For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মা দূর্গা এবার কিসে চড়ে আসছেন, দেবীর 'গমন'ই বা কিসে! শাস্ত্রমতে জানুন এর ফলাফল

এই অপেক্ষা চিরন্তন, এই অপেক্ষা সারা বছরের। বছরের শুরুতে যেকোনও বাঙালি পরিবারে ক্যালেন্ডার আসা মানেই, একনজরে চোখ বুলিয়ে নেওয়া... কবে দূর্গা পুজো!

  • |
Google Oneindia Bengali News

এই অপেক্ষা চিরন্তন, এই অপেক্ষা সারা বছরের। বছরের শুরুতে যেকোনও বাঙালি পরিবারে ক্যালেন্ডার আসা মানেই, একনজরে চোখ বুলিয়ে নেওয়া... কবে দূর্গা পুজো! দূর্গাপুজোর দিনক্ষণ দেখা হতেই অপেক্ষা শুরু হয়ে যায় বাঙালির মহাপার্বনের । অপেক্ষাকে আরও যেন উস্কে দেয় মহালয়া। কাশ , শিউলি একসঙ্গে জানান দিতে থাকে.. মা আসছেন। শাস্ত্র মতে প্রতি বছরই মা কোনও না কোনও বাহনে চড়ে আসেন। যার কিছু ফলাফল থাকে বলে মনে করা হয়। এবছরে সেই ফলাফল কী দেখে নেওয়া যাক।

মায়ের আগমন

মায়ের আগমন

২০১৮ সালের দূর্গা পুজোয় এবার মহা সপ্তমী পড়েছে ১৬ অক্টোবর, অর্থাৎ ২৯ শে আশ্বিন। পঞ্জিকা মতে সেদিন দেবীর আগমন হচ্ছে 'ঘোটক'-এ। অর্থাৎ এবছর দেবী আসছেন ঘোড়ায়। পঞ্জিকা মতে এর ফল 'ছত্রভঙ্গ'। শাস্ত্রজ্ঞরা বলছেন, ঘোড়ায় আগমন সেভাবে শুভ বলে মনে করা হয় না, তাই দুর্যোগের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।

[আরও পড়ুন:২০১৯-এর মার্চ পর্যন্ত কেমন কাটবে আপনার সময়! আসন্ন গ্রহের পরিবর্তন প্রভাব ফেলছে রাশিফলে][আরও পড়ুন:২০১৯-এর মার্চ পর্যন্ত কেমন কাটবে আপনার সময়! আসন্ন গ্রহের পরিবর্তন প্রভাব ফেলছে রাশিফলে]

মহালয়া

মহালয়া

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়ার স্তোত্রপাঠ না শুনে বাঙালির মহালয়ার দিন কিছুতেই শুরু হয় না। এবছর এই দিনটি পড়েছে ৯ অক্টোবর। কার্যত এদিন থেকেই বাঙালির সবচেয়ে বড় কাউন্টডাউন-এর শেষ পর্ব চালু হবে!

[আরও পড়ুন:অর্থ সঞ্চয় বাড়াতে 'মানি প্ল্যান্ট' বাড়ির কোন দিকে রাখবেন! জেনে নিন][আরও পড়ুন:অর্থ সঞ্চয় বাড়াতে 'মানি প্ল্যান্ট' বাড়ির কোন দিকে রাখবেন! জেনে নিন]

 পূজার তারিখ ও দিন

পূজার তারিখ ও দিন

২০১৮ সালে দূর্গা পূজা পড়েছে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত। রবিবার ১৪ অক্টোবর মহাপঞ্চমী,সোমবার ১৫ অক্টোবর মহাষষ্ঠী, মহ্গলবার ১৬ অক্টোবর মহাসপ্তমী, মহাঅষ্টমী পড়েছে ১৭ অক্টোবর বুধবার, মহা নবমী পড়ছে বৃহস্পতিবার ১৮ অক্টোবর, দশমী পড়ছে ১৯ অক্টোবর।

[আরও পড়ুন:গর্ভধারণ নিয়ে সমস্যা কাটাতে সোনার গয়না পরুন এভাবে, কয়েকটি টিপস][আরও পড়ুন:গর্ভধারণ নিয়ে সমস্যা কাটাতে সোনার গয়না পরুন এভাবে, কয়েকটি টিপস]

 মায়ের গমন

মায়ের গমন

দশমীর দিন এবার মা দূর্গার গমন হচ্ছে দোলায়। শাস্ত্র মতে এমনই জানানো হচ্ছে। পঞ্জিকা অনুযায়ী এভাবে গমনের ফল 'মড়ক'। মনে করা হচ্ছে মায়ের দোলায় গমনও খুব একটা সুখকর নয়। এর ফলাফল বেশ নেতিবাচক।

English summary
Know Durga puja 2018 nirghanto,with horse the godess is arriving.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X