For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করবা চৌথ ২০২০-এর তারিখ চাঁদ ওঠার সময়, ক্ষণ একনজরে

করবা চৌথ ২০২০-এর তারিখ চাঁদ ওঠার সময়, ক্ষণ একনজরে

  • |
Google Oneindia Bengali News

দুটি মনের মেলবন্ধনেই একটি বিয়ের স্বার্থকতা। তাই আত্মাকে একজোট করে বিয়ে। দাম্পত্য জীবনে আরও সুখভোগের জন্য শাস্ত্র মতে একাধিক বিধি পালিত হয়। আর সেরকমই একটি বিধি করবা চৌথ। ২০২০ সালের করবা চৌথের সময়, ক্ষণ , তালিখ একনজরে জানা যাক।

২০২০ করবা চৌথ

২০২০ করবা চৌথ

কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পড়ছে করবা চৌথ।মহিলারা এই দিনে উপবাস করে ব্রত পালন করেন। ঠিক চন্দ্রোদয়ের সময়ে তাঁরা জলগ্রহণ করেন। সাধারণত উত্তরভারতে এই পরম্পরা রয়েছে। ২০২০ সালের করবা চৌথ রাত পোহালেই শুরু হবে। ৪ নভেম্বর এবার করবা চৌথ পড়েছে। তাই চন্দ্রোদয়ের সময় একনজরে জেনে নেওয়া যাক।

 করবা চৌথে চন্দ্রোদয় ক'টায় হবে?

করবা চৌথে চন্দ্রোদয় ক'টায় হবে?

৪ নভেম্বর চন্দ্রোদয় হবে রাত ৯:১৯ মিনিটে। চতুর্থী তিথি শুরু হবে ৩ নভেম্বর মধ্যরাত পার করে ১২:৪৫ মিনিটে, আর শেষ হবে ৪ নভেম্বর মধ্যরাত পার করে ২:৪৪ মিনিটে।

 করবা চৌথের উপোস

করবা চৌথের উপোস

করবা চৌথে উপবাসের সময় ১৫ ঘণ্টা ৫১ মিনিট। ৪ নভেম্বর ভোর ৫:২৮ মিনিট থেকে রাত ৯:১৯ মিনিট পর্যন্ত তা থাকবে। অন্যদিকে, পুজোর সময় শুরু হবে সন্ধ্যে ৬:১৩ মিনিট থেকে সন্ধ্যে ৭:১২ মিনিট পর্যন্ত।

করবা চৌথ কেন পালিত হয়?

করবা চৌথ কেন পালিত হয়?

মূলত, সুখী দাম্পত্য পালনের জন্য করবা চৌথ পালন করা হয়। এমদিনে, করবা মাতার প্রতি ব্রত রাখা হয়। পুজো করা হয় গণেশ ও কার্তিকের। তারপর পালিত হয় ব্রত।

দক্ষিণের নামচিতে যেন সিকিমের সংস্কৃতির ধারক ও বাহকদক্ষিণের নামচিতে যেন সিকিমের সংস্কৃতির ধারক ও বাহক

English summary
Karwa Chauth 2020, date , time, moonrise timing details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X