For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চৈত্র মাসে কীভাবে পালন করবেন লক্ষ্মী পঞ্চমী ব্রত জেনে নিন

Google Oneindia Bengali News

‌চৈত্র শুক্ল পঞ্চমীতে লক্ষ্মী পঞ্চমী রূপ পালন করা হয়। এর পাশাপাশি এইদিন লক্ষ্মী পঞ্চমী ব্রত রাখা হয়। মানা হয় যে এই ব্রত রাখলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার ওপর থাকবে। এর সঙ্গে বাড়িতে ধন–বৈভব ও সুখ–সমৃদ্ধি আসে। শাস্ত্র মতে এইদিন মা লক্ষ্মীর উপাসনা করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই বছর লক্ষ্মী পঞ্চমী ৬ এপ্রিল অর্থাৎ বুধবার পালন করা হবে। আসুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর উপাসনা কীভাবে করবেন।

লক্ষ্মী পঞ্চমী পুজোর বিধি

লক্ষ্মী পঞ্চমী পুজোর বিধি

এই দিনে স্নানের পর পরিস্কার কাপড় পরিধান করুন এবং দেবী লক্ষ্মীর পুজো করুন। পুজোর সময় মাকে শস্য, হলুদ ও গুড় নিবেদন করুন। এই দিনে বাড়িতে শ্রী যন্ত্র প্রতিষ্ঠা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই যন্ত্র স্থাপনের পর শ্রীসুক্ত ও পদ্ম ফুলের মন্ত্র দিয়ে যজ্ঞ করুন। যজ্ঞের পর মাকে সাজসজ্জার সামগ্রী নিবেদন করুন। এর পরে, দেবী লক্ষ্মীকে লাল ফুল এবং ভগবান বিষ্ণুকে হলুদ রঙের কাপড় অর্পণ করুন। এছাড়াও এই দিনে দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করা উচিত।

লক্ষ্মী পঞ্চমী মন্ত্র

লক্ষ্মী পঞ্চমী মন্ত্র

লক্ষ্মী বীজ মন্ত্র:‌ ওম হ্রীম শ্রী লক্ষ্মীভয়ো নমঃ

মহা লক্ষ্মী মন্ত্র: ওম শ্রী হ্রীম শ্রী কমলে কমলায়ে প্রসিদ প্রসিদ ওম শ্রী হ্রীম শ্রী মহালক্ষ্মায়ায় নমঃ:‌

ওম লক্ষ্মী গায়ত্রী মন্ত্র: ওম শ্রী মহালক্ষ্ম্যাই চ বিদ্মহে বিষ্ণু পত্ন্যাই চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াত্‌

এইদিন দান করুন

এইদিন দান করুন

শাস্ত্র মতে লক্ষ্মী পঞ্চমীর দিনে দান করতে হবে। এছাড়াও এই দিনে গরুকে খাওয়ান, কারণ এই দিনে গরুকে খাওয়ালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

English summary
‌Find out when Lakshmi Panchami vrat and what is the puja vidhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X