For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ির এই দিকে সব সাদা জিনিস রাখুন, সন্তানের উন্নতি হবে

বাড়ির এই দিকে সব সাদা জিনিস রাখুন, সন্তানের উন্নতি হবে

Google Oneindia Bengali News

সন্তানদের নিয়ে চিন্তা কম–বেশি সব মা–বাবাই করে থাকেন। বিশেষ করে যতদিন না তাঁরা নিজেরা সাবলম্বী হয়ে উঠছেন ততদিন তো বটেই। সন্তানদের ওপর কোনও বাধা–বিঘ্ন যাতে না আসে তার জন্য বাড়ির বাস্তু ঠিক রাখা অত্যন্ত জরুরি। যে বাড়ি বাস্তুদোষ থেকে মুক্ত সেই বাড়ির সুখ–সমৃদ্ধি বৃদ্ধি কেউ আটকাতে পারে না। তবে বাড়ির মধ্যে বাস্তুদোষ থাকলে জীবন খুবই বেদনাদায়ক হয়ে ওঠে। আর কোনও সমস্যা যদি সন্তানের ওপর আসে তবে মা–বাবার চিন্তা আরো বেড়ে যায়। তাই বাড়িতে বাস্তুদোষ রয়েছে কিনা সবার প্রথম দেখা উচিত।

বাড়ির এই দিকে সব সাদা জিনিস রাখুন, সন্তানের উন্নতি হবে

তবে বাড়ির প্রত্যেক কোণের বাস্তুদোষের ফল ভিন্ন। যেমন উত্তর-পূর্ব কোণ থেকে সন্তানের বিচার করা হয়। যদি বাড়ির উত্তর-পূর্ব কোণে কোনও রকম বাস্তুদোষ থাকে তা হলে সন্তানদের ওপর নানা সমস্যা আসতে থাকে। তাই বাড়ির উত্তর–পূর্ব দিকে কিছু বদল নিয়ে আসলে তার বাস্তু সঠিক থাকবে। মনে রাখবেন বাড়ির বাস্তু ঠিক করার জন্য পুরো বাড়ি ভাঙচুর করার কোনও প্রয়োজন নেই। ছোটখাটো কয়েকটি অদল বদল করেই বাস্তুসজ্জায় পরিবর্তন আনা যেতে পারে ।

‌উত্তর–পূর্ব দিকের বাস্তু কি হওয়া উচিত

‌১)‌ যেহেতু এই দিকের রঙ হল সাদা, তাই উত্তর-পূর্ব দিকে দেওয়ালে সাদা রং করুন

এইদিকে জানলা থাকলে পর্দার রং অবশ্যই সাদা রঙের হওয়া উচিত।

২)‌ বাড়ির উত্তর-পূর্ব দিকে বিছানা বা সোফাসেট থাকলে সেখানে সাদা রঙের চাদর পাতুন। আপনার কোনও সাদা রঙের শোপিস থাকলে সেটি উত্তর-পূর্বের দেওয়ালে ঝোলাতে পারেন

৩)‌ উত্তর–পূর্ব দিকের টবে মাটি রেখে তাতে সাদা ফুলের গাছ লাগাতে পারেন।

৪)‌ এই দিকের দেওয়ালে সাদা রঙের কোনও ছবি লাগানো যেতে পারে

৫)‌ মোদ্দা কথা, উত্তর পূর্ব দিকের সমস্ত কিছুই হতে হবে সাদা রঙের। এর ফলে সন্তানের জীবন সুখকর ও সমৃদ্ধিপূর্ণ হবে।

English summary
Put white things on the north-east side of the house for the betterment of the child
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X