For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন্মাষ্টমীর তিথি কতক্ষণ থাকছে! পূজার সময় নিয়ে কয়েকটি তথ্য

দেশ জুড়ে আজ পালিত হচ্ছে জন্মাষ্টমীর পূজা। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে এদিন উৎসবের চেহারা নিয়েছে মথুরা থেকে দ্বারকা, মায়াপুর।

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে আজ পালিত হচ্ছে জন্মাষ্টমীর পূজা। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে এদিন উৎসবের চেহারা নিয়েছে মথুরা থেকে দ্বারকা, মায়াপুর। ঘরে ঘরে পালিত হচ্ছে পূজা। তবে ২০১৮ সালে জন্মাষ্টমী পূজার তিথি নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে। দেখে নেওয়া যাক এদিন পূজা ও তিথি সম্পর্কীয় কিছু তথ্য।

জন্মাষ্টমীর দিন চটজলদি এইভাবে ঘর সাজিয়ে নিন বাস্তু মতে, মিলবে সমৃদ্ধিজন্মাষ্টমীর দিন চটজলদি এইভাবে ঘর সাজিয়ে নিন বাস্তু মতে, মিলবে সমৃদ্ধি

দু'দিনের তিথি

দু'দিনের তিথি


এবছর দু'দিন ধরে পালিত হতে চলেছে জন্মাষ্টমী। ২ রা সেপ্টম্বর রাত ৮:৪৮ মিনিট পর্যন্ত থাকছে সপ্তমী তিথি। তারপরই শুরু হচ্ছে অষ্টমী তিথিয যা ৩ রা সেপ্টেম্বর সন্ধ্যে ৭ টা ২০ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।

পূজার মুহূর্ত

পূজার মুহূর্ত

তিথি ও শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমীর দিন রাত ১১:৫৭ মিনিট থেকে ১২:৪৮ মিনিট পর্যন্ত রয়েছে পূজার শুভ মুহূর্ত। ৩ রা সেপ্টেম্বর রয়েছে নিশীথকালের পূজার তিথি।

দহি হান্ডি

দহি হান্ডি

দেশের বহু জায়গাতেই জন্মাষ্টমী উপলক্ষ্যে দহি-হান্ডির আয়োজন করা হয়। এবছর দহি-হান্ডি আয়োজিত হতে চলেছে ৩ রা সেপ্টেম্বর।

পূজার বিধি

পূজার বিধি

কৃষ্ণা জন্মাষ্টমী উপলক্ষ্য়ে গোটা দিন একজন ভক্ত উপবাস রেখে, তারপর পূজা অর্পণ করেন। কৃষ্ণকে চন্দন, মধু, দুধে স্নান করিয়ে শুরু হয় কৃষ্ণা জন্মাষ্টমীর পূজা।

English summary
Know how long janmashtami tithi will exist, here is the puje timing details.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X