For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্থিক দিকে উন্নতি করতে মহা শিবরাত্রির দিন করুন এই প্রতিকারগুলি

হিন্দুদের কাছে অত্যন্ত শুভ মহা শিবরাত্রি, এই দিন শিবের দিন বলে মনে করা হয়। যে সকল ব্যক্তি এই দিনে ভোলেবাবার পুজো করে থাকেন তাদের আর্থিক দিকে খুব উন্নতি হয়। এদিন শিব ঠাকুরকে শমী ও বেল ফুল নিবেদন করা অত্যন্ত শুভ।

  • |
Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্রে মহাশিবরাত্রির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন দেবতা শিবের দিন বলে মনে করা হয়। কথিত আছে, মহাদেব ও মা পার্বতীর বিয়ে হয়েছিল মহাশিবরাত্রি দিন। তারপর থেকে এই দিনটি খুব বিশেষ বলে মনে করা হয়, যে সকল নারীরা দেবতার পুজো দিয়ে থাকেন তারা স্বামী সন্তান নিয়ে খুব ভালোই সংসার করতে পারেন। তাদের জীবনে কখনোও সাফল্য আসবে। আর্থিক অবনতিও থাকে না।

কবে পালিত হবে মহা শিবরাত্রি

কবে পালিত হবে মহা শিবরাত্রি

প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে এই মহা শিবরাত্রি উৎসব পালিত হয়। চলতি বছরে শিবরাত্রি পড়েছে ১৮ ফেব্রুয়ারি। এই দিনটি খুব বিশেষ, কারণ এই দিন শনিপ্রদোষ ব্রত পালন করা হবে। শিবরাত্রির দিন এমন কিছু কাজ আছে যেগুলো মেনে চললে শিব এবং পার্বতী দুজনেই খুব খুশি হন। সেইসঙ্গে আপনাদের জীবনেও সাফল্য আসবে, জেনে নিন কোন কোন কাজ করলে দেবতারা খুশি হন।

 শিব ঠাকুরকে খুশি করতে কী করবেন

শিব ঠাকুরকে খুশি করতে কী করবেন

মহা শিবরাত্রির দিন শিব ঠাকুরের পুজো করার সময় অবশ্যই মনে রাখবেন তাকে জল আগে দিয়ে তারপর তার মাথায় সামান্য কালো তিল নিবেদন করবেন। যদি সেটি না করেন তাহলে কালো তিল আর জল মিশিয়েও তাকে স্নান করাতে পারেন। তবে এই তিল জলে স্নান করানোর সময় অবশ্যই শিব মন্ত্র জপ করবেন, এতে ভগবান শিব খুব তাড়াতাড়ি খুশি হন এবং আপনার মনের সমস্ত ইচ্ছা সে পূরণ করবেন।

চলতি বছরে মহা শিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে

চলতি বছরে মহা শিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে

এদিন শিব ঠাকুরকে খুশি করলে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। বলা হয় ভোলেবাবার পুজো করার সময় দই দিয়ে ভোলেবাবার রুদ্রাভিষেক করার বিশেষ রীতি রয়েছে। যে ব্যক্তি এটি করে থাকেন তার সম্পদ এবং আর্থিক দিকে যথেষ্ট উন্নতি হয়। শনিবার এই পুজো পড়ার কারণে এই দিন অত্যন্ত বিশেষ। তাই এই দিন শিব চল্লিশা এবং হনুমান চাল্লিশা পাঠ করলে আপনার জীবনের সকল মনোবাসনা পূর্ণ হবে এবং আপনি সাফলতা অর্জন করতে পারবেন।

শিবরাত্রিতে কোন কোন ফুল দেবতাকে নিবেদন করা শুভ

শিবরাত্রিতে কোন কোন ফুল দেবতাকে নিবেদন করা শুভ

মহা শিবরাত্রির দিন অনেকেই শিবলিঙ্গে চম্পা বা কেতোকী ফুল নিবেদন করে থাকেন, তবে এই ভুল মোটেও শুভ নয় বলে মনে করা হয় না। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এই দিন ভগবানকে শমী, বেল ফুল দিয়ে পুজো করা খুব শুভ। এটি শিব ঠাকুরের খুব পছন্দের ফুল, খুব বিশেষ গুরুত্ব রয়েছে। এটি নিবেদন করতে পারেন ভোলে বাবাকে। না হলে মধু ও বেল পাতা নিবেদন করতে পারেন।

 কোন মন্ত্র জপ করলে জীবনে সাফল্য আসে

কোন মন্ত্র জপ করলে জীবনে সাফল্য আসে

মহা শিবরাত্রির দিন যদি আপনি শিব ঠাকুরকে খুশি করতে চান তাহলে শিবের মন্ত্র জপ করুন, এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ১০৮ বার শিব ঠাকুরের মন্ত্র জপ করলে আপনার জীবনে সাফল্য আসবে। সেই সঙ্গে 'ওম নমঃ শিবায়' মন্ত্র জপ করলে করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Jupiter Effect: এপ্রিলেই ঘর পরিবর্তন করবে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় ভাগ্য ফিরবে কাদের? Jupiter Effect: এপ্রিলেই ঘর পরিবর্তন করবে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় ভাগ্য ফিরবে কাদের?

English summary
in astrology which tips to follow on maha shivratri day to bring success in life do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X