For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঘ পূর্ণিমায় তৈরি হচ্ছে বিরল যোগ, জানুন স্নানের শুভ সময় সম্পর্কে

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ মাঘ পূর্ণিমা পড়েছে।

  • |
Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্রে মাঘ পূর্ণিমা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রত্যেক বছরই আড়ম্বরের সঙ্গে হিন্দুরা পালন করেন এই পূর্ণিমা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ মাঘ পূর্ণিমা পড়েছে। এই পূর্ণিমা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে এই বছর মাঘ পূর্ণিমার দিন বিরল কাকতালীয় শুভ যোগ তৈরি হচ্ছে। বলা হয় মাঘ পূর্ণিমার দিন গঙ্গাস্নান করলে এবং কোন দারিদ্র ব্যক্তিকে কিছু দান করলে তা অত্যন্ত শুভ। সেই সঙ্গে দেবতারাও খুব খুশি হন। দেবতাদের খুশি করতে এই বিশেষ দিনে কী কী করবেন আপনি, দেখুন।


কোন কোন দেবতার পুজো করা শুভ

কোন কোন দেবতার পুজো করা শুভ

মাঘ পূর্ণিমার দিন দেবী লক্ষ্মী ও সম্পদের দেবী চাঁদের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চলতি বছর মাঘ পূর্ণিমার দিন একটি বিরল যোগের সৃষ্টি হবে। তাই এই দিনটির গুরুত্ব আরোও বেড়ে যাচ্ছে। পূর্ণিমার দিন যদি আপনি সকাল সকাল স্নান সেরে দেবতার পুজো করেন তাহলে দেবতারা আপনার ওপর প্রসন্ন হবে। আপনার ওপর কৃপার হাত রাখবেন তিনি, সেই সঙ্গে জীবনে আনবে সাফল্যও। আর্থিক দিকেও আপনি উন্নতি করতে পারবেন।

 শুভ সময়

শুভ সময়

মাঘ পূর্ণিমায় স্নান করার শুভ সময় হল ৪ ফেব্রুয়ারি থেকে শুভ শুরু হচ্ছে। রাত ৯ টা ২১ মিনিট থেকে শুরু হচ্ছে। যা চলবে পরের দিন রাত ১১ টা ৫৮ মিনিট পর্যন্ত। এই শুভ সময় স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পারলে এই দিন অভাবী ও দারিদ্র ব্যক্তিদেরও দান করুন।

 কী কী যোগ তৈরি হচ্ছে

কী কী যোগ তৈরি হচ্ছে

এবছর মাঘ পূর্ণিমায় চারটি বিরল যোগ তৈরি হবে। আয়ুষ্মান, সৌভাগ্য, রবি পুষ্প সর্বাধ্য সিদ্ধিযোগ। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগের সময় দেবী লক্ষ্মীর পুজো করলে আপনার আর্থিক অবনতি থেকে আপনি বেরোতে পারবেন। জীবনে সাফল্য আসবে আপনার।

 লক্ষ্মীকে খুশি করতে কী করবেন

লক্ষ্মীকে খুশি করতে কী করবেন

যদি আপনি আর্থিক সংকট থেকে বের হতে চান তাহলে অষ্টলক্ষ্মীর পুজো করুন। মাঘ পূর্ণিমা দিন দেবী লক্ষ্মীকে অশ্বগন্ধা, ১১ টি পদ্মফুল নিবেদন করুন। এছাড়াও ভোগ হিসেবে দেবীকে ক্ষীর নিবেদন করুন। এতে মা লক্ষ্মী খুব খুশি হন। তিনি আপনার বাড়িতেই ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবেন এবং আপনার জীবনের সাফল্য আনবেন। আর্থিক দিকেও খুব উন্নতি করতে পারবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

অস্ত যেতে চলেছে শনি, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলুন এই রাশিরা অস্ত যেতে চলেছে শনি, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলুন এই রাশিরা

English summary
in astrology magh purnima will be celebrated in february four good yog will be created do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X