুমান, বিশ্বাস করা হয় যে রকম উচ্চবিলাসী এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করে। জীবনে এরা অনেক দূর পর্যন্ত এগোতে পারেন।

 নিজেকে গুটিয়ে ঘুমানো

নিজেকে গুটিয়ে ঘুমানো

রাতে ঘুমানোর সময় অনেকেই নিজেকে গুটিয়ে ঘুমান, যারা এভাবে ঘুমান বাস্তব জীবনে তারা খুব ভীতু প্রকৃতির হন। এরা অচেনা কারো সঙ্গে কথা বলতে ভয় পায়। জীবনে সব কাজ করার আগে বারবার ভেবেচিন্তে তবেই এরা পদক্ষেপ ফেলেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

যে স্বপ্নগুলি মানুষ সবচেয়ে বেশি দেখে সেগুলির আসল অর্থ কী? জেনে নিনযে স্বপ্নগুলি মানুষ সবচেয়ে বেশি দেখে সেগুলির আসল অর্থ কী? জেনে নিন

English summary
let us know how a persons nature is by sleeping in which style in astrology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X